যে লেয়ারে ইফেক্ট করা হবে সে লেয়ার নির্বাচনে করে লেয়ার স্টাইল নির্দেশ দিলে বিভিন্ন ইফেক্টস মেনু ওপন হবে। এখান থেকে বিভিন্ন অপশন নির্বাচন করে নির্বাচিত লেয়ারের ইমেজে বিভিন্ন ইফেক্টস দেয়া যায়। বিভিন্ন ইফেক্টস দেয়া পরীক্ষা করার জন্য একটি লেয়ার তৈরি করে পরীক্ষা করার জন্য:
১. টুলবক্সের ব্যাকগ্রাউন্ড টুল এ ক্লিক করে হালকা যে কোন রঙ নির্বাচন করুন। কন্ট্রোল+এন কী দ্বয় চেপে প্রদর্শিত নিউ ডায়ালগ বক্সে প্রস্থ: ৩৩১ পিক্সেল. দৈর্ঘ্য: ৩৬৮ পিক্সেল রেজ্যুলেশন: ৯৬.২৮৮ পিক্সেল/ইঞ্চি এবং কনটেন্ট ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকে করুন।
২. উইন্ডো-লেয়ার নির্দেশ দিয়ে লেয়ার উইন্ডো প্রদর্শন করুন। শিফট+কন্ট্রোল+এন কী চেপে নতুন লেয়ার তৈরির প্রক্রিয়ায় নেম বক্সে টেস্ট লিখে এন্টার দিন। নতুন একটি লেয়ার তৈরি হবে। টুলবক্সের ফরগ্রাউন্ড টুলে ক্লিক করে কালার ডায়ালগ বক্স থেকে হালকা কালো (ছাই) রঙ নির্ধারণ করুন।
৩. টুলবক্সের পেইন্ট ব্রাশ টুল নির্বাচন করে যে কোন শব্দ লিখুন। এবার ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, ইনার গ্লো/ আউটার গ্লো ইত্যাদি লেয়ারের উপর বিভিন্ন ইফেক্টস দেখা যাবে।
শনিবার, ২১ নভেম্বর, ২০০৯
ফটোশপে লেয়ার স্টাইল নির্ধারণ করা
২:২০ AM
No comments
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন