সোমবার, ২৭ আগস্ট, ২০১২

Adobe Flash Player – ইন্টারনেটে ভিডিও দেখার জন্য সেরা



Internet Brows করে কিন্তু Adobe Flash Player চিনে না এরকম কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না কারণ ইন্টারনেটে ভিডিও দেখার জন্য যে প্লেয়ারটার কথা সর্বপ্রথম আসে তার নাম Adobe Flash Player এর মাধ্যমে অন্যতম জনপ্রিয় ভিডিও সাইট youtube সহ যেকোনো পেজের ভিডিও কোন ঝামেলা ছাড়াই দেখা যায়। এটি ফ্রিতেই ডাউনলোড আর ইন্সটল করা যায় সাইজটাও ছোট তাই যে কোন লিমিট ইউজারদের জন্যও ডাউনলোড করতে সুবিধা জনক

শনিবার, ২৫ আগস্ট, ২০১২

Windows 98, XP, Seven এর ইউজার পাসওয়ার্ড হ্যাক করুন




আমরা অনেক সময় Windows এ লগঅন বা ইউজার পাসওয়ার্ড দিই যাতে যে কেউ কম্পিউটারটি ব্যবহার করতে না পারে। তখন পাসওয়ার্ড না দিয়ে ঢুকার কোন সুযোগ নেই। যদি নিজের পাসওয়ার্ডটি নিজেই ভুলে যান তাহলে কি অবস্থা হবে? যদিও এক্সপিতে পাসওয়ার্ড ভাঙ্গতে তেমন একটা অসুবিধা হয় না। কিন্তু উইন্ডোজ সেভেন খুবই জটিল একটি অপারেটিং সিস্টেম যেখানে পাসওয়ার্ড ভাঙ্গার তেমন পরিচিত কোন সহজ পন্থা নেই। তবে আমার টিউটোরিয়ালটি অনুসরণ করে Windows XP, Windows Vista, Windows 7 [সম্ভবত Windows 8] এর পাসওয়ার্ড ভাঙ্গা কোন ব্যাপারই না। চলুন দেখি কি করতে হবে।  

শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

উইন্ডোজ সেভেনের বুট সমস্যা সমাধান করুন


প্রতিটি অপারেটিং সিস্টেম বুট হওয়ার জন্য প্রয়োজন সেই অপারেটিং সিস্টেমের Boot Manager যার মাধ্যমে অপারেটিং সিস্টেমটি সঠিকভাবে বুট হয়। Boot Manager হল কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইলের সমন্বয়। কোন কারণে এই Boot Manager এ সমস্যা হলে বা তা সঠিকভাবে কাজ না করলে অপারেটিং সিস্টেম আর বুট হয় না। এর ফলে "BOOTMGR is missing" মেসেজ আসতে পারে। তাই সেই Boot Manager একবার সমস্যা হলে Windows Repair করা জরুরী হয়ে পড়ে। তবে Windows 7 এ সেই Boot Manager Repair করার একটি সুন্দর সিস্টেম আছে। এর মাধ্যমে খুব সহজে এবং অল্প সময়ে  Windows এর Boot Manager Repair করে Windows কে আগের মত কার্যকর করা যায়। এতে সবধরনের ডাটা এবং সেটিংস সুরক্ষিত থাকে। কাজটি কয়েকভাবে করা যায়। আমি সহজ একটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২

ডাটা নিরাপদ রেখে পার্টিশান রিসাইজ করুন



ধরুন –“আপনার একটি হার্ডডিস্ক আছে যারা সাইজ 80GB বা তার অধিক এই সাইজ দিয়ে নিঃসন্দেহে একাধিক ড্রাইভ তৈরি করা যায় কিন্তু আপনার হার্ডডিস্কে ড্রাইভ আছে মাত্র একটি সেটাতেই OS (Operating System), সেটাতেই আপনার সব ডাটা এখন কোন সময় যদি আপনার OS ক্রাশ করে বা নতুনভাবে OS ইনস্টল করার প্রয়োজন হয় তাহলে আপনার ডাটাগুলো Back Up নেয়ার সুযোগ না থাকার কারণে নিশ্চয় হারাতে হবে তাছাড়া আলাদা কোন ড্রাইভ নেই বলে আপনার মিউজিক, ভিডিও, সফটওয়ার, ডকুমেন্ট, ইমেজ ইত্যাদি ডাটাগুলো একই ড্রাইভে রাখতে হচ্ছে যদি হার্ডডিস্কে একাধিক ড্রাইভ থাকে তাহলে আপনার জন্য সুবিধা হয় এতে আপনার ডাটাগুলো যেমনি ভাগ করে আলাদা আলাদা ড্রাইভে রাখতে পারবেন তেমনি তা OS ক্রাশ করলে বা নতুনভাবে OS ইনস্টল করলে হারানোর ভয় থাকবে না

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons