
ধরুন আপনি এমন কিছু সাইট ব্রাউজ করেন যা অন্যরা ব্রাউজ করুক সেটা আপনি চান না। আবার আপনার পরিবারে যদি কোন ছোট কেউ থাকে, আর আপনি যদি এরকম আশংকা করেন যে, ওরা কেউ এডাল্ট ওয়েব ভিজিট করতে পারে; তবে সেসব ওয়েবসাইটকে আপনার পিসিতে ব্লক করে রাখতে পারেন।কাজটি নিচের ধাপগুলো অনুসরণ করুন :১. মাই কম্পিউটারের C:\ windows \ System32 তে প্রবেশ করুন।২. এখান থেক Drivers এ গিয়ে etc ফোল্ডারে যান।৩. এখানে Hosts নামে একটা ফাইল খুৎজে বের করুন। নোটপ্যাড দিয়ে ফাইলটা খুলুন।৪. এখানে নিচের দিকে দেখতে পাবেন 127.0.0.1 Localhostলেখাটি।৫. এর নিচে লিখুন 127.0.0.2 এবং আপনার ওয়েবসাইটের ঠিকানা ( যেটি আপনি ব্লক করতে চান )।৬. নোটপ্যাডটি সেভ করে বেরিয়ে আসুন।এভাবে যত ইচ্ছা তত সাইট...