শনিবার, ২৮ জানুয়ারী, ২০১২

৩২ বিট আর ৬৪ বিট এর পার্থক্য

32bit Win7 কম্পিউটার যারা ব্যবহার করেন তারা নিশ্চয় ৩২ বিট আর ৬৪ বিটের নাম শুনেছেন। ৩২ বিট আর ৬৪ বিট এর জন্য আলাদা আলাদা প্রসেসর, অপারেটিং সিস্টেম, সফটওয়ার, আর ড্রাইভার আছে। তবে নতুনদের মধ্যে অনেকেই জানেন না এই ৩২ বিট আর ৬৪ বিট কি। এদের মধ্যে পার্থক্য কি, কি জন্য ব্যবহার করা হয় বা নিজের কম্পিউটারটি কত বিটের তা কিভাবে চেক করবেন তাও অনেকের অজানা। এটি নিয়েই আমার পোষ্টটি লেখা। এখানে প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেস্টা কর...

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১২

রেজিস্ট্রি এডিটর সম্পর্কে জেনে নিই

রেজিস্ট্রি উইন্ডোজের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। উইন্ডোজের প্রতিটি কাজ, সেটিংস, সংযোন, বিয়োজন বা যে কোন ধরনের পরিবর্তন হলে তা রেজিস্ট্রিতে সেভ হয় এবং সে মতে উইন্ডোজ চলে। তাই  কোন ধরনের ভুল এন্ট্রি হলে উইন্ডোজ ঝামেলা করে। রেজিস্ট্রি সেটিংস পরিবর্তন করে উইন্ডোজের অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। উইন্ডোজের এমন অনেক কাজ আছে যা রেজিস্ট্রি সেটিংস পরিবর্তন না করে করা যায় না। ভাইরাস এ রেজিস্ট্রি সেটিংস পরিবর্তন করে কম্পিউটারে নানা ঝামেলা তৈরি করে থাকে। তাই রেজিস্ট্রি ফাইল সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরী।...

Dummies এর ই-বুক

যারা ই-বুক পড়ে কোন বিষয়ের উপর প্র্যাকটিস করেন তারা জানেন ই যে Dummies এর বইগুলো অনেক বেশি সহজবোধ্য। আমার কাছো বেশ ভালই মনে হয়। আমি তেমনি কিছু বই আপনাদের সাথে শেয়ার করছি। লুফে নেয়ার এখনই সময়, ফ্রি তে বইগুলো ডাউনলোড করে নিন। JavaScript For Dummies - 4th Edition জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কমবেশি আমাদের সকলেরই জানা। এটাকে বলা হয় Client Side Scripting Language. ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এটি ব্যবহৃত্ হয়। বিশেষ করে ডায়নামিক সাইট তৈরি করতে এবং ওয়েবসাইটকে প্রানবন্ত করতে JavaScript প্রয়োজন। জাভাস্ক্রিপ্ট দ্বারা ওয়েবপেজে স্লাইডশো তৈরি করা যায়, এনিমেশন করা যায়, ঘড়ি তৈরি করা ইত্যাদি। এছাড়াও এটি দ্বারা আপনি User Data Validation, Login এর কিছু কাজ ইত্যাদি...

windows XP Live CD তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি

যদিও এখন অনেকে windows XP ইউজ করেন না। তবুও অনেকের দরকার হতে পারে। তাই আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাব কিভাবে windows XP CD খেকে windows XP live CD তৈরি করতে হয় যা দিয়ে আপনি যে কোন কম্পিউটার থেকে CD/DVD Rom দিয়ে windows XP চালাতে পারবেন। যার ফলে আপনাকে windows XP আপনার hard disk এ install করার দরকার পড়বে না। এর দ্বারা আপনি আপনার কম্পিউটারে কোন সমস্যা হলে recover করতে পারবেন যখন আপনার কম্পিউটার হঠাত করে চালু হবে না...

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে কি করবেন ??

আপনার ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেলে সেটি কিভাবে আনবেন তা নিয়ে এখন আলোচনা করব । Gmail এর ক্ষেত্রে : পদ্ধতি-১ : প্রথমে চেষ্টা করব কিভাবে আগের পাসওর্য়াড সহজ ভাবে ফিরিয়ে আনা যায় । এই পদ্ধতি তা খুবই সহজ । পদ্ধতি তা হল গুগুল আপনাকে আপনার গোপনীয় প্রশ্নটা জিজ্ঞেস করবে যদি আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়ে থাকে তাহলে password রিসেট করার details আপনার সেকেন্ডারী ই-মেইল অ্যাডসে চলে আসবে । তারপর আপনি তাদের প্রদত্ত লিংক থেকে পাসওর্য়াড রিসেট করতে পারবেন । এই পদ্ধতি অবলম্বন করতে নিচের লিংক এ যান ...

শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

ওয়েব সাইট হ্যাকিং এর সফটওয়্যার havij 1.14 pro ফুল ভার্সন

  হ্যাকিং এর জগতের এক অসাধারণ সফটওয়্যার এর নাম হাভিজ। আমি এটার প্রো ফুল ভার্সন শেয়ার করলাম। এস কিউ এল ইঞ্জেকশনের জন্য অনেকেই havij pro 1.14 ব্যাবহার করে থাকেন। যারা হ্যাকিং এর উপরে হাতে ঘড়ি নিতে চান তারা অবশ্যই এটি ব্যাবহার করে দেখবেন। সাধারণত এটির মুল কাজ যে কনো ওয়েব সাইটের ভুলনেরবল খুঁজে পাবার পরে সেই ওয়েব সাইটের ডাটা ব্যাস খুঁজে বের করে ডাটাবেস থেকে সেই সাইটের টেবিল খুঁজে বের করে টেবিল থেকে এডমিন এর ইউসার নেম ও পাস ওয়ার্ড এর হ্যাস খুঁজে বের করা। যাদের হ্যাকিং এর মটামটি ধারনা আছে তারা সবাই অবশ্যই হাভিজ কে চিনেন।...

লাইভ ওয়েবসাইট হ্যাকিং (ফুল টিঊটরিয়াল নিন)

এই মাত্র একটা সাইট এর অ্যাডমিন একাউন্টে ঢুকে বসে আছি। আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখাব, কিভাবে আপনি হ্যাক করতে পারবেন। আমি একটি করে দেখাবো এবং আপনাদের জন্য আরো কয়েকটা দিয়ে দিবো, যদি চান যেগুলো সাথে সাথে হ্যাক হবে। আমি প্রমিস করতেছি আজকে সবাইকে আর নিরাশ করব না, খুব খুব খুব জলদি হ্যাকিং ক্লাশ শুরু হবে টিউনারপেজে। তাই আজকের টিউটোরিয়ালে বিশাদ কিছু না দেখিয়ে সরাসরি হ্যাকিং এ চলে গেলাম। আগে দেখে নিন আজকে আমরা লাইভ হ্যাক করব। এই সাইট টি ছবিতে দেখুন। http://name-shame.co.uk/...

২৫টি ওয়ার্ডপ্রেস থিম

এর আগেও কয়েকবার ওয়ার্ডপ্রেস এর থিম পোস্ট করেছিলাম। এবারও কিছু সুন্দর সুন্দর থিম নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভাল লাগবে। Irresistible Preview Theme | Downloa...

হ্যাকিং ই-বুক

এখানে কিছু হ্যাকিং বিষয়ক ই-বুক শেয়ার করলাম। প্রত্যেকটি বইয়ের ডাউনলোড লিংক আলাদাভাবে দেয়া আছে। আপনার যে বইটা দরকার সেটা আলাদাভাবে ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ...   Windows 7 Tweaks Downloa...

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

আপনার ব্লগস্পট সাইটকে সাজান মনের মত করে

  আজকে আমি ব্লগস্পট সাইটকে কীভাবে ভিজিটরের কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন তার উপর বিস্তারিত আলোচনা করছি। আমার এই টিউনটি হয়তো অনেকেরই কাজে লাগবে।আমার মত যারা গরীব মানুষ এবং যাদের ডোমেইন কেনার সামর্থ্য বা ইচ্ছা নেই তারা অথবা যারা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে চান এই টিউনটি মূলত তাদের জন্যই।প্রথমে ব্লগার.কম এই সাইটে গিয়ে একটি ফ্রি ব্লগস্পট ওয়েবসাইট  খুলে নিন।(ব্লগার.কম সাইট এ একাউন্ট খুলতে কারও সমস্যা হওয়ার কথা নয়।তবু কোন সমস্যা হলে মন্তব্য করুন উত্তর দেওয়ার চেষ্টা করব...

সোমবার, ২ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডপ্রেস সাইটে মেইল বক্স এড করুন

আপনারা বেশিরভাগ ওয়ার্ডপ্রেস.org এবং ওয়ার্ডপ্রেস.com সাইটে দেখতে পান “যোগাযোগ করুন” নামের একটি পেজ এবং তাতে মেইল করার জন্য একটি বক্স।  আপনাদের আজকে এই পেজটি তৈরি করার জন্য জেই কোড টি লাগে সেটি দিয়ে দেবো ওয়ার্ডপ্রেস.com এবং ওয়ার্ডপ্রেস.org / টাকা দিয়ে বানানো সাইট হোক বা পুরটাই হোক ফ্রী। তাতে কোন সমস্যা নেই। সব জায়গায় এই কোডটাই চলবে  [contact form 2 "শিরোনামহীন"]...
Page 1 of 7012345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons