কাজটি নিচের ধাপগুলো অনুসরণ করুন :
১. মাই কম্পিউটারের C:\ windows \ System32 তে প্রবেশ করুন।
২. এখান থেক Drivers এ গিয়ে etc ফোল্ডারে যান।
৩. এখানে Hosts নামে একটা ফাইল খুৎজে বের করুন। নোটপ্যাড দিয়ে ফাইলটা খুলুন।
৪. এখানে নিচের দিকে দেখতে পাবেন 127.0.0.1 Localhost
লেখাটি।
৫. এর নিচে লিখুন 127.0.0.2 এবং আপনার ওয়েবসাইটের ঠিকানা ( যেটি আপনি ব্লক করতে চান )।
৬. নোটপ্যাডটি সেভ করে বেরিয়ে আসুন।
এভাবে যত ইচ্ছা তত সাইট যোগ করতে পারবেন। তবে মনে রাখবেন 127.0.0.1 Localhost কিন্তু পরিবর্তন করবেন না। নতুন ওয়েবসাইট শুধু এর নিচে :
127.0.0.2
127.0.0.3
127.0.0.4 এভাবে পর্যায়ক্রমে যোগ করবেন।
যেমন:
127.0.0.2 http://www.yahoo.com
127.0.0.3 http://www.myspace.com
127.0.0.4 http://www.facebook.com
আবার আনব্লক করতে চাইলে যে সাইট গুলি যোগ করেছেন সেগুলো ডিলিট করে দিন। এবং নোটপ্যাড টি সেভ করুন।