শনিবার, ২১ নভেম্বর, ২০০৯

ছয়টি ব্রেনসমৃদ্ধ প্রসেসর তৈরি করেছে ইন্টেল

বিশ্বখ্যাত কম্পিউটার প্রসেসর চীপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল কম্পিউটারের কাজের গতি বৃদ্ধিতে ছয়টি ব্রেনসমৃদ্ধ প্রসেসর তৈরি করার ঘোষণা দিয়েছে। ‘জিয়ন ৭৪০০’ সিরিজের এই প্রসেসরটি বর্তমানের যেকোন প্রসেসরের তুলনায় অধিক দ্রুততার সাথে কাজ করতে সক্ষম হবে তুলনামূলক কম জায়গা এবং শক্তি খরচ ব্যতিরেকে। ইন্টেলের একজন মুখপাত্র তাদের নতুন ‘জিয়ন ৭৪০০’ প্রসেসর সম্পর্কে জানান, ‘এই প্রসেসরটির অন্যতম বিশেষত্ব হচ্ছে এতে অনেক কোর-এর সন্নিবেশ করা হয়েছে যার মাধ্যমে কম্পিউটার এর কাজের গতি বহুগুণে বৃদ্ধি করা সম্ভব হবে।’ উল্লেখ্য বর্তমানে ২ কোর এবং ৪ কোর বিশিষ্ট প্রসেসর বাজারে বিদ্যমান। ফলে ইন্টেলের এই ৬ কোর বিশিষ্ট প্রসেসর তাদের প্রসেসরের গতি বৃদ্ধির প্রচেষ্টারই একটি অংশ হিসেবে ধারণা করা হচ্ছে। কেননা, এই ৬কোর বিশিষ্ট প্রসেসরটি বর্তমানের যে কোন প্রসেসরের তুলনায় ৫০ শতাংশ অধিক গতিতে কাজ করতে সক্ষম হবে কিন্তু এনার্জি খরচ কমাবে ১০ শতাংশ। ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট টম কিলরই তাদের নতুন প্রসেসর সম্বন্ধে জানান, ‘শুধুমাত্র এনার্জি খরচ কম এবং দক্ষতা বৃদ্ধিই নয় বরং আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী পিসি’র গতিবৃদ্ধির পাশাপাশি ভার্চুয়ালাইজিং সক্ষমতা বৃদ্ধির প্রতি নতুন এই চীপ তৈরির ক্ষেত্রে মনোযোগ প্রদান করেছি। আমরা আশা করি, নতুন এই চীপ ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ আশা করা যাচ্ছে, নতুন এই প্রসেসরের মাধ্যমে সার্ভার ভিত্তিক কর্মকান্ডে নতুন গতি লাভ করতে সক্ষম হবে। সেই সাথে ভিডিও শেয়ারিং পদ্ধতির বর্তমানের যে জটিলতা বিদ্যমান রয়েছে তার অবসান ঘটানো সম্ভব হবে। একই সাথে এই ছয়টি ব্রেনসমৃদ্ধ মাইক্রোপ্রসেসর বিশ্বের কম্পিউটিং শিল্পে নতুন গতিশীলতা আনয়ন করতে সক্ষম হবে।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons