
ধরুন আপনার কাছে Bootable CD’র বেশ কিছু গুরুত্বপূর্ণ ISO ফাইল আছে। যেমন Hiren’sBootCD, Partition Wizard Tool, Acronis True Image, Linux, Ubuntu, Windows 7 ইত্যাদি। CD
গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো ছাড়া ট্রাবলশ্যুটিং এর কাজ চলে না। তবে সবগুলো সিডি একসাথে বহন করাওতো কম
ঝামেলা না। আবার Multi Boot CD করলেও সব ফাইল একই সিডিতে হবে না। কিন্তু
একবার ভাবুনতো সবগুলো সিডি যদি একটি মাত্র পেনড্রাইভে ঢুকিয়ে পেনড্রাইভটাকেই সিডি হিসেবে
ব্যবহার করতে পারেন তাহলে কেমন হয়। হ্যাঁ, আমি Multi Boot USB এর কথাই বলছি। এতে সুবিধা হলো যত সাইজই দরকার হোক না
কেন আপনি সেই সাইজের পেনড্রাইভ সংগ্রহ করতে কোন সমস্যা নেই, বহনে সুবিধা, পাশাপাশি
অন্য ফাইলও এতে রাখতে পারবেন।...