মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১০

ফায়ারফক্স ও ইউটিউব খুলতে সমস্যা?

অনেক সময় দেখা যায়, ফায়ারফক্স খুলতে গেলে তা না খুলে I dont hate Mozilla but use IE or else...ধরনের বার্তা আসে। ফলে ফায়ারফক্স খোলা যায় না। আবার ইউটিউব সাইটটিতে ঢুকতে গেলে তা না খুলে Youtube is banned you tool বার্তা আসে। এটি মূলত W32.USB নামের কম্পিউটার ওয়ার্মের কারণে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টিভাইরাস সফটওয়্যার চালিয়েও এ ওয়ার্মটি মোছা যায় না। এর সমাধানের জন্য প্রথমে টাস্ক ম্যানেজার খুলে Ctrl+Alt+Del চেপে Processes ট্যাবে যেতে হবে। এবার Image name কলাম থেকে svchost.exe (যা ইউজারে চালু আছে, system, local বা অন্য কিছুতে নয়) নির্বাচন করে End Process বাটনে ক্লিক করে বন্ধ করতে হবে।
এবার মাই কম্পিউটারের অ্যাড্রেস বারে C:/heap41a লিখে এন্টার করলে heap41a ফোল্ডার খুলবে। এবার এই ফোল্ডারের সব ফাইল (svchost.exe, script1.txt, standard.txt,reproduce.txt এবং একটি অডিও ফাইল) মুছে ফেলতে হবে। ফোল্ডারসহ মুছে ফেললে ভালো হয়। এরপর রানে গিয়ে Regedit লিখে এন্টার করলে রেজিস্ট্রি এডিটর খুলবে। এখন Edit মেনু থেকে Find-এ ক্লিক করে heap41a লিখে সার্চ করতে হবে। এরপর heap41a নামে পাওয়া তথ্যগুলো মুছে ফেলতে হবে। এবার কম্পিউটার আবার চালু করলে ফায়ারফক্স বা ইউটিউব খুলতে সমস্যা হবে না।
তবে এ ওয়ার্ম থেকে মুক্তি পেতে আপনার ইউএসবি ড্রাইভ থেকে autorun এবং microsoft power point.exe ফাইলটি মুছে ফেলতে হবে

http://prothom-alo.com/detail/date/2010-02-22/news/44067

সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১০

চমকিয়ে দিন আপনার বন্ধুকে তার পাসওয়ার্ড হ্যাক করে…





আমার বাসায় আমার অনেক বন্ধু আসে। এসে তাদের ই-মেইল চেক করে, ফেইসবুকে চ্যাটিংসহ যা কিছু করে তা আমি পরে সহজেই বুঝে ফেলি একটি সফটওয়ার এর মাধ্যমে। এর মাধ্যমে আমি তাদের ব্যবহৃত পাসওয়ার্ড জেনে ফেলি অতি সহজেই এবং পরে তাদের পাসওয়ার্ড তাদেরকে জানিয়ে পুরো চমকিয়ে দেই।

সফটওয়ার টার নাম হচ্ছে Refog Free Keylogger. এটির মাধ্যমে কম্পিউটারের সকল কাজগুলো এবং কী বোর্ড থেকে যে কীগুলো Press করা হয় তা সহজেই দেখা যায়।

এটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সফটওয়ারটি ডাউনলোড করে নিতে হবে। তারপর তা ইনস্টল করে নিতে হবে।

ইনস্টল করার পর আপনার কম্পিউটারের সব কাজগুলো সেভ হতে থাকবে। আরো বিস্তারিত…


হিরেন বুট সিডি: উইন্ডোজের পাসওয়ার্ড উদ্ধার

উইন্ডোজের বিভিন্ন সমস্যার সমাধানে হিরেন বুট সিডির জুড়ি নেই। হিরেন বুট সিডির প্রায় ২০০টির মত টুলসের মধ্যে পাসওয়ার্ড রিকভার অন্যতম। হিরেন বুট সিডির এই টুলস দ্বারা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোন ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলা করা যায়।
এজন্য প্রথমে হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে চালু করুন। তাহলে হিরেন বুট মেনু আসবে। ধাপ ১: Start Hiren’s BootCD নির্বাচন করে এন্টার করুন তাহলে হিরেন বুট সিডি চালু হবে।
ধাপ ২: Password & Recovery Tools… নির্বাচন করে এন্টার করুন।
ধাপ ৩: Active Password Change XP+ নির্বাচন করে এন্টার করুন এবং কোন ওয়ার্নিং ম্যাসেজ আসলে YES করুন।
ধাপ ৪: MS SAM (পাসওয়ার্ড ডেটাবেস) ফাইল খুঁজে বেড় করতে ২ চাপুন (অথবা Logical Drive জানা থাকলে ১ চেপে নির্বাচন করেও খোঁজা যায়), তাহলে SAM (পাসওয়ার্ড ডেটাবেস) ফাইল খুঁজে পাওয়া যাবে। কম্পিউটারে একাধিক উইন্ডোজ ইনস্টল দেওয়া থাকলে একাধিক ড্রাইভের SAM ফাইল লোকেশন আসবে। এবার নির্বাচন করে এন্টার করুন তাহলে উক্ত উইন্ডোজের সকল ইউজার দেখা যাবে।
ধাপ ৫: যে ইউজারের পাসওয়ার্ড মুছে ফেলতে চান সেটি (নম্বর) নির্বাচন করে এন্টার করুন।
ধাপ ৬: নিচের Clear this User’s Password নির্বাচন করে কীবোর্ড থেকে Y চাপুন। তাহলে পাসওয়ার্ড মুছে যাবে এবং নিচে নিশ্চিতকরন ম্যাসেজ আসবে।
ধাপ ৭: Esc চেপে বেড় হয়ে আসুন এবং Restart লিখে এন্টার করে কম্পিউটার রিস্টার্ট করুন।
এবার উইন্ডোজে লগইন করার সময় উক্ত ইউজার পাসওয়ার্ড ছাড়ায় লগইন হবে।
সফটওয়্যারটির ডাউনলোড লিংকসহ আরো তথ্য পাবেন www.shamokaldarpon.com/?p=1964 এখানে।

“Free PDF to Word Converter” দিয়ে PDF file কে DOC file এ পরিবর্তন করুন

“Free PDF to Word Converter” হচ্ছে একটি ফ্রী সফটওয়ার যা দিয়ে খুব সহজে PDF থেকে DOC ফরমেটে ফাইলে সেভ করা যায়। এর সবচেয়ে বড় ফিচার হচ্ছে এটি PDF ফাইলকে হুবহু DOC ফরমেটে সেভ করে এবং PDF ফাইলের image, table , shape সকল textকে ঠিক রাখে। এমনকি এটি ইন্সটল করার জন্য আপনার কম্পিউটারে MS word বা Adobe reader না থাকলেও হবে।

এই সফটওয়ারে অনেক অপশন আছে যার মাধ্যমে ইউজার সব পেজ কে বা তার পছন্দ মত পেজকে বা একটি পেজের নির্দিস্ট কোন অংশকে সেভ করতে পারে। আবার পেজের ছবি বা সেপকে বাদ ও দিতে পারে। তবে এটির মাধ্যমে সেভ করা DOC ফাইলের size মূল PDF ফাইল থেকে একটু বড় হয়।

free pdf to word doc converter সহজে Free PDF to Word Converter দিয়ে PDF file কে DOC file এ পরিবর্তন করুন | Techtunes

Free PDF to Word Doc এর কী ফিচারসমুহ:

  1. সহজে PDF থেকে DOC ফরমেটে ফাইলে ওরিজিনাল ফরমেটে সেভ করা
  2. PDF এর text labels, graphics, shapes কে Extract করা
  3. সব পেজ বা পছন্দ মত পেজকে বা একটি পেজের নির্দিস্ট কোন অংশকে সেভ করা
  4. সব ভার্সনের PDF কে সাপোর্ট করে
  5. দ্রুত কনর্ভাট করে
  6. ব্যবহারে সহজ

এখান থেকে Download করুন।


সূত্র : http://techtunes.com.bd/download/tune-id/3559/

কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল করুন

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে www.hiren.info/pages/bootcd এই সাইটে।

hirens bootcd কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল করুন | Techtunes

ইমেজ তৈরী করা:

  • এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)।
  • এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন।
  • পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
  • এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে।
  • ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন।
  • এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন।
  • এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন।
  • এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন।

এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।

ইমেজ রিস্টোর করা:

যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন।

  • এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন।
  • এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন।
  • এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন।
  • এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
  • এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

ডাউনলোড:

HTTP (mirror #1): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #2): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #3): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #4): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #5): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch

হিরেন বুট সিডি: গোস্ট দ্বারা কয়েক মিনিটে উইন্ডোজ ইনস্টল



নরটন গোস্ট দ্বারা সহজেই উইন্ডোজসহ অনান্য সফটওয়্যার ইনস্টল করা যায় মাত্র করেক মিনিটে। এজন্য গোস্টের সফটওয়্যার প্রয়োজন। হিরেন বুট সিডিতে নরটন গোস্টসহ মিনি এক্সপি থাকাতে সহজেই (গ্রাফিক্যাল মুডে) এই কাজটি করা যায়।
প্রথমে কম্পিউটারে (C: ড্রাইভে) উইন্ডোজ ইনস্টল দিন এবং উইন্ডোজ চালু করে প্রয়োজনীয় পরিবর্তন করে দরকারী সকল সফটওয়্যার ইনস্টল করুন। এবার হিরেন বুট সিডি কম্পিউটারে প্রবেশ করিয়ে রিস্টার্ট করুন। বুট মেনু আসলে থেকে Mini XP নির্বাচন করে এন্টার চাপুন তাহলে মিনি এক্সপি লোড হবে।
ডেক্সটপ থেকে HBCD Menu চালু করে Menu থেকে Backup>Ghost 32* চালু করুন। কোন সতর্ক বার্তা আসলে OK করে About বার্তাতেও Ok করতে হবে। তাহলে নরটন গোস্ট চালু হবে।
ইমেজ তৈরী করতে নরটন গোস্টের মেনু থেকে Local>Partition>To Image নির্বাচন করে Ok করুন। এখন যে ড্রাইভের (C:) ইমেজ তৈরী করতে চান সেটি নির্বাচন করে Ok করুন এবং অন্য একটি ড্রাইভে নাম লিখে সেভ করুন। এখন ফাইলটি কমেপ্রস সংক্রান্ত (No | Fast | High) ম্যাসেজ আসবে (এখানে No করলে কমেপ্রস হবে না কিন্তু কম সময় লাগবে, Fast করলে দ্রত কম্পেস হবে এবং কিছুটা ধীর গতিতে কাজ করবে এবং High করলে অধিকতর কমেপ্রস হবে এবং বেশী ধীর গতি হবে )। এরপরে Proceed ম্যাসেজে YES করলে কপি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে কপি সম্পন্ন হবে।
যে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে (ইমেজ রিস্টোর করতে) চান সেই কম্পিউটার হিরেন বুট সিডি দ্বারা চালু Mini XP চালু করুন। প্রয়োজনে মিনি এক্সপি থেকে সি ড্রাইভ ফরম্যাট করে নিতে পারেন।
এবার ডেক্সটপ থেকে HBCD Menu দ্বারা Ghost 32* চালু করে নরটন গোস্টের মেনু থেকে Local>Partition>From Image নির্বাচন করে Ok করুন। এখন ডিক্স নির্বাচন করে যে পার্টিশনে (C:) ইনস্টল করতে চান সেটি নির্বাচন করে Ok করুন। এরপরে Proceed ম্যাসেজে YES করলে কপি শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে উইন্ডোজ কপি সম্পন্ন হবে।
অবশেষে কম্পিউটার রিস্টার্ট করে সিডি বের করুন এবং উইন্ডোজ ব্যবহার করুন। উইন্ডোজে অধিক সফটওয়্যার ইনস্টল করলে ইমেজ ফাইলটির সাইজ বেশী হবে। যে কম্পিউটারে ইমেজ রিস্টোর করবেন সেই কম্পিউটারের ড্রাইভের সাইজ লক্ষ্য রাখা উচিত। সি ড্রাইভ ইমেজ করে উক্ত ইমেজ নতুন কম্পিউটারে সি ড্রাইভে রিস্টোর না করলে উইন্ডোজ বুট হবে না। কারণ বুট ফাইল সি ড্রাইভের। সেক্ষেত্রে ম্যানুয়ালী বুট ফাইল পরিবর্তন করতে হবে।
হিরেন বুট সিডির (১০.১ সংস্করণের) ডাউনলোড লিংক সহ বিস্তারিত পাবেন www.shamokaldarpon.com/?p=1964 এখানে

সূত্র: http://techtunes.com.bd/hacking/tune-id/16792/

Rapidshare , Hotfile এবং Depositfiles এর PREMIUM ACCOUNT একদম ফ্রী !


ইন্টারনেট থেকে আমাদের প্রতিদিন অনেকেই ডাউনলোড করি । কিন্তু সেটা যদি Rapidshare & Hotfile এবং Depositfiles থেকে ডাউনলোড করতে হয় তাহলে দেখা যায় আপনার ip ব্যাস্ত এবং আপনাকে অপেক্ষা করতে হবে হয়তো দেখা যায় কয়েক ঘন্টা অপেক্ষা করার পর লাইন পেলেন অথবা ip হাইড করে ডাউনলোড করছেন এমন সময় কোন কারনে নেটের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল (যেটা সাধারণত ব্রডব্যন্ডের ক্ষেত্রে হয়ে থাকে ) এ অবস্হায় আবার সংযোগ পেলে আবার প্রথম থেকে ডাউনলোড শুরু করতে হবে । কিস্তু যদি PREMIUM ACCOUNT থাকে তাহলে আপনার Downloadটি Resumable হতো ।আজ এটি PREMIUM ACCOUNT দিবো যেটা দিয়ে আপনি সহজেই DOWNLOAD করতে পারবেন কোন অপেক্ষা ছাড়া । এই লিংকে ক্লীক করুন এবার আপনার ডাউনলোড লিংক যদি Rapidshare এর হয় তাহলে Rapidshare এ ক্লীক করুন আর যদি Hotfile হয় তাহলে ক্লীক করুন এখন আপনি যা ডাউনলোড করতে চান তার লিঙ্কটা এখানে paste করুন। তারপর DOWNLOAD এ click করুন। এরপর কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। তারপর আপনি একটা লিঙ্ক পাবেন সেটাতে ক্লীক করুন কাজ শেষ। আপনি এখন যা খুশি ডাউনলোড করুন কোন ওয়েটিং টাইম ছাড়াই।

সূত্র : http://techtunes.com.bd/download/tune-id/18913/

প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন

থমে সবাইকে এই শীতের পিঠা খাওয়ার শুভেচ্ছা। :D আশা করি আপনাদের শীত ভালই কাটছে আমার মতো।
যাই হোক আজকে আমি যে software এর কথা জানাব তার নাম হলো Dynamic PHOTO HDR v4.65 যা Portable এবং মাত্র 16.54 MB।
আপনারা যারা HDR ইফেক্ট কি জানেন না তাদের জন্য বলছি HDR ( হাই ডায়নামিক রেজ্ঞ ) ইফেক্ট সাধারণত প্রফেশনাল ফটোগ্রাফার রা তাদের ফটোগ্রাফিতে দিয়ে থাকেন। যেই ইফেক্ট দিয়ে আপনি খুব সহজেই একটা সাধারন ছবিকেও অসাধারন করে দিতে পারেন। নিচের ছবিগুলি দেখলেই অনুমান করতে পারবেন।
HDR ইফেক্ট দেওয়ার আগে:
2755848 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!! | Techtunes
ইফেক্ট দেওয়ার পরেঃ
2755972 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!! | Techtunes
ইফেক্ট দেওয়ার আগেঃ
2756386 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!! | Techtunes
ইফেক্ট দেওয়ার পরেঃ
2756528 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!! | Techtunes


পরেঃ
2756633 প্রফেশনাল ফটোগ্রাফারের মতো আপনার ছবিতেও HDR ইফেক্ট দিন আর মজা দেখুন !!!! | Techtunes
আশা করি সবাই বুঝতে পারছেন কি রকম মজার এই ইফেক্ট। তাহলে আর দেরি কেনো আপনিও আপনার ছবিতে এই ইফেক্ট দিন আর মজা দেখুন।
এই জন্য যা করতে হবেঃ
প্রথমে এখান থেকে ডাউনলোড করে নিন।Download link or Download link
এই software টি portabole তাই install এর ঝামেলা নেই।
এখন এটি run করুন।
step 1:
Create HDR file এ click করুন। তারপর add image এ click করুন। ছবি select করে ok দিন। JPG file এর জন্য আর কিছু করা লাগবে না। তবে Full HDR এর জন্য অনেক কিছু করা লাগবে।

Step 2:
Tone Map HDR file এ click করুন। এখান থেকে আপনি আপনার ছবিতে অনেক কিছুই করতে পারবেন। আশা করি আর বেশি বলা লাগবে না। সব কাজ শেষ করে FULL এ click করুন। ব্যস কাজ শেষ।

সূত্র : টেকটিউনস

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons