শনিবার, ১০ নভেম্বর, ২০১২

ISO file Write - ISO সহ যেকোন Image File রাইট করুন মাত্র কয়েক ক্লিকেই



এর আগে আমরা Nero দিয়ে কিভাবে ISO file Write করতে হয় তা লিখেছিলাম ওখানে অত্যন্ত সহজে কিভাবে কাজটি করা যায় তা আমরা দেখেছি এবার দেখবো Image Burn সফটওয়ারটি দিয়ে কিভাবে ISO Image Write এর কাজটি করতে হয় Image Burn দিয়ে আমরা ইতিপূর্বে Bootable CD/DVD তৈরি, CD to ISO Image বা CD/DVD থেকে ISO Image বা অন্যান্য ইমেজ ফাইল কিভাবে তেরি করতে হয় তা দেখেছি CD/DVD Writing সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত দারুন একটি ফ্রী সফওয়ার হলো এই Image Burn


কাজের পদ্ধতিঃ
প্রথমে একটি Blank CD/DVD টি ড্রাইভে প্রবেশ করান তারপর Image Burn রান করুন

নিচের মত Window আসেব ওখান Write Image file to disc এ ক্লিক করুন


নিচের মত Window আসেব ওখানে Browse এ ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে দিন

যদি ISO ছাড়া অন্যান্য Image ফাইল হয় তাহলে আপনার ফাইলটি দেখা নাও যেতে পারে সে ক্ষেত্রে Files of Type: থেকে All Files (*.*) সিলেক্ট করে দিন [কাল তীর চিহ্নিত]।


ফাইল সিলেক্ট করার পর CD Writer [কালো গোল চিহ্নিত], কত Copy রাইট করবেন [সবুজ গোল চিহ্নিত], Writing Speed [লাল গোল চিহ্নিত] সিলেক্ট করে দিন আমি Writing Speed দিয়েছি AWS (Automatic Writing Speed) এতে প্রয়োজনীয় Speed সফটওয়ার নিজে নিজেই ঠিক করে নেবে এছাড়া ইউজার চায়লে নিজের ইচ্ছেমত দিতে পারেন সবশেষে Write বাটনে [নীল তীর চিহ্নিত] এ ক্লিক করুন


নিচের মত প্রসেসিং শুরু হবে অপেক্ষা করুন
কাজ চলাবস্থায় আপনি কিছু অপশন দেখতে পাবেন [চারকোণা সবুজ চিহ্নিত]। ঐ অপশনগুলো ব্যবহার করে সিডি রাইটিং শেষে সিডি বের করা, কম্পিউটার বন্ধ করা, সফটওয়ারটি ক্লোজ করা সহ বেশ কিছু কাজ করতে পারেন। যে অপশনটি ব্যবহার করবেন তাতে চেক মার্ক দিলেই হবে। 


কাজ শেষ হলে Successful মেসেজ আসবে OK দিন

এছাড়া Nero দিয়ে Write ISO Image পোষ্টটিও দেখতে পারেন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons