সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

হার্ডডিস্কের ড্রাইভ লুকিয়ে রাখুন

নতুন বা সাধারণ ব্যবহারকারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য হার্ডডিস্কের ড্রাইভকে লুকিয়ে রাখতে চাইলে নিচের পদ্ধতি অবলম্বন করতে পারেন:
  • প্রথমে Run-এ gpedit.msc লিখে এন্টার দিন।
  • তারপর User Configuration-এর Administrative Templates এ যান ।
  • এরপর Windows Comonents-এর Windows Explorer-এ Hide these Specified drives in My Computer-এ প্রবেশ করুন। Hide these Specified drives in My Computer Properties উইন্ডো আসবে।
  • এখানে Settings এ গিয়ে Restrict all drives অথবা আপনি যে ড্রাইভটি লুকিয়ে রাখতে চান সেটি সিলেক্ট করে Enable করে ok দিয়ে বেরিয়ে আসুন।

ব্যস!! অনুরূপভাবে ড্রাইভ দেখার জন্য Disable করতে হবে।

এই পদ্ধতি অনুসরন করে ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে।

সূত্র

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons