শনিবার, ১০ নভেম্বর, ২০১২

Member not found – Km Player সমস্যার সমাধান, যুক্ত করুন নিজের ছবি



KM Player বর্তমান সময়ের জনপ্রিয় একটি Media Player। ফ্রীতে এত সুযোগ-সুবিধা সম্পন্ন Media Player খুব কমই আছে। প্রায় সব ফরমেটের গান চালাতেতো পারে তার উপর আছে অসংখ্য জনপ্রিয় সব Hot Key। সব মিলিয়ে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এ Player টির। নিত্য নতুন সুবিধা যুক্ত করার পাশাপাশি সম্প্রতি নতুন ভার্সনে যুক্ত করা হয়েছে 3D Movie দেখার অপশন। অনলাইন কিংবা পিসিতে Movie দেখার অনেক সুবিধাও রয়েছে। নতুন ভার্সনে Default Skin হিসেবে যুক্ত করা হয়েছে Flash দিয়ে তৈরি একটি এনিমেটেড স্কীন (.swf=Shock Wave Flash)। এটি দেয়ার কারণে Player টি রান করতে গেলেই Member not found নামে একটি মেসেজ আসে। এটি অন্য কোন সমস্যা না করলেও বিরক্তিকর। আমরা মেসেজটি দূর করে তাতে নিজের ছবি যুক্ত করবো।

All in One Driver CD - ড্রাইভার সমস্যা থেকে চীর মুক্তি লাভ করুন



Computer চলে Hardware আর Software দুটি জিনীসের সমন্বয়ে Hardware গুলো কাজ করে Driver নামের এক প্রকার সফটওয়ারের মাধ্যমে প্রয়োজনীয় Driver এর অনুপস্থিতি বা সঠিক Driver এর অভাবে Hardware গুলো ১০০% সার্ভিস দেয় না বিশেষ করে Chip Set Driver, Sound Driver, VGA Driver বা Graphics Driver এ তিনটি Hardware Driver পিসিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই Motherboard Driver ছাড়া পিসি অচলই বলা যায় কিন্তু অনেক সময় Motherboard এর Driver CD পাওয়া সম্ভব হয় না বিশেষ করে পুরাতন PC তে Motherboard এর Driver CD হারিয়ে গেলে বিপাকে পড়তে হয় সবাইকে এ অবস্থায় Windows 7 এ সমস্যা না হলেও এক্সপিতে ড্রাইভার সমস্যা থেকেই যায় তাই এমন একটা Driver CD দরকার যা সব পিসিতে, সব Motherboard এ কাজ করবে আজকে আমরা তেমন একটি AIO Driver CD (All in One Driver CD) তৈরি করবো যা যে কোন পিসিতে, যেকোন MotherboardDriver সমস্যার সমাধান দেবে আর তা CD/DVD, Pendrive বা যেকোন জায়গায় রাখা যাবে, ব্যবহারও করা যাবে

Create System Repair Disc – Windows7 এর System Repair Disc তৈরি ও ব্যবহার


System Repair Disc হলো একটি Bootable Disc যা কোন Operating System এর Booting সমস্যা সমাধান করার কাজে ব্যবহৃত হয়। Windows এর প্রতিটি ভার্সনেই এই Disc ব্যবহার করা যায়। তবে প্রতিটি ভার্সনের জন্য সেই ভার্সনের Disc দরকার হয়। Software গত সমস্যার কারণে কখনো পিসি বুট না করলে System Repair Disc এর মাধ্যমে তা সমাধান করা যায়। বর্তমানে System Reserved Partition এর মাধ্যমে Windows7 এর Booting System কে খুবই শক্তিশালী করা হয়েছে যা Windows7 পূর্ববর্তী ভার্সনগুলোতে ছিল না। তবে সেটি ব্যবহার না করার ফলে বা অন্য কোন কারণে কোন সময় Booting সমস্যা দেখা দিলে System Repair Disc ই দিতে পারে সমস্যার সমাধান।

Win Setup From USB – ইউএসবি থেকেই সেটাপ করুন Windows XP, Vista, Seven সহ আরো অনেক



আজকে USB Flash Drive বা Pendrive নামের যন্ত্রটি খুবই জনপ্রিয় এর থেকে Operating System ইন্সটল করা আরো জনপ্রিয় কারণ এর Read-Write ক্ষমতাটা সাধারণ সিডি থেকে অনেক বেশি, বহনে সুবিধা, পছন্দমত সাইজে ব্যবহার করা যায় ইত্যাদি তাই Windows, Linux সহ সব Operating System USB থেকে ইন্সটল করার সুবিধা আছে WinSetupFromUSB ও তেমন একটি ছোট্ট আর ফ্রি Tool যার মাধ্যমে Windows XP, Windows Vista, Windows 7 সহ আরো বেশি কিছু Operating System কে USB থেকে ইন্সটল করা যায় এর ব্যবহারটাও খুবই সহজ আমি Windows XP এর উপর টিউটোরিয়ালটি দেখাবো

ISO file Write - ISO সহ যেকোন Image File রাইট করুন মাত্র কয়েক ক্লিকেই



এর আগে আমরা Nero দিয়ে কিভাবে ISO file Write করতে হয় তা লিখেছিলাম ওখানে অত্যন্ত সহজে কিভাবে কাজটি করা যায় তা আমরা দেখেছি এবার দেখবো Image Burn সফটওয়ারটি দিয়ে কিভাবে ISO Image Write এর কাজটি করতে হয় Image Burn দিয়ে আমরা ইতিপূর্বে Bootable CD/DVD তৈরি, CD to ISO Image বা CD/DVD থেকে ISO Image বা অন্যান্য ইমেজ ফাইল কিভাবে তেরি করতে হয় তা দেখেছি CD/DVD Writing সংক্রান্ত কাজের জন্য অত্যন্ত দারুন একটি ফ্রী সফওয়ার হলো এই Image Burn

Bootable Windows 7 DVD– কপি করা ফাইল থেকে Bootable Windows 7 DVD তৈরি করুন



সাধারণত Bootable CD/DVD পিসিতে বা অন্য কোথাও কপি করলে এবং তা পরে ডাটা সিডি হিসেব রাইট ঐ CD/DVD টি আর Boot হয় না তার কারণ -সাধারণত উপায়ে কপি করলে সিডির সমস্ত ফাইল কপি হলেও Boot হওয়ার জন্য CD/DVD র সাথে যে একটা Bootable Image থাকে তা কপি হয় না Bootable Image টির সাইজ মাত্র কয়েক KB এবং তা সিডিতে হিডেন অবস্থায় থাকে যা দেখা যায় না এটি শুধুমাত্র মাদার বোর্ডের বায়োস ডিটেক্ট করতে পারে এবং তা থেকে পিসি বুট করাতে পারেBootable Image ছাড়া কোন CD/DVD থেকে পিসি বুট করানো যায় না অনেকে Windows XP, Windows Vista, Windows 7 (সম্ভবত Windows 8 ও হবে) কে CD/DVD থেকে পিসিতে কপি করে তারপর CD/DVD তে রাইট করে এতে CD/DVD টি আর বুট হয় না

সিডি ডিভিডি কে ISO ফাইলে সেভ করুন



বর্তমানে ISO (International Organization for Standardization) ফাইল খুবই গুরুত্বপূর্ণ এবং পরিচিত ফাইলের একটি এক্সটেনশান। বিশেষ করে Bootable CD/DVD ফাইলগুলো যখন প্যাক করা হয় তখন যেকোন ইমেজ হিসেবে প্যাক করা ছাড়া উপায় থাকে না। আবার Bootable কোন CD/DVD কে যখন আমরা পিসিতে বা অন্য কোথাও কপি করি তখন সমস্ত ফাইল কপি হলেও এতে সংযুক্ত করা Bootable ইমেজটা কপি হয় না। এটি থাকে হিডেন অবস্থায়। তাই এই সব কারণে Bootable কোন CD/DVD কে প্যাক করার সময় যেমন ইমেজ হিসেবে প্যাক করা হয় তেমনি পিসিতে কপি করার সময়ও ইমেজ হিসেবে কপি করা দরকার। আর ইমেজ হিসেবে ISO ইমেজ হলো সবচেয়ে পরিচিত এবং উপযুক্ত ইমেজ ফাইলের নাম। আমরা কিভাবে একটি Bootable কোন CD/DVD কে ISO ফাইল হিসেবে (অর্থাৎ CD To ISO, DVD To ISO) সেভ করা যায় তা দেখবো।

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

Yumi- Multi Boot USB তৈরি করুন খুব সহজে



ধরুন আপনার কাছে Bootable CD’র বেশ কিছু গুরুত্বপূর্ণ ISO ফাইল আছে যেমন Hiren’sBootCD, Partition Wizard Tool, Acronis True Image, Linux, Ubuntu, Windows 7 ইত্যাদি CD গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এগুলো ছাড়া ট্রাবলশ্যুটিং এর কাজ চলে না তবে সবগুলো সিডি একসাথে বহন করাওতো কম ঝামেলা না আবার Multi Boot CD করলেও সব ফাইল একই সিডিতে হবে না। কিন্তু একবার ভাবুনতো সবগুলো সিডি যদি একটি মাত্র পেনড্রাইভে ঢুকিয়ে পেনড্রাইভটাকেই সিডি হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে কেমন হয় হ্যাঁ, আমি Multi Boot USB এর কথাই বলছি। এতে সুবিধা হলো যত সাইজই দরকার হোক না কেন আপনি সেই সাইজের পেনড্রাইভ সংগ্রহ করতে কোন সমস্যা নেই, বহনে সুবিধা, পাশাপাশি অন্য ফাইলও এতে রাখতে পারবেন। আমার এই টিউটোরিয়ালটি Multi Boot USB কিভাবে তৈরি করতে হবে তার উপরেই লিখা।

