বুধবার, ২ মে, ২০১২

কম্পিউটার কেনার গাইডলাইন

আমার মনে হয় নতুন যারা কম্পিউটার কিনে তাদের অধিকাংশরাই কেনার কিছুদিন পরে তাদের ভুল বুঝতে পারে কারণ যখন কম্পিউটার কিনে তথন অনভিজ্ঞ থাকে তারপর কিছুদিন পরে যখন অভিজ্ঞ হয় তখন বুঝতে পারে তার কেনার সময় কি কি ভুল হয়েছে।তাহলে আজকে চলেন কেনার আগেই কি কি করা উচিত তা জেনে নেই ।
প্রথমত একটি কথা মনে রাখবেন আউটলুকের বেলায় আপনার যা ভাল লাগে তাই কিনবেন কারণ আপনি কম্পিউটারটি আপনি চালাবেন আপনার বন্ধু চালাবে না ।মনে করুন আপনার এক ধরনের মাউস পছন্দ হয়েছে কিন্ত ফ্রেন্ড বলছে অন্যটি সেক্ষেতে অবশ্যই আপনি আপনার পছন্দ প্রাধান্য দিবেন তবে টেকনিক্যাল ব্যাপারে অভিজ্ঞদের মতামত প্রাধান্য দিবেন।

প্রসেসর :
প্রথমেই আ
সি প্রসেসরের কথায আমি অধিকাংশ টেকি অভিজ্হদের দেখেছি পরামর্শ দেয় যে আপনার কাজের ধরন অনুযায়ী প্রসেসর কিনুন যেমন শুধু গান ভিডিও বা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য হাই মানের প্রসেসরের দরকার নেই কিন্তু এই পরামর্শ এখন পযর্ন্ত কাউকে মানতে দেখেনি ।যে কাজের জন্যই কম্পিউটার কিনুক বাংগালির চাই হাই মানের পিসি সুতরাং কিনুন হাই প্রসেসর যত লেটাষ্ট আসুক তার থেকে লেটেস্ট কিনুন যেমন কোর i7 ,কোয়াড কোর কোর টু কোয়াড আর ও কত হাই মানের।যাদের বাজেট কম দয়া করে সেলেরন কিনবেন না বাঝে একটা প্রসেসর তার থেকে পেন্টিয়াম ৪ ভাল, দরকার হলে এক দুই হাজার টাকা অন্যদিকে কমিয়ে মোটামুটি ভাল মানের প্রসেসর কিনুন কারণ প্রসেসর ভাল না হলে কম্পিউটার স্লো থাকে ।দরকার হলে ইউপিএস পরে কিনুন কারণ ইউপিএস খুব একটা কাজে লাগেনা আমি নিজে ৩ বছর ধরে ইউপিএস ছাড়া চলতেছি কোন সমস্যা হচ্ছেনা।


মাদারবোর্ড:মাদার বোর্ড ভাল হওয়াটা জরুরী কারন মাদারবোর্ডে অধিকাংশ জরুরী পার্টস যেমন রেম,প্রসেসর হার্ডডিস্ক এগুলো কানেক্ট থাকে।মাদারবৌর্ড কেনার সময় জেনে নিবেন তাতে কোন কোন প্রসেসর সাপোর্ট করে যাতে পরবর্তীতে আপগ্রেড করতে সমস্যা না হয় ।যেমন আমার কম্পিউটার কোর টু ডো প্রসেসর কিন্তু এটি এখন কার লেটেস্ট প্রসেসর কোর আই সেভেন কোর টু কোয়াড সাপোর্ট করে ।আমি ইচ্ছা করলেই আমার প্রসেসর আপগ্রেড করে নিতে পারব।মাদারবোর্ডের প্যাকেটের গায়ে এসব ইনফরমেশন পাবেন বা বিক্রেতা হতে জেনে নিন।আর বিল্ট ইন ভাল সাউন্ড কার্ড আর গ্রাফিক কার্ডের দিকে খেয়াল রাখবেন।আর বাস স্পিড কত তাও জেনে নিবেন।
মনিটর :
মনিটর কেনার বেলায় একটাই পরামর্শ টাকা বেশী থাকলে এলসিডি কিনুন কম থাকলে সিআরটি কিনুন ।আর বর্তমানে এলসিডির জয়জয়কার।তবে গেমার আর গ্রাফিক এর কাজের জন্য সিআরটি ভাল কারণ এতে পিকচার সূক্ষ দেখা যায় আর যেকোন এঙেল হতে ভাল দেখা যা
য় ।তবে এলসিডি কিনলে ভাল করে দেখে কিনবেন কারণ অধিকাংশ দোকানদার স্যামসাংয়ের ১৬ ইন্ঝি মনিটর হাতে ধরাই দেয় ।এক্ষেত্তে এইচপি ,ফিলিপস ,ডেল এগুলো ভাল আর স্যামসাং মালশিয়ারটা ভাল ।

ক্যাসিং আর পাওয়ার সাপ্লাই:
কেসিং কেনার সময় ডিজাইন এর থেকে আপনার প্রসেসর আর মাদারবোর্ডের ক্ষমতার দিকে নজর রাখবেন।কম্পিউটার যত ক্ষ
মতাশালি হবে এর পাওয়ার সাপ্লাই ততই ক্ষমতাশালি হতে হবে না হয় খবর আছে সুতরাং কিছুটা বেশি দাম দিয়ে হলেও ভালোটাই কিনুন।বাজারে ব্রিকফিসের মত কিছু ক্যাসিং পাওয়া যায় এরকম ক্যাসিং হতে দূরে থাকুন ।যদি সম্ভব হয় তাহলে কিছুটা বড় আর খোলেমেলা ক্যাসিং কিনুন এতে আপনার পিসি ঠান্ডা থাকবে
হার্ডডিস্ক:
হার্ডডিস্ক কেনার সময় যতটা সম্ভব বড় কিনুন কারণ দামের বেলায় হেরফের খবই কম হয় ।এখন মার্কেটে এক টেরাবাইট পযর্ন্ত পাওয়া যায়।আপনি আপনার চাহিদা মত সিলেক্ট করুন।আর এক্ষেত্তে সাটা হার্ডডিস্ক কিনুন সাটার ডাটা টান্সফার খুবই ভাল আর বর্তমান
ে সাটা -২ পাওয়া যাচ্ছে ।যা খুবই ভাল মানের।তবে কেনার সময় বেশী RPM এর হার্ডডিস্ক কিনুন কারণ যত বেশী RPM ততবেশী হার্ডডিস্ক দ্রুত ডাটা রিড করতে পারবে।এখন মার্কেটে ৭২০০ RPM এর হার্ডডিস্ক পাওয়া যায় ।আরেকটি ব্যাপার খেয়াল রাখবেন তা হল ক্যাশ ,৮-১৬ মেগাবাইটের ক্যাশ থাকলেই õ8;লবে ।এর উপরেও পাওয়া যায় তবে দাম বেশী।
রেম:
রেম এর ক্ষমতার উপর কম্পিউটারের স্পিড অনেকাংশে নির্ভর করে ।আপনি যখন কাজ করেন তা রেম এর উপর
।অবস্হান থাকে তাই রেম বেশী মানে একসাথে অনেক প্রোগ্রাম নিয়ে কাজ করতে পারবেন।নানা ধরনের রেম আছে যেমন SD,DDR,DDR2 ।বর্তমানে বাজারে DDR3 রেম পাওয়া যায় এগুলো কেনার চেষ্টা করুন।আর হার্ড গেমার হলে বেশী ক্ষমতার রেম লাগান না হয় ১ বা ২ জিবিই যথেষ্ট তবে সবচেয়ে জরুরী হল রেম কেনার সময় অবশ্যই বাস স্পিডের দিকে খেয়াল করবেন আপনার মাদারবোর্ড যত বাস স্পিড সাপোর্ট করে ঠিক তার সমান বাস স্পিডের রেম কিনুন না হয় ভাল স্পিড পাবেন না।যেমন মাদারবোর্ড সবোর্চ্চ ১০৬৬ বাস স্পিড সাপোর্ট করে আর আপনি রেম লাগালেন ৮০০ বা ১৬০০ বাস স্পিডের আপনি ভাল স্পিড পাবেন না ।সুতরাং কেনার সময় ভাল করে জেনে নিন

গ্রাফিক্স কার্ড:
আপনি কি গেমার না গ্রাফিক্স ডিজাইনার না
প্রচুর টাকা আছে ?যেকোন একটার উত্তর হ্যা হলে আর কথা নাই গ্রাফিক্স কার্ড অবশ্যাই কিনবেন মাফ নাই।এক্ষেত্তে এনভিডিয়া বা এটিআইয়ের ভাল কার্ড মার্কেটে পাওয়া যায়।
আর সাউস্ড কার্ড আর গ্রাফিক্স কার্ড বিল্টইন মাদারবোর্ডে থাকে তবু আপনি ভাল পারফমেন্স এর জণ্য আলাদা
লাগাতে পারেন।আর কিবোর্ড আর মাউস আপনার পছন্দমত কিনুন আর কিবোর্ড মাল্টিমিডিয়াটা খুবই ভাল ।আর স্পিকার আপনার পছন্দমত কিণুন তবে ভাল মানের কিনবেন কারন আমরা অধিকাংশরাই কম্পিউটার কেনার সময় বাসায় পড়ালেখার জণ্য দরকার আর কেনার পর গান আর সিনেমা দেখি আর ইন্টারনেট ব্রাউজ করি তাই গানের জণ্য ফাটাফাটি স্পিকার জরুরী।আর কিছূ বলার নাই তবে সি ড্রাইভের স্পেস বেশি করে দিতে বলবেন কারন দিনদিন হাইমানের অপারেটিং সিস্টেম আসতেছে, পরেও বাড়ানো যায় তবে ঝামেলার কাজ

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons