সোমবার, ২ জানুয়ারী, ২০১২

ওয়ার্ডপ্রেস সাইটে মেইল বক্স এড করুন

আপনারা বেশিরভাগ ওয়ার্ডপ্রেস.org এবং ওয়ার্ডপ্রেস.com সাইটে দেখতে পান “যোগাযোগ করুন” নামের একটি পেজ এবং তাতে মেইল করার জন্য একটি বক্স। :)
আপনাদের আজকে এই পেজটি তৈরি করার জন্য জেই কোড টি লাগে সেটি দিয়ে দেবো :)ওয়ার্ডপ্রেস.com এবং ওয়ার্ডপ্রেস.org / টাকা দিয়ে বানানো সাইট হোক বা পুরটাই হোক ফ্রী। তাতে কোন সমস্যা নেই। সব জায়গায় এই কোডটাই চলবে :)
[contact form 2 "শিরোনামহীন"]

উপরে যেই কোড টি দিয়েছি সেটি আসলে উপড়ের পিকচারের মত হবে কিন্তু আমি কোড দেয়ার সময় মাঝ খানে থাকা – টি উঠিয়ে দিয়েছি। নাহলে আমার এই তিউনে কোড না দেখা যেয়ে মেইল বক্স দেখা যাবে। আপনারা কোড কপি করে পেস্ট করার সময় – দিয়ে নিবেন :)
আমি আমার ওয়ার্ডপ্রেস সাইটে উপরে কিছু হালকা কথা লিখে নিচে কোড টি বসিয়ে দিয়েছি যোগাযোগ করুন নামের পেজ টিতে :)
পেজটি পাবলিশ করার পর ত দেখতেই পাচ্ছেন যে আমাদের কাজ টি সম্পূর্ণ হয়েছে 

লেখাটি নেয়া হয়েছে এখান থেকে।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons