আমি গত কিছুদিন আগে SEO এর কাজ শুরু করি যখন মোটামটি ভাবে সফল হই তখনই মনে মনে ভাবলাম SEO নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো । আজকের বিষয় Fast Directory Submitter Software , এই সফটওয়্যার এর ফ্রী ১৫০ টি Directory সাইট লিস্ট আছে যেখানে আপনি খুব সহজে আপনার সাইট সাবমিট করতে পারবেন তাহলে চলুন দেখি কি ভাবে এটা ব্যাবহার করবো ?
প্রথমে Fast Directory Submitter Software টি ওপেন করুন.....
এবার Create Account এ ক্লিক করুন তারপর.....
এই রকম একটি উইন্ডো আসবে সেখানে আপনার নাম ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে - Create বাটনে ক্লিক করুন , হয়ে গেলো আপনার সাইনআপ এবার লগইন করুন ।
লগইন করার জন্য login লেখাটির উপর ক্লিক করুন তারপর একটা উইন্ডো আসবে ।
এখানে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন ,
লগইন করার সাথে সাথে এই পেজটি অটোমেটিক আসবে তারপর ....
এবার এখানে জেইভাবে আমার এবং সাইটের ডিটেইলস দেয়া আছে সেই ভাবে আপনারটা ও দেন , দিয়ে ওকে করুন ...
তার পর Open Campaign এ ক্লিক করুন , ক্লিক করলে নতুন উইন্ডো আসবে ।
এবার Expaess Submit ক্লিক করে Submit To Pending Directory ক্লিক করুন ।
তারপর প্রতিটি সাইটে সাবমিট হতে এই রকম উইন্ডো আসবে Captcha টাইপ করে Submit এ ক্লিক করুন ।
সফটওয়্যার টি ডাউনলোড করুন ।
লেখাটি নেয়া হয়েছে এখান থেকে
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন