সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

পিসি কিছুক্ষন কাজ করার পর Restart হয়ে যাচেছ

সমস্যা :

আমার পিসি টা কিছুক্ষন কাজ করার পর Restart হয়ে যাচেছ, ১ ঘন্টা বা ৩০ মিনিট পর,, (***Processor*** এর ফ্যান বেশি শব্দ করে) পাওয়ার সাপ্লাই change করে দেখেছি কিন্তু কোন লাভ হয়নি, র‌্যাম ও ঠিক আছে এখন আমি কি করতে পারি।

সমাধান :

# জুয়েল 2009-09-15 10:07
আপনার সমস্যার সমাধান আপনার লেখার মধ্যেই আছে মনে হচ্ছে। প্রসেসরের কুলিং ফ্যানটা পাল্টিয়ে দেখুন।
# Md.Kabir Hossain 2009-09-15 12:11
cooling fan change korun.
# S. M. Ariful Islam 2009-09-15 15:47
প্রথমে আপনি আপনার প্রসেসর কুলিং ফ্যানটা পরিবর্তন করুন। এরপর আপনি যদি মাল্টিপ্লাগ ব্যবহার করে থাকেন তবে সেটি পরিবর্তন করুন। যেখনে আপনি প্লাগটি লাগিয়েছেন সেই জায়গায় দেখুন কোন লুজ কানেকশন আছে কিনা---থাকলে ঠিক করিয়ে নিন। ইউপিএস ব্যবহার করলে তা বাদ দিয়ে দেখুন।পাওয়ার সাপ্লাই এর প্রতিটি অংশ সঠিকভাবে এবং শক্ত করে লাগান যাতে ঢিল না থাকে।
# সোলায়মান 2009-09-16 10:20
Shahjahan Vai, System properties --- Advanced --- Data recovery ar setting ar Automatically Restart thaka thik symbol tula dan. Arpor dekhun apnar PC restart nay kina. Toba restart na naoar kotha. Toba ha apni apnar aei problem apnar processor ar cooling fan thaka. Jodi boro kono problem face korta na chan, tahola obossoi fan te change korun.
# মামুন 2009-09-16 10:30
আমি দেখছি কুলিং ফ্যান বনধ হয়ে গেলে এই রিসটার্ট হয়। আবার কুলিং ফ্যানের তার নাড়া দিলে ফ্যান চলতে থাকে কোন লুজ কানেকশন ঐ প্রবলেম করত, এখন ও ঐ তার নাইড়া কুলিং ফ্যান চালু পদধতিতে চলতেছে ঐ পিসি, আপনে ও চেষ্টা কইরা যান।
# রনি 2009-09-17 20:52
আমারও এই সমস্যা হয়েছিল। আর সমাধান ছিল: ডিভিডি/সিডি রম্ এর বাড়তি তার(পাওয়ার ও ডাটা কেবল ছাড়া বাড়তি যে তার লাগান থাকে) খুলে ফেলা; বাস্ সমস্যা সমাধান। আপনিও তা চেষ্টা করে দেখতে পারেন।
# Fuad Hasan 2009-09-20 01:17
apni PC ta sell kore den......ai ta e valo hobe....
1 HOUR 30 MNT por PC restart hpy..... ata akta programme kora....
Soleman Vi ar kotha abolombon korun must thik hoye jabe..... ar tau jodi nah thik hoy amk mail korben....

Fuad
CISCO-KUET

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons