বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

HDD Regenerator- bad sectors repair করে



HDD Re-generator একটি শক্তিশালী প্রফেশনাল টুল যা হার্ডডিস্কের Bad Sectors  Repair, Crashed Hard Disks Restore করে হার্ডডিস্কের শক্তি বাড়াতে সাহায্য করে থাকে অন্যান্য HDD Tools এর চেয়ে এটি খুব দ্রুত স্ক্যান ও রিপেয়ারের কাজটি করতে পারে সফটওয়ারটি পিসিতে ইনস্টল করা থাকলে সব সময় হার্ডডিস্ক মনিটর করে এবং সমস্যা পেলে সাথে সাথে রিপেয়ার করে। কর্তৃপক্ষের দাবী হার্ডডিস্ক যতই ক্ষতিগ্রস্থ হোক কোন ধরনের Data Loss না করেই HDD Re-generator ক্ষতিগ্রস্থ হার্ডডিস্ককে repair করতে পারে এটি FAT, NTFS সহ অনেক ধরনের File System, এবং UN-formatted বা UN-Partitioned ডিস্কেও ব্যবহার করা যায়। বাকিটুকু বুঝার জন্য নিজেকে ব্যবহার করতে হবে। আমার কাছে এর দ্রুত স্ক্যানটা ভাল লেগেছে। এটি Windows এবং Dos দুই মোডেই চালানো যায়

কিভাবে ব্যবহার করবেনঃ
Dos এর মাধ্যমে ব্যবহার করতে চায়লে বুটেবল কোন সিডি/ইউএসবি ব্যবহার করে করতে হবে। সমস্যা জনিত হার্ডডিস্কি রিপেয়ার করার জন্য বুটেবল সিডি/ইউএসবি ব্যবহার করে DOS এর মাধ্যমে ব্যবহার করাটাই সবচেয়ে ভাল আর বুটেবল সিডি/ইউএসবি তৈরি করার জন্য প্রথমে সফটওয়ারটি ইনস্টল করতে হবে। তারপর সেটি রান করলেই বুটেবল সিডি/ইউএসবি তৈরি করার অপশন পাবেন। আমি টুলটি Hiren’s BootCD10.5 থেকে ব্যবহার করেছি। তাই যাদের কাছে Hiren’s BootCD আছে তারা সেখান থেকেই ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখি কিভাবে ব্যবহার করবেন।

১। পিসি রান করে বায়োসে গিয়ে 1st boot device সিডিরম দিনএকই সাথে Hiren's BootCD10.5 সিডিরমে প্রবেশ করানঅর্থাৎ Hiren's BootCD দিয়েই পিসি রান করাতে হবে Hiren's BootCD10.5 এর মেন্যু আসবেDos Programs সিলেক্ট করে Enter চাপুন

২। এরপর Hard Disk Tools... এ গিয়ে এন্টার চাপুন।

৩। পরবর্তী মেন্যু থেকে More এ গিয়ে এন্টার চাপুন।

৪। এরপর আবার More এ গিয়ে এন্টার চাপুন।

৫। তারপর দেখবেন 7 নং স্টেপে HDD Regenerator 1.71 * আছে। ওটা সিলেক্ট করে এন্টার চেপে অপেক্ষা করুন।

৬। নিচের মত মেসেজ আসলে Yes দেয়ার জন্য এন্টার চাপুন।
  
৭। আপনার পিসিতে কয়টা ডিস্ক লাগানো আছে তার লিস্ট দেখাবে সাইজ সহ। এন্টার বা অন্য কিছু চাপুন। [Esc চাপলে টুলটি বন্ধ হয়ে যাবে।]

৮। কয়েকটি মেন্যু আসবে। Menu তে যা দেখাচ্ছে সেই কাজগুলো আপনি করতে পারবেন। আমাদের প্রয়োজন 1 নং সিরিয়ালে থাকা Scan and Repair অপশনটি। সেটি চালু করার জন্য কী-বোর্ড থেকে 1 লিখে এন্টার চাপুন।

৯। এখন কী-বোর্ড থেকে M লিখে এন্টার চাপুন।
M লেখার আগে
M লেখার আগে

M লেখার পরে
M লেখার পরে
১০। তাহলে নিচের মত প্রসেস শুরু হবে। শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  
চিত্রটিতে উপরে ডান পাশে সময় এবং নিচে বাম পাশে কয়টা Bad Sector পাওয়া যাচ্ছে [ লাল B দিয়ে চিহ্নিত] এবং কয়টা Repair [নীল-সবুজ R দিয়ে চিহ্নিত] হচ্ছে তা দেখাবে। [অপারেশন ক্লোজ করার জন্য Esc চাপতে পারেন।]

১১। অপারেশন শেষ হলে নিচের মত ফলাফল লিস্ট পাবেন। এবার পিসি রিস্টার্ট দিতে পারেন।

সতর্কতাঃ অপারেশন চলার আগে নিশ্চিত হোন যে, মাঝখানে আপনি অপারেশন বন্ধ করবেন না বা পিসি বন্ধ হবে না। কারণ কাজ চলাবস্থায় বন্ধ হয়ে গেলে হার্ডডিস্কের স্থায়ী ক্ষতি হতে পারে।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons