This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.

This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.

This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.

রবিবার, ২৫ মার্চ, ২০১২
ফ্রীল্যান্সিং এর পথে – ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ৩
আজকে পরিকল্পনা অনুযায়ী লিখব কিভাবে একাউন্ট তৈরি করবেন এবং সাইটের ইন্টারফেস চিনতে সাহায্য করব।
ফ্রীল্যান্সিং এর পথে – ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ২
ওডেস্কে কাজ করার ন্যূনতম যোগ্যতা কি ?
- ওডেস্কে মূলত সাধারণ ইংলিশ বলার ও লেখার যোগ্যতা থাকলেই যথেষ্ট। তারপরও ভালোভাবে আয় করতে চাইলে দক্ষতা অর্জন করতে হবে। প্রোগামিং বা হায়ার লেভেলের জ্ঞান না থাকলেও দু’ধরণের কাজে এপ্লাই করা যায়। এগুলো হলঃ আর্টিকেল রাইটিং এবং ডাটা এন্ট্রি। কিন্তু, এই দুটি কাজে অনেক বিড থাকে। এজন্য কাজ পাওয়া প্রায় দুসাধ্য হয়। এভাবে কাজ করে আপনি অন্তত আপনার মাসের ইন্টারনেটের বিলটুকু তুলতে পারবেন। আর এক্সটা আয় করতে চাইলে একটু খানি কষ্ট করতে হবে। আপনার যদি ওয়ার্ডপ্রেস, হোস্টিং, ডোমেইন, ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন এই কয়েকটি বিষয়ে সাধারণ জ্ঞান থাকে তবেই আপনি বড় কাজে হাত দিতে পারবেন। সাথে ওডেস্কের পরীক্ষাগুলোতেও একটু ভালো ফলাফল করতে হবে। আপনি আপনাদের ভালো ফলাফল করার সহজ উপায় শিখিয়ে দিব।
ফ্রীল্যান্সিং এর পথে – ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ১
আমরা
অনেকেই অনলাইন আর্নিং এর সাথে জড়িত। কিন্তু, সফলভাবে কতজন কাজ করতে
পারছি? এই হাতে-গুনে ৫-৬ জন। তো, চলুন না সত্যিকারের কিছু শিখে আয় করি! আজ
থেকে শুরু করলাম ওডেস্ক নিয়ে আমার চেইন টিউন। আশা করি, আপনারা সাথেই
থাকবেন।
ওডেস্ক কি ?- ওডেস্ক একটি অনলাইন মার্কেটপ্লেস। অনলাইন মার্কেটপ্লেস আবার কি? এরকম প্রশ্ন আসতে পারে মনে। অনলাইন মার্কেটপ্লেস হচ্ছে এমন একটি মার্কেট যেখানে নির্দিষ্ট কাজের জন্য যোগ্য লোক খুঁজে নিয়োগ দেয়া হয়।
ওডেস্ক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস টিপস্ এবং টিউটোরিয়াল
ওডেস্কে আমরা অনেকেই কাজ করি। অনলাইনে কাজের খুবই ভাল একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট এই ওডেস্ক। ফ্রিল্যান্সিং একটি কঠিন কাজ, আবার সহজ কাজও বটে। সহজ বলতে এখানে থাকবেনা কোন বসের কড়া কথা X(, কিংবা টিপিকাল অফিসের ঝামেলা:|। নিজের স্বাধীনতা এখানে অনেক ক্ষেত্রেই পাওয়া যায়। আজকে কিছু টিপস্ এর কথা লিখব, যেগুলো আপনারা ওডেস্ক ব্লগে পাবেন।
ফ্রিল্যান্সারদের জন্য নির্ভরযোগ্য সাইট ODESK
বর্তমানে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট রয়েছে, তার মধ্যে ওডেস্ক হচ্ছে সর্বাধিক জনপ্রিয় ও নির্ভরযোগ্য সাইট। সাইটটি বায়ার ও ফ্রিল্যান্সার উভয়ের কাছেই সর্বাধিক জনপ্রিয়। ফলে বর্তমানে সাইটটিতে কাজ করছে প্রায় ১ লক্ষেরও উপরে ফ্রিল্যান্সার। সাইটটিতে ডাটা এন্ট্রি থেকে শুরু করে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, আর্টিক্যাল রাইটিং, Seo, প্রোগ্রামিং ইত্যাদি হাজারো প্রকারের কাজ রয়েছে।
Odesk New Readiness এর সঠিক উত্তরগুলো (নতুনদের জন্য)
ফ্রি ল্যান্সার হিসেবে ক্যারিয়ার গড়তে বেশীরভাগ ফ্রিল্যান্সারদের প্রথম পছন্দ হল ওডেস্ক। এখানে সাইনআপ করার পর গুরুত্বপূর্ণ একটা কাজ হল টেস্ট দেয়া। শুরুতেই
রেডিনেস টেষ্ট দিতে হয়। Readiness Test এ উত্তীর্ণ না হলে বিড (আবেদন)
করা যায় না।
সোমবার, ১৯ মার্চ, ২০১২
আসুন হ্যাক করি ফেসবুক আ্যাকাউন্ট
আসুন সহজ নিয়মে ফেইসবুক হ্যাক করি। নিচের নিচের নিয়মটি অনুসরণ করুন :
১। প্রথমে http://www.facebook.com এ যান।
শনিবার, ১৭ মার্চ, ২০১২
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ১০ (শেষ)
দেখতে দেথতে ফ্রীলান্সিং
নিয়ে পূর্বে ৯টি টিউটোরিয়াল প্রকাশ করেছি। সাধ্যমত চেষ্টা করেছি একদম প্রথম
থেকে সব বিষয়গুলোকে সহজ ভাষায় সাজিয়ে উপস্থাপন করতে। আজ শেষ পর্বে কিছু
গুরুপ্তপূর্ণ কথা বলেই শেষ করবো, এই বিষয়গুলো অনুসরন করতে পারলে একজন সফল ফ্রীলান্সার হতে বেশি সময় ব্যয় করতে হবে না বলে আশা রাখছি। তো চলুন শুরু করি…
যেকোন
কাজে নিজেকে প্রোফেশনাল ভাবাটা যুক্তিযুক্ত মনে করি। তাহলেই কাজের মজা
পাওয়া এবং নিজের মেধার সঠিক ব্যবহার করা যায়। কারন, যখন কেউ নিজের জন্য কাজ
করে বেশির ভাগ-ই সময় এবং মেধাকে ঠিক কাজে লাগাতে পারে না। এক্ষেত্রে
কাজটিকে অনেকটা নিজের করে ভাবাটাই সমস্যার শুরু। এধারনাটি পরিবর্তন করে সব
কাজকে আপনার ক্লাইন্টের কাজ মনে করে শুরু করে দিন। দেখবেন কাজটি অতি দ্রুত
এবং সময়ের মধ্যে আপনার কাঙ্খিত রূপ দিতে পেরেছেন। এখন প্রশ্ন হল, আপনি কি
নিজেকে প্রোফেশনাল ভাবতে লজ্জ্বা/ভয় পান?
যদি লজ্জ্বা/ভয় পান তাহলে আপনাকে দিয়ে কোন কাজই হবে না। তাই যত দ্রুত
সম্ভব এই ধারনাটি পাল্টায় ফেলুন। নিজের কাজকেই অন্যের কাজ মনে করে কাজটি
শুরু করুন। আর নিজেকে প্রোফেশলান না ভাবতে পারলে আপনার সারা জীবনের কর্ম ফল
“শূণ্য”!!!
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ৯
ফ্রীলান্সার নিয়ে আজকের
নবম পর্ব শুরু করতে যাচ্ছি। গত ৭ম ও ৮ম পর্বে দেখিয়েছি কিভাবে বায়ার হিসাবে
ফ্রীলান্সারে প্রোজেক্ট পোষ্ট করবেন ও প্রোজেক্ট এ নির্বাচিত প্রোভাইডারকে
মাইলস্টোল পেমেন্ট তৈরী করবেন এবং তা রিলিজ করে দিবেন। এই দুই পোষ্ট
প্রোজেক্ট সফলভাবে সম্পন্ন করতে পারলে এই
পোষ্টি আপনার জন্য কাজে আসবে। অর্থাত, এই পর্বে দেখাবো কিভাবে একটি
প্রোজেক্ট এর কাজ শেষে সম্পন্ন করার পড়ে বায়ার(আপনি) এবং প্রোভাইডার(আপনার
ওয়ার্কাস) উভয়ই উভয়কে রিভিউ/ফিডব্যাক দিবেন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ৮
গত একমাস বা তা্রও আগে
থেকে যারা ফ্রীলান্সার.কম এ কাজ করছেন তারা হয়তো কিছু বিষয় লক্ষ করছেন যে,
ফ্রীলান্সার কর্তৃপক্ষ তাদের পূর্বের কিছু নিয়মশৃঙ্খলার পরবর্তন ঘটিয়েছেন।
আসলে পরিবর্তন না বলে বলবো উন্নয়ন করেছেন তাদের বায়ার ও প্রোভাইডারদের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং বিশ্বাস বাড়ানোর জন্য। কারন এর আগে অনেক বার বায়ার এবং প্রোভাইডার উভয়ই উভয়ের কাছে প্রতারিত হচ্ছিল।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ৭
আবারো ফ্রীলান্সার নিয়ে
লিখে ফেললাম। গত ৬ টি পর্বে ফ্রীলান্সার এর একদম শুরু থেকে লিখার চেষ্টা
করে আসছি। যাতে করে বিগেইনার/নতুনরা সহজে বিষয় গুলো বুঝতে পারে। আপনারা
যারা আগের পর্বগুলো দেখেন নাই তারা দেখে নিতে পারেন পাশের সাইটবার গ্যাজেট থেকে।
মূল কথায় আসি ….
এতোদিন আপনি কাজ করলেন একজন ফ্রীলান্সার এর
প্রোভাইডার/ওয়ার্কার হিসাবে। মানে, অন্য বায়ারদের কাজ নিয়ে আপনি নিজে বা
আপনার গ্রুপের অন্য সদস্যদের দিয়ে করায় নিতেন। কিন্তু যদি এমনটা ইচ্ছা হয়
বা কখনো আপনার কোন কাজ অন্যকোন ফ্রিলান্স ওয়ার্কার দিয়ে করাবেন, তাহলে?
উপায় আছে, আর এ উপায়টি নিয়েই আজকের বিস্তারিত পোষ্ট। তো চলুন কথা না বাড়িয়ে
ফ্রীলান্সার সিরিজ পর্বের আজকের ৭ নং পর্ব শুরু করি।
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ৬
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ৫
শুক্রবার, ১৬ মার্চ, ২০১২
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ৪
তো চলুন কিভাবে আপনিও পেতে পারেন তা দেখে নিন…
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ২
আমাদের মধ্যে অনেকেই আছি
যারা অন্যের আয়ের কথা শুনে দু:খ প্রকাশ করি। আসলে দু:খ প্রকাশ করা ছাড়াতো
কিছুই নাই। কারন কি জানেন? শুধু আয় করবো করবো করলে হবে না। আয়ের জন্য
প্রস্ততিও নিতে হবে তাই না। ঠিক আছে কথা বেশি লম্বা করবো না। চলুন শুরু করে
দিই। আজ শুধু আলোচনা করবো কিভাবে ফ্রীলান্সারে প্রোজেক্ট বিড করবেন।
ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ‘ফ্রীল্যান্সার’ টিউটোরিয়ালঃ পর্ব ১
বর্তমান ই-কমার্স বিশ্বে আউটসোর্সিং এ সফলতার কথা বলে
শেষ করা যাবে না। আমাদের দেশ-ও এর থেকে কোন অংশে পিছিয়ে নেই। এ পর্যন্ত যত
গুলো ফ্রিলান্স সাইট আছে কোন না কোনটাতে বাংলাদেশীদের সফলতা আছেই, তা বলার
অপেক্ষা রাখে না। তার মধ্যে ওডেস্ক, ফ্রিলান্সার,
রেন্টএকোডার, স্ক্রিপ্টলান্স উল্লেখযোগ্য। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় কয়েক
হাজার কাজ রয়েছে এই সাইট গুলোতে। আমরা যারা কাজ করছি এই সাইগুলোতে এবং
মোটামুটি সফল তারাতো সামনের দিনে আরো সফল হবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের
লক্ষ থাকা উচিত নতুনদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া।
বিড ছাড়াই ফ্রীল্যান্সিং জব পাওয়ার একটি চমৎকার সাইট
যারা ফ্রীল্যান্সিং সাইটগুলোতে বিড করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, কাজ পান নি, অথবা ইন্টারনেটে টাকা আয়ের উপর অনেক চেষ্টা করেও ব্যার্থ তাদের জন্য আজ এমন এক সাইটের কথা বলছি যাতে কাজ পেতে আপনাকে কোন রকম বিড করতে হবে না, দরকার নেই কোন বিশেষ দক্ষতারও, শুধুমাত্র ছোট ছোট কিছু কাজের মাধ্যমে আপনি আপনার মাসিক ইন্টারনেট খরচ তুলে আনতে পারবেন একটু মনযোগী হলেই।
ফ্রিল্যান্সিং কাজের বিড করার জন্য ফ্রিল্যান্সারের পরামর্শ
আপনি ডাটা এন্ট্রি অথবা গ্রাফিক ডিজাইন অথবা ওয়েব ডিজাইন যে ফ্রিল্যান্সিং কাজই করুন না কেন, কাজ পাওয়ার জন্য বিড করতে হয়। প্রচলিত ভাষায় টেন্ডার বলতে পারেন। কাজের বর্ননা দেখে আপনি নিজের যোগ্যতা এবং কত টাকায় কাজটি করবেন জানাবেন। ক্লায়েন্ট সন্তোষজনক মনে করলে আপনাকে কাজ দেবেন।
সোমবার, ১২ মার্চ, ২০১২
CCNA সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা
CCNA কি?
Cisco Certified Network Associate যাকে সংক্ষেপে বলা হয় CCNA। এটি একটি বিশেষ ধরনের নেটওয়াকিং কোর্স। চাকরির প্রমোশনে ও জব এনরিচমেন্টে আইটি সার্টিফিকেশনের বিকল্প নেই। যারা নেটওয়াকিং সম্পর্কে জানতে আগ্রহী, নেটওয়ার্কিং পেশা হিসেবে নিতে চান তাদের জন্য নেটওয়াকিং শিক্ষার শুরু হতে পারে CCNA কোর্সটি দিয়ে। নেটওয়াকিং বিষয়ক যতধরনের কোর্স বর্তমানে প্রচলিত রয়েছে তার মধ্যে Cisco Certified Networking কোর্সগুলো হচ্ছে পূর্বের সকলের চেয়ে ভাল। এর কোর্স কারিকুলাম অত্যন্ত আধুনিক ও সময়োপযোগী। সিসিএনএ টেকনো বিশেষজ্ঞদের নেটওয়ার্ক স্কিল উন্নয়নে সর্বাধিক সহায়তা সহ সর্বশেষ প্রযুক্তির নেটওয়ার্ক জ্ঞান প্রদান করবে।
রাউটার পাসওয়ার্ড হ্যাক
কোন কারনে আপনি ভুলে গেছেন, অথবা হারিয়ে গেছে আপনার অফিসের স্মল নেটওয়ার্ক ম্যানটেইন করা ব্রাডবেন্ড বা ২.৪GHz তরংগের ওয়ারলেস রাউটারের পাসওয়ার্ডটি। ছোট রাউটারগুলোতে পাসওয়ার্ড রিকোভারি করতে হয় Factory Default করে । রাউটারের পিছনে বা সামনে একটি ছোট ডিপ সুইচ থাকে, সেটা চেপে রাউটারকে Default settings এ নিয়ে যেতে হয়। বড় রাউটারগুলোর (The Network King Cisco Or Juniper) কথা আলাদা .
আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৫)
আজকের পর্ব : নেটওয়ার্কিং ডিভাইস পরিচিতি
কম্পিউটার নেটওয়ার্ক তৈরী করার জন্য কম্পিউটার এবং ক্যাবল ছাড়াও আরও বেশ কিছু ডিভাইসের প্রয়োজন হয়। নেটওয়ার্ক তৈরী করার জন্য কোন ডিভাইসের কি কাজ, কোন ক্ষেত্রে কোন ডিভাইস ব্যবহার করতে হবে এবং ডিভাইসগুলোর মধ্যে পার্থক্য জানা প্রয়োজন। এ কারনে আমি অল্প কথায় সহজ ভাষায় নেটওয়ার্কিং ডিভাইসগুলোর পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি।
আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৪)
মাহমুদ
আজকের পর্ব সাবনেটিং।
আমার আগের কয়েকটি লেখায় বলেছিলাম কিভাবে ছোট আকারের নেটওয়ার্ক তৈরী করতে হয়। এবার আমি আলোচনা করব বড় আকারের নেটওয়ার্ক নিয়ে। বড় আকারের নেটওয়ার্ক তৈরীর সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিটি কম্পিউটারের জন্য একটি করে IP Address বরাদ্দ করা। কারন IPv4 এ IP Address এর সংখ্যা সীমিত। প্রথম যখন ইন্টারনেট আবিস্কার হয় তখন কেউ কল্পনা করতে পারেনি যে এটি এতটা জনপ্রিয় একটি মাধ্যম হবে, তখন ইন্টারনেট শুধুমাত্র বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ধরনের গবেষনার কাজে ব্যবহার করা হত। তাই ৩২ বিটের IPv4 Address কেই তারা ভেবেছিল যথেষ্ট। কিন্তু বর্তমানে সারা পৃথিবীতে ইন্টারনেট বিস্তৃত হওয়ায় IP Address সংকট দেখা দিয়েছে। তাই এই অল্প সংখ্যক IP Address নিয়েই আমাদের নেটওয়ার্ক তৈরী করতে হবে। এ কারনেই আমাদের সাবনেটিং এর প্রয়োজন হচ্ছে।
আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৩)
মাহমুদ
আমি আগে ২টি পর্বে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নেটওয়ার্কিং করার জন্য হার্ডওয়্যার প্রস্তুত করতে হয় এবং IP Addressing এর নিয়মাবলী। এবার দেখাবো নেটওয়ার্কের জন্য ওয়ার্কগ্রুপ তৈরী করার নিয়ম এবং সার্ভার কম্পিউটারটির ইন্টারনেট শেয়ারিং, যাতে অন্য কম্পিউটারগুলো ইন্টারনেট ব্যবহার এবং ফাইল শেয়ারিং করতে পারে। সার্ভার (Server) শব্দটি শুনে ভয় পাওয়ার কিছু নেই, এই সার্ভার আর ওয়েব সার্ভার এক জিনিষ নয়। এখানে সার্ভার হচ্ছে শুধুমাত্র ইন্টারনেট গেইটওয়ে সার্ভার যা যেকোন সাধারন কম্পিউটার হতে পারে।
আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ২)
মাহমুদ
আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ৬)
আজকের পর্ব : নেটওয়ার্ক সিমুলেশন সফটওয়্যার
আজকে আমি নেটওয়ার্ক সিমুলেশন সফটওয়্যার বা নেটওয়ার্ক সিমুলেটর নিয়ে আলোচনা করব। নেটওয়ার্ক সিমুলেটর কি এবং কেন ব্যবহার করব তা প্রথমে আমাদের জানা প্রয়োজন। বড় নেটওয়ার্ক তৈরীর ক্ষেত্রে প্রথমে যে জিনিষটি প্রয়োজন তা হচ্ছে একটি সুনির্দিষ্ট প্ল্যানিং/ডিজাইন যাতে নেটওয়ার্কটির বাজেট এবং বর্তমান ও ভবিষ্যত চাহিদার প্রতিফলন থাকবে। ডিজাইন তৈরী না করেই যদি নেটওয়ার্ক তৈরীর কাজে হাত দেয়া হয়, তাহলে পরবর্তীতে আপনাকে ধাপে ধাপে নানা সমস্যার মধ্যে পড়তে হবে যা সমধান করা অনেক ক্ষেত্রেই অসম্ভব বা প্রচুর আর্থিক ক্ষতির কারন হয়ে দাড়ায়।
আপনার ওয়েবসাইটটিকে পরিচিত করুন (Search Engine Optimization)
আপনি যদি একজন ওয়েবমাস্টার হন এবং আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনি অবশ্যই চাইবেন সবাই আপনার ওয়েবসাইটটি সার্চ করে সহজে খুজে পাক। যারা এ্যাডসেন্স করছেন তাদের জন্য পেইজ ভিজিট একটি খুবই গুরুত্বপূর্ন বিষয়। সার্চ অপটিমাইজেশনের অনেক টেকনিক আছে, আমি এ লেখায় একটি টেকনিক Sitemap কিভাবে তৈরী করবেন তা নিয়ে আলোচনা করব।
আসুন সহজে পিসি-টু-পিসি LAN করি (পর্ব – ১)
মাহমুদ
LAN বলতে Local Area Network বোঝানো হয়। এই LAN দুটি পিসি থেকে শুরু করে ছোট পরিসরে অসংখ্য পিসির মধ্যে হতে পারে। শুধু পিসিই নয় LAN এ যুক্ত হতে পারে প্রিন্টার, আইপি ফোন, সার্ভারসহ IP সাপোর্ট করে এমন যেকোন ডিভাইস। আপনি এই LAN কে চাইলে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারেন অথবা শুধুমাত্র নিজেদের মধ্যে ফাইল বা কন্টেন্ট শেয়ারিং এর মধ্যেও সীমাবদ্ধ রাখতে পারেন। এখন অনেকেই মাল্টিপ্লেয়ার গেমসের সাথে পরিচিত, ল্যান করে মাল্টিপ্লেয়ার গেমস খেলার মজাই আলাদা।
শুক্রবার, ৯ মার্চ, ২০১২
মনিটর কিনবেন, তাহলে লেখাটা পড়ে নিন কাজে লাগতে পারে
"মনিটর" এ শব্দটা কিছুদিন আগেও জড়িত ছিল শুধুমাত্র কম্পিউটারের সাথে।
কিন্তু সময়ের সাথে সাথে পাল্টে গেছে মনিটরের ধরণ ও ব্যবহার। অনেকে
শুধুমাত্র গেমস কিংবা মুভি দেখা অথবা গ্রাফিক্স এর কাজ করার জন্য আলাদাভাবে
মনিটর কিনে থাকে। তাই এ পোষ্টে চেষ্টা করব এলসিডি/প্লাজমা/হাই-ডেফিনেশন
মনিটর সম্পর্কে ধারণা দেয়ার জন্য যাতে সহজেই আপনি আপনার প্রয়োজনমত মনিটরটি
বেছে নিতে পারেন।
"NTLDR is missing, press any key to restart" ভয় পাওয়ার কিছু নেই। ১ মিনিটেই কম্পিউটার ব্যবহার করুন আগেরমত ১০০%। কোন ফাইল মিসিং ছাড়াই।
যারা কম্পিউটার ইউজ করেন তারা মাত্রই জানেন যে কোন সময় আপনার কম্পিউটারটি এ রকম সমস্যায় পড়তে পারে। অফিসের গরুত্বপূর্ণ কাজ। কিন্তু কম্পিউটারটি অকেজে। "NTLDR is missing, press any key to restart" মেসেজে দেখাচ্ছে। কম্টিউটারটি ওপেন হচ্ছে না। দুশ্চিন্তা করার কোন কারন নেই। উইন্ডোজ বেজ কম্পিউটারে আপনি মাত্র এক মিনেটের মধ্যে এ সমস্যা থেকে বাচতে পারবেন। নিম্ন লিখিত উপায়ে একটি পেন ড্রাইভকে বুটাবেল করে নিজের কাছে রেখে দিন। যখনই এ রকম সমস্যায় পড়বেন ঐ বুটাবেল পেনড্রাইভটি দিয়ে কম্পিউটারটি ওপেন করে আগের মত ১০০% ইউজ করুন। দুশ্চিন্তা ফেলে দিয়ে ফ্রেশ হয়ে যান।
শুক্রবার, ২ মার্চ, ২০১২
ওয়েবসাইটের ভিজিটর বাড়ান সোশ্যাল বুকমার্কিং সাইটে লিংক বুকমার্ক করে
সোশ্যাল বুকমার্কিং সাইট কী?:
সোশ্যাল বুকমার্কিং সাইট বলতে যেসব ওয়েবসাইটে
লিংক শেয়ার বা সেভ করা সুবিধা আছে সেইসকল ওয়েবসাইটকে বুঝায়।ওয়েবসাইটে অনেক
বেশী ট্রাফিক আনার জন্য সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট এর কোন তুলনা
নাই।আপনার কোন লিংক যদি ভাগ্যাক্রমে এই সাইটগুলোর হোমপেইজে চলে আসে তাহলে
একসাথে অনেক ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেক ইন্টারনেট ব্যবহারকারী
আছেন এইসব সাইটের মাধ্যমে বেশী শেয়ার হওয়া এবং এক্সক্লুসিভ ওয়েবসাইটসমুহ
খোঁজ করে থাকেন।এছাড়া আপনার ওয়েবসাইটের লিংকসমুহ যদি সার্চইঞ্জিনে ইনডেক্স
না হয়ে থাকে তাহলে সার্চইঞ্জিন সমুহের সার্চলিষ্টে তা আসতে পারে এই
বুকমার্কিং সাইটগুলোর মাধ্যমে।যেমন, ধরুন আপনি একটি লেখা লিনাক্স নিয়ে
লিখলেন যেটির কিওয়ার্ড linux বা how to use linux কিন্তু এই কীওয়ার্ড দিয়ে
সার্চ করলে সেটি সার্চলিষ্টে প্রথম দিকে পাওয়া যায় না কিন্তু যদি আপনি ওই
লিংকটি এই কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে এই বুকমার্কিং সাইটসমুহে লিপিবদ্ধ করেন
তাহলে তা ঐ কিওয়ার্ডের ভিত্তিতে প্রথম পাতায় চলে আসতে পারে।
ফ্রিল্যান্সিং করতে চান কিন্তু নির্দিষ্ট কোন কম্পিউটার সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞ নন তাদের জন্য এই স্পেট
আজকাল বাংলাদেশে অনলাইন দুনিয়ায় “ফ্রীল্যান্সিং ” একটি পরিচিত
শব্দ।ফ্রিল্যাঞ্চিং করে অনেকে যেমন সচ্ছল হয়েছে তেমনি এটিকে ঘিরে প্রতারনাও
বেড়েছে।মানুষের সরলতার সুযোগ নিয়ে এই প্রতারকেরা ফ্রিল্যাঞ্চিং এর নামে
এমএলএম কার্যক্রম চালাচ্ছে।