মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১২

মাত্র কয়েক মিনিটে একটি নতুন হার্ডডিস্কে পার্টিশান তৈরি করুন


আপনাকে নতুন একটি হার্ডডিস্ক দেয়া হলো খুব অল্প সময়ে পার্টিশান তৈরি করার জন্য। আপনার কতক্ষণ লাগবে? নিশ্চয় অনেক বেশি। কারণ ওটাকে পার্টিশান করতে হলে নতুনভাবে OS (Operating System)/উইন্ডোজ দিতে হবে। তারপর পার্টিশান করার স্টেপ এলে পার্টিশানি করবনে। তাই না? এটি হলো পুরাতন পদ্ধতি। খুব অল্প সময়ে হার্ডডিস্ক পার্টিশান করার জন্য প্রয়োজন হবে যেকোন Third Party Partition টুল। আমি আজকে সে রকম একটি টুল নিয়ে পার্টিশান তৈরি করা দেখাবো যেটাত খুব অল্প সময়ে সম্পূর্ন নতুন একটি হার্ডডিস্ক পার্টিশান করা যাবে। আর টুলটির নাম হলো Partition Wizard Home Edittion। এটি একটি ফ্রি টুল যা দিয়ে হার্ডডিস্কের অসংখ্য কাজ করা যায়।

রবিবার, ২৯ জুলাই, ২০১২

আপনার ইন্সটল করা Windows XP ইনস্টল করুন অন্য যেকোন ব্রান্ডের ডেস্কটপ,ল্যাপটপ, নোটবুকে


শিরোনামটি দেখে নিশ্চয় ধারণা করেছেন যে, আপনি যে Windows XP টি বর্তমানে আপনার পিসিতে ব্যবহার করছেন তা অন্য একটি পিসিতে ইনস্টল করার কথা বলছি আমি যাতে আপনার ইনস্টল করা সমস্ত সফটওয়ার আর সেটিংস হুবহু থাকবে। হ্যাঁ, আপনার ধারণাটি সম্পূর্ণ ঠিক। এ পদ্ধতিতে খুব অল্প সময়ে আপনি আপনার উইন্ডোজটি যেকোন ব্রান্ডের যেকোন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুকে Transfer করতে সক্ষম হবেন। বর্তমানে প্রতিটি কম্পিউটারের দোকানে বিভিন্ন ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক বিক্রি করা হয়। তাদের জন্য এ পদ্ধতি খুব কাজেরই হবে। কারণ শুধু একটি ফাইল সব পিসিতেই ব্যবহার করা যাবে।

সোমবার, ২৩ জুলাই, ২০১২

আপনার ইন্সটল করা Windows 7 ইনস্টল করুন অন্য যেকোন ব্রান্ডের ডেস্কটপ,ল্যাপটপ, নোটবুকে


শিরোনামটি দেখে নিশ্চয় ধারণা করেছেন যে, আপনি যে  Windows 7 টি বর্তমানে আপনার পিসিতে ব্যবহার করছেন তা অন্য একটি পিসিতে ইনস্টল করার কথা বলছি আমি যাতে আপনার ইনস্টল করা সমস্ত সফটওয়ার আর সেটিংস হুবহু থাকবে। হ্যাঁ, আপনার ধারণাটি সম্পূর্ণ ঠিক। এ পদ্ধতিতে আপনি আপনার উইন্ডোজটি যেকোন ব্রান্ডের যেকোন ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুকে ব্যবহার করতে সক্ষম হবেন। ৩২ বিট বা ৬৪ বিট উভয় ভার্সনের জন্য কাজটি করতে খুব অল্প সময় লাগবে। বর্তমানে প্রতিটি কম্পিউটারের দোকানে বিভিন্ন ব্রান্ডের ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক বিক্রি করা হয়। তাদের জন্য এটি দারুন কাজ করবে বলে আমার বিশ্বাস। কারণ শুধু একটি ফাইল সব পিসিতেই ব্যবহার করা যাবে।

বুধবার, ১৮ জুলাই, ২০১২

SP1 Pack যুক্ত Windows 7 এর অরিজিনাল ডিভিডি ডাউনলোড করুন


মাইক্রোসফট Windows 7 ছাড়ার পর আপডেট প্যাক SP1 ছেড়েছে তা অনেক দিন। এবার Windows 7 DVD এর ISO image কেও আপডেট করলো SP1 প্যাক দিয়ে। যারা অরজিনাল Windows 7 ব্যবহার করেন তারা এটি যেকোন সময় ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। আর যাদের অরজিনাল সিরিয়াল কী নেই তারা ৩০ দিনের জন্য Evaluation Copy ব্যবহার করতে পারেন। বর্তমানে সব ভার্সনের সাথে এই আপডেট যুক্ত করে Digital River এ হুস্ট করা হয়েছে। Digital River হল Microsoft এর অনলাইন products বিক্রি করার partner। বর্তমানে আপডেট করা latest এই genuine এবং official version ভার্সনটা Windows 7 SP1-U (Media Refresh) নামে পরিচিত যা হুবহু Windows 7 SP1 এর মতই। অর্থাৎ আপনাকে আলাদাভাবে Windows 7 এর SP1 প্যাক ইনস্টল করতে হবে না। এটিতে বেশকিছু bug fix করা হয়েছে। সুতরাং latest এই version ই হতে পারে সব ইউজারদের জন্য উপকারী। আমি বর্তমানে Windows 7 SP1 প্যাকটি ইনস্টল করে Windows 7 SP1 ব্যবহার করতেছি।

শুক্রবার, ১৩ জুলাই, ২০১২

হার্ডডিস্কের পার্টিশান/ড্রাইভ তৈরি ও ডিলিট করা শিখুন-এক্সপি সিডি দিয়ে



নতুন হার্ডডিস্ককে পার্টিশান করে ড্রাইভ তৈরি করা খুবই জরুরী। এ জরুরী কাজটি নিজে না জানলে অন্যের কাছে গিয়ে করে নিতে হবে। এমন একটি কাজ যদি নিজের জানা থাকে তাহলে ড্রাইভ তৈরির কাজটি মনের মত করে করে নেয়া যায়। এক্সপি সেটাপ দিতে জানে না এমন কাউকে হয়ত এখন আর খুঁজে পাওয়া যাবে না। তাই এক্সপির মাধ্যমে আজকে আমরা নতুন একটি হার্ডডিস্ককে নিজের মত করে কয়েকটি ড্রাইভ তৈরি করবো। কিভাবে নতুন ড্রাইভ তৈরি করতে হয় এবং কিভাবে পুরাতন একটা হার্ডডিস্কের সব ড্রাইভ ডিলিট করে নতুনভাবে ড্রাইভ তৈরি করতে হবে এই টিউটোরিয়ালে আমরা তা দেখাবো। আর সাথে আছে ভিডিও টিউটোরিয়াল।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons