শনিবার, ৮ মে, ২০১০

বিশ্বের সেরা ফ্রী ৫টি কীলগার সফটওয়্যার

  আমরা কম বেশী সবাই জানি কীলগারের কাজ কি। কীলগার সাধারনত হার্ডওয়্যার এবং প্রোগ্রাম, এই দুই ভাবেই হয়ে থাকে। হার্ডওয়্যার কীলগার পিসির কী-বোর্ডের সাথে লাগানো হয়। একটি হার্ডওয়্যার কী-লগার দেখতে AA ব্যাটারির মতন। অন্য দিকে প্রোগ্রামিং কী-লগার ব্যবহারে কিছুটা সহজ এবং নিরাপদ। এসব কী-লগার সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কারও ব্যক্তিগত প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান...

শুক্রবার, ৭ মে, ২০১০

ফেইসবুক হ্যাকিং

বর্তমানে ফেসবুক আই.ডি হ্যাক করা সবচেয়ে কঠিন কারন এর নিরাপত্তা সবচেয়ে জোরদার তাই এই পদ্ধত্তি ছাড়া অন্য কেন পদ্ধত্তি নেই।( কীলগার ব্যাতীত) সবাইকে স্বাগতম আমার আজকের টিউনিং পেজে। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের ফেসবুক হ্যাকিং সম্পর্কে ট্রিকস্ দিব। আমরা সকলেই জানি বর্তমানে ফেসবুক আই.ডি হ্যাক করা সোজা ব্যাপার নয়। কেবল মাত্র অতি দক্ষ্য হ্যাকার ছাড়া এটি সম্ভব নয়। তাই বর্তমান যে সকল ফেসবুক আই.ডি হ্যাক হচ্ছে তা সবই কীলগার সফটওয়্যারের মাধ্যমে। তবে এই ট্রিকসটির মাধ্যমে কীলগার ছাড়াও কারও ফেসবুক আই.ডি হ্যাক করা সম্ভব। এসব ট্রিকসটি দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের...
Page 1 of 7012345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons