
আপনাকে নতুন একটি হার্ডডিস্ক দেয়া হলো খুব অল্প সময়ে পার্টিশান তৈরি করার জন্য। আপনার কতক্ষণ লাগবে? নিশ্চয় অনেক বেশি। কারণ ওটাকে পার্টিশান করতে হলে নতুনভাবে OS (Operating System)/উইন্ডোজ দিতে হবে। তারপর পার্টিশান করার স্টেপ এলে পার্টিশানি করবনে। তাই না? এটি হলো পুরাতন পদ্ধতি। খুব অল্প সময়ে হার্ডডিস্ক পার্টিশান করার জন্য প্রয়োজন হবে যেকোন Third Party Partition টুল। আমি আজকে সে রকম একটি টুল নিয়ে পার্টিশান তৈরি করা দেখাবো যেটাত খুব অল্প সময়ে সম্পূর্ন নতুন একটি হার্ডডিস্ক পার্টিশান করা যাবে। আর টুলটি’র নাম হলো Partition Wizard Home Edittion। এটি একটি ফ্রি টুল যা দিয়ে হার্ডডিস্কের অসংখ্য কাজ করা যা...