শনিবার, ১০ নভেম্বর, ২০১২

Win Setup From USB – ইউএসবি থেকেই সেটাপ করুন Windows XP, Vista, Seven সহ আরো অনেক



আজকে USB Flash Drive বা Pendrive নামের যন্ত্রটি খুবই জনপ্রিয় এর থেকে Operating System ইন্সটল করা আরো জনপ্রিয় কারণ এর Read-Write ক্ষমতাটা সাধারণ সিডি থেকে অনেক বেশি, বহনে সুবিধা, পছন্দমত সাইজে ব্যবহার করা যায় ইত্যাদি তাই Windows, Linux সহ সব Operating System USB থেকে ইন্সটল করার সুবিধা আছে WinSetupFromUSB ও তেমন একটি ছোট্ট আর ফ্রি Tool যার মাধ্যমে Windows XP, Windows Vista, Windows 7 সহ আরো বেশি কিছু Operating System কে USB থেকে ইন্সটল করা যায় এর ব্যবহারটাও খুবই সহজ আমি Windows XP এর উপর টিউটোরিয়ালটি দেখাবো


কিভাবে করবেনঃ
এই সফটওয়ারটি পর্যায়ক্রমে উন্নত করা হচ্ছে পূর্বের ভার্সনের চেয়ে নতুন ভার্সনে বেশ কিছু পরিবর্তন থাকে তাই পূর্বের ভার্সনের সাথে নতুন ভার্সনের ব্যবহারে কিছু কিছু পার্থক্য থাকতে পারে আমি টিউটোরিয়ালে 0.2.3 ভার্সন ব্যবহার করেছি

প্রথমে আপনার Windows XP সিডিটি ড্রাইভে প্রবেশ করান অথবা কপি করে কোন একটি ড্রাইভে একটি ফোল্ডারে রাখুন

এরপর আপনার পেনড্রাইভটি পিসিতে সংযুক্ত করুন 1GB ‘র কাছাকাছি জায়গা লাগবে পেনড্রাইভটি ফরমেট হবে তাই ডাটাগুলো আগে কোথাও সেভ করে রাখুন

WinSetupFromUSB রান করুন নিচের মত পাবেন


এখানে আপনার পেনড্রাইভটি Format করতে হবে Format করার জন্য এ সফটওয়ারটিতে Formatting Tool সংযুক্ত করা আছে পূর্বের ভার্সনে দুটি ছিল বর্তমানে একটি বাদ দেয়া হয়েছে বর্তমানে RMPrepUSB টুলটি রাখা হয়েছে তাই Format করার জন্য RMPrepUSB বাটনে ক্লিক করুন


নিচের মত আসবে ওখানে Volume Label এ নিজের নাম বা WindowsXP দিতে পারেন [যা আপনার পছন্দ], File System FAT16 বা FAT32 সিলেক্ট করতে পারেন [লাল চিহ্নিত] সাধারণত পেনড্রাইভ 4GB এর বেশি হলে FAT32 বা NTFS ব্যবহার করতে পারেন অথবা ডিফল্ট সেটিংস রেখে দিতে পারেন আমি FAT32 ব্যবহার করেছি সবশেষে Prepare Drive [কাল তীর চিহ্নিত] বাটনে ক্লিক করুন


নিচের মত মেসেজ আসতে পারে OK দিন


Processing শুরু হবে এ পর্যায়ে আপনার পেনড্রাইভটি ফরমেট হবে এবং সব ডাটা মুছে যাবে এরকম সতর্ক মেসেজ আসতে পারে OK দিন


Processing শুরু হবে নিচের মত কাজ শেষে ডসের উইন্ডো চলে যাবে এবং Formatting Tool এর উইন্ডোটি থেকে যাবে উইন্ডোটি ক্লোজ করে দিন


তাহলে নিচের মত উইন্ডোটি থাকবে। এখন ফাইনাল পর্যায়ের কাজ করবো এখানে Brows করে আপনার Windows XP সিডিটি কোন ড্রাইভে আছে বা কম্পিউটারের কোন জায়গায় রেখেছেন সেই এক্সপির ফোল্ডারটি দেখিয়ে দিন [নীল চিহ্নিত] Refresh বাটনে [সবুজ চিহ্নিত] ক্লিক করুন এবং এরপাশে থাকা ড্রপডাউন মেন্যূ [কালো চিহ্নিত] থেকে আপনার পেনড্রাইভটি দেখিয়ে দিন সবশেষে Go বাটনে ক্লিক করুন


১০ নিচের মত Processing শুরু হবে কিছুই করার দরকার নেই একটু সময় লাগবে ধৈর্য্য ধরে অপেক্ষা করুন কাজ শেষ হলে কয়েকটি মেসেজ আসতে পারে ওগুলো ক্লোজ করে দিন আপনার পেনড্রাইভটি Safely Remove করে টেস্ট করে দেখুন


১১ Pendrive থেকে Boot করলে নিচের মত মেন্যূ আসবে এন্টার চাপুন এবং কাজ চালিয়ে যান


Download Mirror: Softpedia,  


Windows XP Setup from USB বা Pendrive থেকে Windows XP Setup দেয়ার জন্য আমার Rufus, Win to Flash নিয়ে লেখা পোষ্টগুলোও দেখতে পারেন। আর Windows 7, Windows 8 এর জন্য Windows7-USB-DVD-tool পোষ্টটি দেখতে পারেন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons