This is featured post 1 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.

This is featured post 2 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.

This is featured post 3 title
Replace these every slider sentences with your featured post descriptions.Go to Blogger edit html and find these sentences.Now replace these with your own descriptions.

শনিবার, ২৫ আগস্ট, ২০১২
Windows 98, XP, Seven এর ইউজার পাসওয়ার্ড হ্যাক করুন
বৃহস্পতিবার, ৩ মে, ২০১২
বিশ্বের সেরা ১৫টি পাসওয়ার্ড Hacking এবং Cracking সফটওয়্যার
PDF Password Remover

Windows XP Admin Password Remover
Zip File Password Cracker
Microsoft Office Password Remover
Windows Vista Admin Password Recovery

RAR File Password Cracker
EXE File Password Recovery

Windows 7 Password Cracker
MSN Password Recovery
Mozilla Firefox Password Cracker
সোমবার, ১৯ মার্চ, ২০১২
আসুন হ্যাক করি ফেসবুক আ্যাকাউন্ট









সোমবার, ১২ মার্চ, ২০১২
রাউটার পাসওয়ার্ড হ্যাক
কোন কারনে আপনি ভুলে গেছেন, অথবা হারিয়ে গেছে আপনার অফিসের স্মল নেটওয়ার্ক ম্যানটেইন করা ব্রাডবেন্ড বা ২.৪GHz তরংগের ওয়ারলেস রাউটারের পাসওয়ার্ডটি। ছোট রাউটারগুলোতে পাসওয়ার্ড রিকোভারি করতে হয় Factory Default করে । রাউটারের পিছনে বা সামনে একটি ছোট ডিপ সুইচ থাকে, সেটা চেপে রাউটারকে Default settings এ নিয়ে যেতে হয়। বড় রাউটারগুলোর (The Network King Cisco Or Juniper) কথা আলাদা .
বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১২
NetTools 5.0.7 ... একের ভেতরে সব কিছু!

কয়েক বছর আগে হ্যাকিং নিয়ে একটি সিরিজ শুরু করেছিলাম। সেখানে একটি আইপি স্ক্যানার টুল দিয়েছিলাম যা অনেকেই পছন্দ করেছিলেন। আপনার নেটওয়ার্ক পরিবেশে কাজ করার জন্য অনেক ধরনেরই টুল রয়েছে যা দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন। সমস্যা হচ্ছে এই টুলগুলোর বেশীর ভাগই হ্যাকারদের দ্বারা তৈরি.. ফলে ব্যবহার করা কিছুটা বিপদজনক। আরেকটি সমস্যা হলো এতগুলো টুল সেটাপ করলে আপনার স্টার্ট মেনুর প্রোগ্রামস ফাইলের আকার কিম্ভুতকিমাকার ধারন করতে পারে। কিন্তু কেমন হয় যদি একটি টুল সেটাপ করলেই কাংখিত সবগুলো সুবিধা পাওয়া যায়? তেমনি একটি টুল হচ্ছে NetTools। বর্তমানে এর ভার্সন 5.0.7 পাওয়া যাচ্ছে। এটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারণ এতে কোন রকম স্প্যাইওয়্যার / ট্রোজান / ওয়ার্ম কিছু নেই। আরো সুখের খবর হচ্ছে এটি সম্পুর্ন বিনামূল্যে ওয়েবে পাওয়া যায়।
LANguard Network Scanner, অসাধারণ IP Scanner
আগের পোস্টে ১৭৬ টি নেটওয়ার্ক টুলের এক বিশাল ভান্ডার পেয়েও টুলগুলোর ব্যবহার না জানায় অনেকেই পুরোপুরি খুশি হতে পারেননি। তাদের জন্য এই পর্ব। এখানে একটি ল্যান স্ক্যানার ও এটি দিয়ে কি কি ধরনের মজা(নবীসদের জন্য মজারই বটে) করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হচ্ছে...
টুলটির নাম LANguard Network Scanner. এটি দিয়ে আপনার নেটওয়ার্কে স্ক্যান দিয়ে অন্য ব্যবহাকারীদের কম্পিউটারের আইপি বের করে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আইপি জেনে কি হবে? অনেক কিছুই হতে পারে। বিষয়টা কম্পিউটার নিয়ে আপনি কিধরনের কাজ করেন তার উপর নির্ভর করে। আমি এখানে সাধারন ব্যবহারকারীদের জন্য কিছু আলোচনা করছি-
শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২
আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে কি করবেন ??
আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে সেটি কিভাবে আনবেন তা নিয়ে এখন আলোচনা করব ।

Gmail এর ক্ষেত্রে :
পদ্ধতি-১ : প্রথমে চেষ্টা করব কিভাবে আগের পাসওর্য়াড সহজ ভাবে ফিরিয়ে আনা যায় । এই পদ্ধতি তা খুবই সহজ । পদ্ধতি তা হল গুগুল আপনাকে আপনার গোপনীয় প্রশ্নটা জিজ্ঞেস করবে যদি আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়ে থাকে তাহলে password রিসেট করার details আপনার সেকেন্ডারী ই-মেইল অ্যাডসে চলে আসবে । তারপর আপনি তাদের প্রদত্ত লিংক থেকে পাসওর্য়াড রিসেট করতে পারবেন । এই পদ্ধতি অবলম্বন করতে নিচের লিংক এ যান ।
শনিবার, ৭ জানুয়ারী, ২০১২
ওয়েব সাইট হ্যাকিং এর সফটওয়্যার havij 1.14 pro ফুল ভার্সন

হ্যাকিং এর জগতের এক অসাধারণ সফটওয়্যার এর নাম হাভিজ। আমি এটার প্রো ফুল ভার্সন শেয়ার করলাম। এস কিউ এল ইঞ্জেকশনের জন্য অনেকেই havij pro 1.14 ব্যাবহার করে থাকেন। যারা হ্যাকিং এর উপরে হাতে ঘড়ি নিতে চান তারা অবশ্যই এটি ব্যাবহার করে দেখবেন। সাধারণত এটির মুল কাজ যে কনো ওয়েব সাইটের ভুলনেরবল খুঁজে পাবার পরে সেই ওয়েব সাইটের ডাটা ব্যাস খুঁজে বের করে ডাটাবেস থেকে সেই সাইটের টেবিল খুঁজে বের করে টেবিল থেকে এডমিন এর ইউসার নেম ও পাস ওয়ার্ড এর হ্যাস খুঁজে বের করা। যাদের হ্যাকিং এর মটামটি ধারনা আছে তারা সবাই অবশ্যই হাভিজ কে চিনেন।
লাইভ ওয়েবসাইট হ্যাকিং (ফুল টিঊটরিয়াল নিন)
হ্যাকিং ই-বুক
এখানে কিছু হ্যাকিং বিষয়ক ই-বুক শেয়ার করলাম। প্রত্যেকটি বইয়ের ডাউনলোড লিংক আলাদাভাবে দেয়া আছে। আপনার যে বইটা দরকার সেটা আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ...
Windows 7 Tweaks

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১
জিমেইল হ্যাকিং

বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১
রেপিড শেয়ার থেকে যে কনো ফাইল ফ্রী ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্টের মত
রেপিড শেয়ার থেকে প্রিমিয়াম স্পিড এ ডাউনলোড করার জন্য এগুলো ইউস করতে পারেন, এখানে ১৪টি সোফট দিলাম। এগুলো ইউস করলে প্রিমিয়াম একাউন্ট না থাকলেও সেভাবে ডাউনলোড করতে পারেন একদম ফ্রী ফ্রী। আসা করি সবার ভালো লাগবে। সাইজ ও ছোট আছে তাই প্রবলেম হবে না। মত্র ৩৪ মেগা সব গুলো এক বারে ডাউনলোড করতে মাত্র ১টি ক্লিক ই ইনাফ।
AIO Contains:
01. RapidShare Leecher 2007 2.0
02. Rapidshare Auto Downloader 3.7.1
03. Rapidshare Queuer 2.2
04. Rapidshare Search Tool 2.3
05. RapidShare Downloader 1.4
06. Rapidshare Mass Downloader 1.0
07. FreeRapid Downloader 0.83 Build 522
08. RapidBIT 1.2
09. RapidAssist 1.0.0
10. RapidWareX 1.2.1
11. RapidZuca 1.1
12. RSDownloader 2.3
13. Rapget.RS 1.0.4.1
14. Rapid Media Server 0.5.5.0
ডাউনলোড করুন
মূল লেখা এখানে
ইয়াহু পাসওয়ার্ড হ্যাক করুন ভিকটিম কে বোকা বানিয়ে


এখন উপরের ছবিটি ভাল করে লক্ষ করুন এবং যেভাবে কমান্ড করা আছে সেভাবে উপরের ডান পাশের এবং বাম পাশের ৩ টি করে ৬ টি বক্সে টিক মার্ক বসিয়ে দিন ।তার পরে (Y! ID) লিখা বক্সে আপনার ইমেইল আইডি লিখুন , কিন্তু মনে রাখবেন yahoo.com টুকু লিখবেন না ।যেমন ধরুন আপনার আইডি( abcd_12@yahoo.com) এই ক্ষেত্রে লিখুন শুধু (abcd_12) ।এখানে বলে নেই আপনি আপনার যে আইডি টি এখানে ব্যাবহার করবেন সেই আইডি তে অফ লাইন মেসেজ হয়ে আসবে ভিক টিম এর পাসওয়ার্ড ।এখন আপনার মনে আপনার আইডি নিয়ে কোন সন্দেহ থাকলে একটি নতুন ইয়াহু আইডি বানিয়ে নিতে পারেন । তার পরে ( Binder) বক্সে একটি টিক চিহ্ন বসিয়ে দিন ।


উপরের ছবিটির যেখানে লাল মার্ক করা আছে সেখানে ক্লিক করে ( jpg 2 ) সিলেক্ট করুন ।



মূল লেখা এখানে
Google Books থেকে ইচ্ছে মত ইবুক ডাউনলোড করুন
যারা অনলাইনে ইবুক খোঁজাখুঁজি করেন তারা সবাই জানেন ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। বিভিন্ন ক্যাটাগরীর প্রচুর ইবুক এখানে পাওয়া যায়। কিন্তু Google Books এর সীমাবদ্ধতা হল, আপনাকে অনলাইনেই পড়তে হবে। ডাউনলোডের কোন ব্যবস্থা এতে নেই। ফলে যারা ২৪ ঘন্টা ইন্টারনেটে কানেক্টেড তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে এটা তেমন কাজে আসে না। এই সমস্যা সমাধানের জন্য বানানো হয়েছে Google Book Downloader। এই ইউটিলিটি সফটওয়্যারটি ব্যবহার করে আপনি Google Books থেকে যে কোন ইবুককে pdf ফরম্যাটে আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন। তবে এটা শুধুমাত্র শিক্ষামূলককাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে।
Google Book Downloader চালানোর জন্য আপনার পিসিতে Microsoft .net Framework 3.5 SP1 ইনস্টল করা থাকতে হবে। Microsoft .net Framework 3.5 SP1 ইনস্টল করার পর এই লিংক থেকে Google Book Downloader ডাউনলোড করে ইনস্টল করে নিন।
যেভাবে ইবুক ডাউনলোড করবেন:
১. Google Book Downloader চালু করুন।
২. Google Books এ গিয়ে আপনার প্রয়োজনীয় ইবুকটি খুঁজে বের করুন। ধরা যাক, আপনি Absolute beginner’s guide to Wi-Fi wireless networking ইবুকটি ডাউনলোড করবেন। এটার লিংক হবে
http://books.google.com/books?id=tQohcXSFBNkC&printsec=frontcover&dq=networking
বোল্ড করা নাম্বারটি হল এই বইয়ের কোড।
৩. Google Book Downloader এ কোডটি পেস্ট করুন। এবার Check বাটনে ক্লিক করুন। বইটির ডাউনলোড লিংক খুঁজে বের করবে।
৪. Download entire book বাটনে ক্লিক করুন। সম্পূর্ন ইবুকটি ডাউনলোড হবে।
৫. Save entire book as… বাটনে ক্লিক করে ইবুকটি আপনার পিসিতে সেভ করুন।
মূল লেখা এখানে
শনিবার, ৮ মে, ২০১০
বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার

টেকটিউনস এবং আপনাদের অনুমতি পেলে সামনে জিমেইল/Gmail হ্যাকিং টিউন করতে পারি। যদিও ১৭এপ্রিল আমার পরীক্ষার জন্য টিউন বৃহস্পতি ও শুক্রবার করি BUT আজ এক স্যারের প্রাইভেট বন্ধ থাকার কারনে খুব অল্প সময়ে টিউনটি করলাম।
শুক্রবার, ৭ মে, ২০১০
ফেইসবুক হ্যাকিং
সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের ফেসবুক হ্যাকিং সম্পর্কে ট্রিকস্ দিব। আমরা সকলেই জানি বর্তমানে ফেসবুক আই.ডি হ্যাক করা সোজা ব্যাপার নয়। কেবল মাত্র অতি দক্ষ্য হ্যাকার ছাড়া এটি সম্ভব নয়। তাই বর্তমান যে সকল ফেসবুক আই.ডি হ্যাক হচ্ছে তা সবই কীলগার সফটওয়্যারের মাধ্যমে। তবে এই ট্রিকসটির মাধ্যমে কীলগার ছাড়াও কারও ফেসবুক আই.ডি হ্যাক করা সম্ভব। এসব ট্রিকসটি দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না। যাক অনেক কথাই বলে ফেললাম এখন কাজের কথায় আসি…
______________________________________________
১। প্রথমে এখান থেকে “Facebook Hacking” টি ডাউনলোড করুন।
২।এর ভিতরে মোট দুইটি ফাইল পাবেন, যথাক্রমেঃ
- Index.html
- write.php
৩। এখন এই তিনটি ফাইলকে যেকোন webhost সাইটে আপলোড করেদিন। যেমনঃ
৪। এবার Index.html নামক ফাইলটির লিঙ্ক আপনার কাঙ্খিত ব্যক্তির নিকট পাঠিয়ে দিন এবং তাকে লগিং করতে বলুন। তাকে লগিং করতে বাধ্য করবার জন্য নানা রকমের চাটু মূলক কথা বা হতভম্ব হবার মতন অথবা উত্তেজনা মূলক কথা মেইলে লিখতে পারেন। এছাড়া ফেসবুকে মেসেজ আকারে লিঙ্কটি দিতে পারেন এতে সন্দেহের মাত্র কম হবে। তারপর কেবল আপেক্ষার পালা।
৫। যখন সে Index.html এ তার ফেসবুক আই ডি এবং পাসওয়ার্ড লিখতে তা সাথে সাথে “passes.txt” নামে আপনার webhost সাইটে সেভ হবে।
৬। এখন “passes.txt” ফাইলটি ওপেন করে আপনার কাঙ্খিত ব্যক্তির ফেসবুক আই ডি এবং পাসওয়ার্ড দেখতে পাবরেন।
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। সবার প্রতি অনুরোধ রইলো এর অপব্যবহার না করবার
Source : http://techtunes.com.bd/hacking/tune-id/22272/