সোমবার, ১ অক্টোবর, ২০১২

Acronis True Image Home Edition-Data Backup ও Recovery তে দারুন কাজের



বর্তমানে পার্টিশান বা পুরো হার্ডডিস্কের ডাটা Backup Recovery’র পদ্ধতিটা দারুন জনপ্রিয় বিশেষ করে Operating System Backup Recovery’র কাজটি করে না এমন ব্যবহারকারীর সংখ্যা খুবই কম আর যারা এই কাজটি করেন তাদের মধ্যে Acronis True Image সফটওয়ারটি খুবই পরিচিত কারণ বেশিরভাগ ইউজারই এই সফটওয়ারটি ব্যবহার করে পার্টিশানের ইমেজ তৈরি করে এবং সেটি রিস্টোর করে Acronis True Image Home Edition ও একই প্রতিষ্ঠান থেকে তৈরি সফটওয়ার যা অনেক উপকারী কাজে ব্যবহার করা যায়। আমি Acronis True Image Home Edition 2012 এর উপর আজকে টিউটোরিয়ালটি করবো।

শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১২

Hard disk এর Bad Sector কি, কেন, এবং করণীয়




কম্পিউটারে যে কয়টি হার্ডওয়ার আছে তার মধ্যে  সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্ডয়ারটির নাম হলো Hard disk অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হলে সেগুলো বদলানো যায় এতে কিছু অর্থ খরচ হলেও পিসির তেমন কোন ক্ষতি হয় না কিন্তু Hard disk নষ্ট হলে সেটি বদলানো গেলেও এতে জমা থাকা গুরুত্বপূর্ণ ডাটাগুলো আর ফেরৎ পাওয়া যায় না Hard disk হলো মেমোরি কার্ডের মত যা আমাদের সমস্ত অডিও, ভিডিও, ছবি, ডকুমেন্টস ইত্যাদি ডাটা জমা রাখে Hard disk এর যে জায়গায় ডাটাগুলো জমা থাকে তার নাম হলো Sector

বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

DOS Bootable USB তৈরি করুন খুব সহজে



DOS মাইক্রোসফটের এককালের সেরা জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম যদিও আজকে গ্রাফিক্স ভিত্তিক Windows অপারেটিং সিস্টেম ডসের জনপ্রিয়তাকে পেছনে ফেলেছে তবে Windows এর সাথে ডস ব্যবহার করে ডসের প্রয়োজনীয়তাকে মাইক্রোসফট আজও ধরে রাখতে পেরেছে তাছাড়া ডসের মাধ্যমে এমন কিছু কাজ করা যায় যা Windows এ সম্ভব হয় না অনেক Recovery Tool, Hard Disk Tool, Bios Updating Tool ইত্যাদির জন্য ডসের বিকল্প নেই

HDD Regenerator- bad sectors repair করে



HDD Re-generator একটি শক্তিশালী প্রফেশনাল টুল যা হার্ডডিস্কের Bad Sectors  Repair, Crashed Hard Disks Restore করে হার্ডডিস্কের শক্তি বাড়াতে সাহায্য করে থাকে অন্যান্য HDD Tools এর চেয়ে এটি খুব দ্রুত স্ক্যান ও রিপেয়ারের কাজটি করতে পারে সফটওয়ারটি পিসিতে ইনস্টল করা থাকলে সব সময় হার্ডডিস্ক মনিটর করে এবং সমস্যা পেলে সাথে সাথে রিপেয়ার করে। কর্তৃপক্ষের দাবী হার্ডডিস্ক যতই ক্ষতিগ্রস্থ হোক কোন ধরনের Data Loss না করেই HDD Re-generator ক্ষতিগ্রস্থ হার্ডডিস্ককে repair করতে পারে এটি FAT, NTFS সহ অনেক ধরনের File System, এবং UN-formatted বা UN-Partitioned ডিস্কেও ব্যবহার করা যায়। বাকিটুকু বুঝার জন্য নিজেকে ব্যবহার করতে হবে। আমার কাছে এর দ্রুত স্ক্যানটা ভাল লেগেছে। এটি Windows এবং Dos দুই মোডেই চালানো যায়

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons