JavaScript For Dummies - 4th Edition
জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কমবেশি আমাদের সকলেরই জানা। এটাকে বলা হয় Client Side Scripting Language. ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত্ হয়। বিশেষ করে ডায়নামিক সাইট তৈরি করতে এবং ওয়েবসাইটকে প্রানবন্ত করতে JavaScript প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট দ্বারা ওয়েবপেজে স্লাইডশো তৈরি করা যায়, এনিমেশন করা যায়, ঘড়ি তৈরি করা ইত্যাদি। এছাড়াও এটি দ্বারা আপনি User Data Validation, Login এর কিছু কাজ ইত্যাদি করতে পারবেন। সব চোখ-জুড়ানো ওয়েবসাইটেই জাভাস্ক্রিপ্ট ব্যবহৃত হয়।
ডামিদের এই বইটি আপনাকে সুন্দরভাবে ধাপে ধাপে জাভাস্ক্রিপ্ট শেখাবে। বইটির পেজ সংখ্য ২২৪।