এটা খুবই পুরনো টিপস। তারপরেও মজার টিপসটি সবার জন্য দিলাম। সাধারণত আমরা কোন Folder তৈরী করলে তাতে কোন না কোন নাম দিতে হয়। নাহলে Default Name হিসেবে New Folder হিসেবে Save হয়।
নামছাড়া ফোল্ডার তৈরী করতে প্রথমে যে কোন ড্রাইভে একটা ফোল্ডার তৈরী করুন। এখন সাথে সাথেই কী-বোর্ড এ Alt Key চেপে ধরে 0160 চাপুন। এন্টার দিন। দেখবেন নামহীন একটা ফোল্ডার তৈরী হয়ে গেছে। আসলে অল্টার কী এবং ০১৬০ একসাথে চাপলে কম্পিউটারে একটা ASCII Code তৈরী হয় যা Invisible.
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন