আমরা কম বেশী সবাই জানি কীলগারের কাজ কি। কীলগার সাধারনত হার্ডওয়্যার এবং প্রোগ্রাম, এই দুই ভাবেই হয়ে থাকে। হার্ডওয়্যার কীলগার পিসির কী-বোর্ডের সাথে লাগানো হয়। একটি হার্ডওয়্যার কী-লগার দেখতে AA ব্যাটারির মতন। অন্য দিকে প্রোগ্রামিং কী-লগার ব্যবহারে কিছুটা সহজ এবং নিরাপদ। এসব কী-লগার সফটওয়্যার দিয়ে আপনি সইজেই কারও ব্যক্তিগত প্রোফাইল Hack করতে পারবেন। এসব সফটওয়্যার দিয়ে আপনি একদিকে অন্যের উপকার অথবা আপকার করতে পারেন। সে চিন্তা আপনার বিবেকের কাছে রইলো। এই পৃথিবীর প্রতিটি বিষয়ের ভাল মন্দ দিক রয়েছে। একজন ডাক্তার চাকু দিয়ে যেমন রোগীকে সুস্থ করেন আবার অন্যদিকে একজন আপরাধী সেই চাকু দিয়ে অসৎ ভাবে মানুষের অপকার করে। এখানে কেবল মাত্র ব্যক্তির অবস্থান পরিবর্তন হয়েছে। তবে এ কথা সত্য যে অপরাধের বিচার একদিন হবেই, হোক সেটা ইহকালে বা পরকালে। আমার এই টিউটির উদ্দেশ্য আপনাদের উপকার করা, তবে কোন ভাবে যদি কেউ এর আপব্যবহার করে তবে ভবিষৎতে এর থেকে ১০০গুন উন্নত মানের হ্যাকিং টিউন আমি আর করবো না।
টেকটিউনস এবং আপনাদের অনুমতি পেলে সামনে জিমেইল/Gmail হ্যাকিং টিউন করতে পারি। যদিও ১৭এপ্রিল আমার পরীক্ষার জন্য টিউন বৃহস্পতি ও শুক্রবার করি BUT আজ এক স্যারের প্রাইভেট বন্ধ থাকার কারনে খুব অল্প সময়ে টিউনটি করলাম।
_____________________________________________________________________________________
1. REFOG Free Keylogger:
2. Revealer Keylogger Free Edition:
3. Quick FREE Keylogger:
4. Actual Keylogger:
5. 007 Keylogger:
Source: http://techtunes.com.bd/hacking/tune-id/21868/
Posted in: সফটওয়্যার,হ্যাকিং
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
Facebook-এ শেয়ার করুন
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন