রবিবার, ৮ এপ্রিল, ২০১২

ফ্রীল্যান্সিং এর পথে – ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ৫

REMI


ওডেস্কে মূলত ২টি পরীক্ষা আছে যা দেয়া বাধ্যতামূলক। এগুলো হচ্ছেঃ

oDesk Readiness Test for Agency Contractors
 oDesk Readiness Test for Independent Contractors and Staffing Managers



অনেককেই দেখেছি একটা পরীক্ষা দেয় (উপরেরটা), কিন্তু দুইটা দিলে প্রফাইল স্ট্রং হয় (প্রশ্ন একই দুটি পরীক্ষার)

oDesk Readiness Test for Agency Contractors


২। চিত্রের মত Start Test এ ক্লিক করুন।



৩। চিত্রের মত Continue এ ক্লিক করুন।



৪। আবারো Click here to start your test এ ক্লিক করুন



৫। এবার প্রশ্ন আসা শুরু হবে। একটা প্রশ্ন আর কয়েকটা অপশন থাকবে। সঠিকটা নির্বাচন করে Next এ ক্লিক করুন।



৬। সব প্রশ্নের উত্তর দেয়া শেষ হলে নিচের চিত্রের মত দেখবেন। দুটি বাটন থাকবে। একটা হচ্ছে “Continue without providing feedback” (এটা দিবেন যখন আপনি কোনো টেস্টে ফেল করবেন, তাতে এটা প্রফাইলে এড হবে না)


“Continue and provide feedback on this test” এ ক্লিক করবেন যখন আপনি মহাসমারোহে পাস করবেন (এতে এটা প্রফাইলে এড হবে)


এভাবে আপনি আরেকটি পরীক্ষা দিয়ে নিন এই লিঙ্ক থেকেঃ http://www.odesk.com/tests/752?tot=2&pos=1

এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন কোথায় ? এতো ভয় কিসের, আমি আছি না ? উত্তর গুলো দিয়ে দিলাম। মূলত একই প্রশ্ন এই দুইটি পরীক্ষাতেই আসে কিন্তু সিরিয়াল ঠিক থাকে না, দেখা গেছে যে যে প্রশ্ন আমার বেলায় ২ নাম্বারে আসছে সেটা আপনার ১১ নং প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন !!! এক্ষেত্রে আপনার ব্রাউজারে Ctrl+F কি চাপ দিবেন। এরপর প্রশ্নের যেকোনো একটা ওয়ার্ড লিখে সার্চ দিবেন (আমার টিউনে), তাহলেই পেয়ে যাবেন আপনার প্রশ্নের উত্তর।

প্রশ্নের উত্তরমালা *** (উপরের দুটি প্রশ্নের)ঃ
Q: Can I start my own company on oDesk?
A: Yes! oDesk allows you to build and manage a team of workers, colleagues and collaborators. You can even subcontract other workers on oDesk to other customers oDesk (and take a cut).
Q: Which of the following actions are NOT allowed when applying to job openings?
A: All of the above
Q: ‘How does feedback work on oDesk?’
A: All of the above
Q: Which of the following is true of your oDesk timelog?
A: All of the above
Q: Which of the following break the oDesk user agreement?
A: All of the above
Q: Which of the following statements about the oDesk Team application are true?
A: All of the above
Q: What do you need to do to ensure guaranteed payment on hourly jobs?
A: All of the above
Q: If you have not done so please download and install the oDesk Team application. With the client running right click on the oDesk Team icon in the system tray (or doc for Mac users). Which of the following options is listed first? Note that you do NOT have to log into any actual Team Room to answer this question.
A: TeamRoom..
Q: Which of the following statements are correct about oDesk fees?
A: All of the above
Q: Buyers set weekly limits on hourly assignments, how do these work?
A: All of the above
Q: How does oDesk’s dispute resolution policy for work?
A: All of the above
Q: How does payments work for agency contractor ?
A: All of your earnings as an agency contract to go directly

এরকম আরো অসংখ্য প্রশ্নের উপর পরীক্ষা দিতে পারবেন। এটা আপনার কাজের উপর নির্ভর করে। আপনার প্রফাইলে গেলে এরকম দেখতে পাবেন (চিত্রানুযায়ী)। “Take More Test” এ ক্লিক করে আরো পরীক্ষা দিতে পারবেন।


সার্চ করেও পরীক্ষা খুঁজে নিতে পারবেন।


যে পরীক্ষাগুলো খুব গুরুত্বপূর্ন (অর্থাৎ যেগুলো না দিলেই নয়)ঃ

US English Basic Skills Test (ID. 511) – সবার জন্য
English Spelling Test (U.S version) (ID. 688) – শুধু আরটিকেল রাইটারের জন্য
Windows XP Test (ID. 584) – সবার জন্য
English Vocabulary Test (U.S Version) (ID. 693) – শুধু আরটিকেল রাইটারের জন্য
MS Word 2003 Test (ID. 538) – সবার জন্য
HTML 4.01 Test (ID. 518) – ওয়েব ডেভেলপারদের জন্য
WordPress 2.8 Test (ID. 778) – ওয়ার্ডপ্রেস ও ওয়েব ডেভেলপারদের জন্য

আর বলতে পারলাম না। আরো অনেক আছে। অনেকগুলো পরীক্ষায় ওয়েব ডেভেলপারদের জন্য লিখলাম বলে যে অন্য কেউ দিতে পারবেন না, তা নয়, সবাই সব পরীক্ষা দিতে পারবেন। তবে  US English Basic Skills Test পরীক্ষাটা দেয়া খুব খুব খুবই IMPORTANT !!! এর মধ্যে পরীক্ষা দেয়ার কিছু নিয়মকানুন আছে। এগুলো হলঃ

  • ওডেস্ক রিডিনেস টেস্ট ব্যতিত সকল টেস্টে ৪০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়।
  • রিডিনেস টেস্ট বাদে সকল টেস্টে সময় ৪০ মিনিট (রিডিনেস পরীক্ষায় ৬০ মিনিট)
  • একটা পরীক্ষা দেয়ার পর সেটাতে ফলাফল আশানুরুপ না হলে আবারো দিতে পারবেন। তবে তা আগের পরীক্ষার ১ মাস পর।
  • জব কুয়োটা পরীক্ষার উপরেও কিছুটা নির্ভর করে। সুতরাং, এটাকে এলে দিলে চলবে না।
  • প্রতিটা পরীক্ষায় গ্রেড ৩.৮০ (৫ এর মধ্যে) এর উপরে রাখার চেষ্টা চালাতে হবে।

অন্য পরীক্ষায় কি করবেন জানিনা। উপরে উত্তর দেয়া দুটি পরীক্ষায় আমি ৫ দেখতে চাই সবার। আর পরীক্ষা দিয়ে দিলে এখানে আপনার প্রফাইলের লিঙ্ক দিতে ভুলবেন না কিন্তু !!!

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons