সোমবার, ১৯ অক্টোবর, ২০০৯

পিসিতে ব্লক করুন ওয়েবসাইট

ধরুন আপনি এমন কিছু সাইট ব্রাউজ করেন যা অন্যরা ব্রাউজ করুক সেটা আপনি চান না। আবার আপনার পরিবারে যদি কোন ছোট কেউ থাকে, আর আপনি যদি এরকম আশংকা করেন যে, ওরা কেউ এডাল্ট ওয়েব ভিজিট করতে পারে; তবে সেসব ওয়েবসাইটকে আপনার পিসিতে ব্লক করে রাখতে পারেন।

কাজটি নিচের ধাপগুলো অনুসরণ করুন :

১. মাই কম্পিউটারের C:\ windows \ System32 তে প্রবেশ করুন।
২. এখান থেক Drivers এ গিয়ে etc ফোল্ডারে যান।
৩. এখানে Hosts নামে একটা ফাইল খুৎজে বের করুন। নোটপ্যাড দিয়ে ফাইলটা খুলুন।
৪. এখানে নিচের দিকে দেখতে পাবেন 127.0.0.1 Localhost
লেখাটি।
৫. এর নিচে লিখুন 127.0.0.2 এবং আপনার ওয়েবসাইটের ঠিকানা ( যেটি আপনি ব্লক করতে চান )।
৬. নোটপ্যাডটি সেভ করে বেরিয়ে আসুন।

এভাবে যত ইচ্ছা তত সাইট যোগ করতে পারবেন। তবে মনে রাখবেন 127.0.0.1 Localhost কিন্তু পরিবর্তন করবেন না। নতুন ওয়েবসাইট শুধু এর নিচে :
127.0.0.2
127.0.0.3
127.0.0.4 এভাবে পর্যায়ক্রমে যোগ করবেন।

যেমন:
127.0.0.2 http://www.yahoo.com (New Window)
127.0.0.3 http://www.myspace.com (New Window)
127.0.0.4 http://www.facebook.com (New Window)



আবার আনব্লক করতে চাইলে যে সাইট গুলি যোগ করেছেন সেগুলো ডিলিট করে দিন। এবং নোটপ্যাড টি সেভ করুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons