সোমবার, ২৬ এপ্রিল, ২০১০

facebook এর security check থেকে নিন চিরমুক্তি

http://info.scrapur.com/wp-content/uploads/2008/08/captcha.jpg



Internet ব্যবহার করেন অথচ facebook ব্যবহার করেন না এরকম মানুষ শতকরা হিসেবে খুব কম এবং দিনদিন আরো কমছে। facebook ব্যবহারকারীদের মধ্যে নতুন কারো সাথে বন্ধুত্ব করতে চাইলে আপনাকে friend request পাঠাতে হয়। আপনি যদি একজন মেয়ে অথবা কোনো তারকা হন তাহলে বেশিরভাগ সময় কাজটি থেকে আপনি বেচে যান। আর যদি ছেলে হন তাহলে বেশিরভাগ সময় কাজটি আপনাকেই করতে হয়। অর্থাৎ আপনাকেই friend request পাঠাতে হয়। একজন তারকা, মেয়ে, কিংবা ছেলে যা ই হন না কেন friend request পাঠাতে গেলে প্রতিবারই Security Check নামক একটি পরীক্ষায় আপনাকে পাশ করতে হয়। এটি কত বিরক্তিকর সেটি ভাল করেই আপনার জানা। আমার আজকের টিপস্ মাত্র ৪টি ধাপে ব্যাপারটি থেকে মুক্তি দিচ্ছে আপনাকে।

১। Security Check এর জন্য অস্পষ্ট letter বিশিষ্ট যে box টি থাকে তার ঠিক নীচে Verify your account এ click করুন।
২। 'Country Code' এ "Bangladesh (+880)" select করুন।
৩। 'Phone Number' box এ আপনার Mobile number টি প্রবেশ করান। Confirm এ click করুন (কিছুক্ষনের মধ্যে আপনার Mobile এ একটি কোড চলে যাবে)।
৪। একটি নতুন page আসলো, সেখানে একটি কোড চাচ্ছে। এখানে আপনার Mobile এ facebook থেকে যে confirmation code টি গেল সেটি প্রবেশ করান। Confirm এ click করুন।
এখন থেকে আপনাকে Security Check নামক পরীক্ষায় অংশ নিতে হবে না।

সূত্র

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons