সোমবার, ২০ জানুয়ারী, ২০১৪

Multi Boot Partition CD -All in One for Partitioning work



Hardware Troubleshooting কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো হার্ডডিস্কের কাজ Hard Disk ছাড়া কম্পিউটারের কোন গতি নেই তাই হার্ডডিস্কের কাজ করার জন্য দরকার হার্ডডিস্ক টুল যা দিয়ে প্রয়োজনীয় কাজ করা যায় আগে Partition সংক্রান্ত কাজ করার জন্য ভরসা ছিল Fdisk। এখন Windows থেকেও Partition Create, Delete, Format সংক্রান্ত কাজ করা যায় তবে সেখানে খুব সিমীত কিছু কাজ করা যায় মাত্র বৃহত্তর পর্যায়ে কাজ করতে গেলে একজন Hardware Engineer এর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হলো কিছু ভাল মানের Partition টুল আমি আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি তৈরি করেছি একটি Multi Boot Partition CD ২০১৩ সালের সেরা দশ থেকে সাতটি টুল নিয়ে তৈরি করেছি আমার এই সিডিটি যাদের Rating সবার উপরে এগুলো দিয়ে Partition সংক্রান্ত কাজ ছাড়াও হার্ডডিস্কের অনেক কাজ করা যায়

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons