এখানে আছে বেশ কিছু High PR ফোরাম সাইট লিস্ট। এর আগেও কিছু লিস্ট শেয়ার করেছিলাম। এই এড্রসগুলো আশা করি আপনাদের কাজে লাগবে।
ব্যাকলিংক কি ?
ব্যাকলিংক একটি সাইটের জন্য কত গুরুত্বপূর্ণ তা একজন ওয়েব মাস্টার ভালো করেই বলতে পারেন। সহজ কথায় , আপনার সাইটের লিংক অন্য কোন সাইটে থাকা মানেই ব্যাকলিংক। গুগলের চোখে ব্যাকলিংক খুবী গুরুত্বপূর্ণ। যে সাইটের যত বেশি ব্যাকলিংক সেই সাইটের মূলও গুগলের কাছে বেশি।
বেশ কিছু ফোরাম সাইটের লিস্ট :
নিচে আমি বেশ কিছু High PR ফোরাম সাইটের লিস্ট দিচ্ছি। এই ফোরাম সাইটগুলোতে আপনার সাইটের লিংক সাবমিট (পস্তে/কমেন্টে, সিগন্যাচারে এবং Url অপশনে ইউজ ) করার মাধ্যমে ব্যাকলিংক তৈরি করে নিন।
আশা করি নতুনদের কাজে লাগবে।
ব্যাকলিংক কি ?
ব্যাকলিংক একটি সাইটের জন্য কত গুরুত্বপূর্ণ তা একজন ওয়েব মাস্টার ভালো করেই বলতে পারেন। সহজ কথায় , আপনার সাইটের লিংক অন্য কোন সাইটে থাকা মানেই ব্যাকলিংক। গুগলের চোখে ব্যাকলিংক খুবী গুরুত্বপূর্ণ। যে সাইটের যত বেশি ব্যাকলিংক সেই সাইটের মূলও গুগলের কাছে বেশি।
বেশ কিছু ফোরাম সাইটের লিস্ট :
নিচে আমি বেশ কিছু High PR ফোরাম সাইটের লিস্ট দিচ্ছি। এই ফোরাম সাইটগুলোতে আপনার সাইটের লিংক সাবমিট (পস্তে/কমেন্টে, সিগন্যাচারে এবং Url অপশনে ইউজ ) করার মাধ্যমে ব্যাকলিংক তৈরি করে নিন।
আশা করি নতুনদের কাজে লাগবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন