সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০০৯

ব্লগস্পটের পোষ্ট বাংলায়

ব্লগস্পটে অনেক সময় বাংলা পোষ্ট দিলে তা ভালো দেখা যায় না। এর জন্য ব্লগস্পটের ডিফল্ট ফ্ন্ট সিস্টেম দায়ী। আপনি এটাকে বাংলা উপযোগী করতে পারেন।
প্রথমে আপনাকে যেতে ব্লগারের Edit HTML এ।
Dashboard --> Layout --> Edit HTML।
এখন খুজে বের করুন এই লাইনটি,

<\Variable name="bodyfont" description="Text Font" type="font" default="normal normal 100% Georgia, Serif" value="normal normal 100% Georgia, Serif">

এখানে দেখুন লিখা আছে ২টি ফন্টের নাম। Georgia, Serif এর জায়গায় লিখুন SolaimanLipi। ২বারই পরিবর্তন করুন। লাইনটির পরিবর্তিত রুপ হবে এইরকম,

<\Variable name="bodyfont" description="Text Font" type="font" default="normal normal 100% SolaimanLipi" value="normal normal 110% SolaimanLipi">


এখন Save Template এ ক্লিক করে বের হয়ে যান।
দেখুন আপনার ব্লগস্পটে বাংলা পোষ্ট কত সুন্দর দেখাচ্ছে।
আর হ্যা, SolaimanLipi ফন্টটি কিন্তু সিস্টেমে থাকতে হবে।

পিডিএফ ডাউনলোড

1 টি মন্তব্য:

নামহীন বলেছেন...

Thanks For the tips.

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons