বৃহস্পতিবার, ৩ মে, ২০১২

freelancer.com টিউটোরিয়াল বাংলা ই-বুক, জেনে নিন কি কি করতে হবে

http://data.freelancer.com/logo/2774373/Freelancer.com%20Logo-thumb-610x335-48421.jpg 
ফ্রিল্যান্সিং করার জন্য www.freelancer.com একটি ভাল সাইট। আপনি সহজে এই ওয়েবসাইটে রেজিষ্ট্রশন করে প্রোফাইল তৈরী করে ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারেন। কিন্তু নাজানার কারণে অনেক কাজ ঠিকমত করা হয়ে উঠেনা। তাই Freelancer.com এ কিভাবে কি করবেন সই নির্দেশনা দিতেই ব্লগার আরিফুল ইসলাম শাওন। আমি বইটা আপনাদের জন্য শেয়ার করলাম।



লেখকের কথা:

একটি কথা যারা আসলেই অনলাইনে আয় করছেন তাদের প্রতিটি মানুষের সফলতার পিছনে অনেক সময়, শ্রম এবং অধ্যাবসায় এবং চরম শিখার মানুষিকতাই তাদেরকে সাফল্যের দাঁড়প্রান্তে পৌছাতে সহায়তা করেছে। তাই এখনও যারা শিখার মানুষিকতা ছাড়া ইন্টারনেটে আয় করার স্বপ্নে বিভোর তারা এমন অর্থহীন স্বপ্নগুলোকে দূর করুন এবং সময় ব্যয় করে পুঙ্খানুপুঙ্খ কাজ শিখতে শুরু করুন।
অনেকেই আছে কাজ জানেন কিন্তু কিভাবে ফ্রীলান্সিং সাইটগুলোতে কাজের জন্য আবেদন করবেন তা জানেন না বা আপনার আশে পাশের এমন কেউই নেই যাদের থেকে আপনি সাহায্য সহায়তা নিবেন। আবার এমনও আছেন হাজার হাজার টাকা খরচ করেও শিখতে পারে নাই আসলেই কিভাবে এই সাইটগুলোতে কাজ করতে হয়। না পারার কারন হিসেবে বলবো আপনি প্রোফেশনালী কাজগুলো দেখায় নেবার মত এমন কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিকে পান নাই যারা আপনাকে হাতে কলমে এই কাজ গুলো শিখায় দিবে। তাই নিজের পিছনের সময়গুলোর কথা চিন্তা করে এবং অন্যরা যেন সহজেই কাজে নামতে পারে এই প্রয়াস নিয়ে সবার জন্য মাতৃভাষায় চিত্রভিক্তিক পূর্ণাঙ্গ ফ্রীলান্সিং গাইড “ফ্রীলান্সার” টিউটোরিয়াল প্রকাশ করছি।
২০১১-তে যখন লিখতে শুরু করি তখন আর এখনের ফ্রীলান্সার সাইটের ইন্টারফেসগত কিছু পরিবর্তণ এসেছে। তাই কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিল নাও থাকতে পারে। তারপরেও চেষ্ঠা করেছি নতুন ফিচারগুলোকে সংযুক্ত কর বার। সাথে বানানগত যেকোন ভুল থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে বাধিত করবেন। বইটি নিয়ে সামনে আরো কাজ করবার ইচ্ছা রয়েছে। 

যা আছে এই বইটিতে:


পিডিএফ বইটির টিউটোরিয়াল সূচীপত্রঃ

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ১

বিষয়বস্তুঃ যেভাবে ব্যবহারকারী নিবন্ধন এবং প্রোফাইল সাজাবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ২

বিষয়বস্তুঃ যেভাবে ফ্রীলান্সারে প্রোজেক্ট বিড করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৩

বিষয়বস্তুঃ ফ্রীলান্সার এর সবগুলো মেন্যু পরিচিতি।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৪

বিষয়বস্তুঃ যেভাবে প্রোজেক্ট জয়লাভ করতে পারবেন

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৫

বিষয়বস্তুঃ যেভাবে মানিবুকার্স দিয়ে টাকা উত্তোলন পদ্ধতি।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৬

বিষয়বস্তুঃ যেভাবে মানিবুকার্স থেকে ফ্রীলান্সার একাউন্টে ডলার ডিপোজিট/জমা করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৭

বিষয়বস্তুঃ যেভাবে ফ্রীলান্সারে বায়ার হবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৮

বিষয়বস্তুঃ যেভবে প্রোভাইডার/ওয়ার্কারকে মাইলস্টোন পেমেন্ট দিবেন এবং তা কাজ শেষে রিলিজ করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ৯

বিষয়বস্তুঃ যেভাবে বায়ার এবং প্রোভাইডার/ওয়ার্কারকে ফিডব্যাক/রিভিউ দিবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ১০

বিষয়বস্তুঃ যেভাবে নিচের কাজের মূল্য এবং চাহিদা ঠিক রেখে বায়ারের কাজ করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” - টিউটোরিয়ালঃ পর্ব ১১

বিষয়বস্তুঃ নতুন ফ্রীলান্সারদের সচারচর জিজ্ঞাসা প্রশ্ন (সজিপ্র) এবং তার উত্তর।

ডাউনলোড করুন এখান থেকে

2 টি মন্তব্য:

md. hosenur rahman বলেছেন...

ফ্রিল্যানস্সার এ কাজ করতে হলে কাজ শিখতে হবে। অলাইনে যারা কাজ করে ইনকাম করতে চান তাদের কে বলছি। এখান থেকে একাউন্ড করে ইনকাম করতে পারবেন প্রতি মাসে ৫০০০/১০,০০০ টাকা তবে শুধু একাউন্ড খুলে রাখলে হবে না কাজ করতে হবে। কি ভাবে কাজ করতে হবে এখানে সবকিছু দেওয়া আছে দেখে নিবেন দয়া করে।
https://moneyonline-earnbd.blogspot.com/2016/09/online-1-10_7.html

Admin বলেছেন...

গুগোল এডসেন্স এর সাপোর্টেড ভাষার তালিকায় এখন থেকে বাংলাও যুক্ত হয়েছে। তাই, বাংলা সাইটে এডসেন্স এর এড দেখানোর পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা দরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons