আমরা যারা এডসেন্স পাবলিশার তাদের কাছে উপরের দৃশ্যটি খুবই পরিচিত।
কিন্তু আমরা অনেকেই চিহ্নিত অংশের এডসেন্স ফর ডোমেইন অপশনটি ব্যাবহার করি
না। কিন্তু এই অপশনটি এডসেন্স এর অন্যতম গুরুত্বপূর্ন। আজ এর বিস্তারিত
নিয়েই আমার এই পোষ্টটি করা।
এডসেন্স ফর ডোমেইন কি?
এডসেন্স ফর ডোমেইন হল এডসেন্স এ কোন ডোমেইন কে পার্ক করে রাখা।
ডোমেইন পার্ক কি?
ডোমেইন পার্ক (Domain Park) হলো ধরুন আপনি খুব
ভালো নামের একটি ডোমেইন কিনে রেখেছেন যার চাহিদা হয়তো ভবিষ্যৎ এ খুব বাড়তে
পারে সেটাকে বিক্রীর জন্য কোন সাইটে রাখা তাই হচ্ছে ডোমেইন পার্কিং। যেমন
ধরুন ওয়াল্ডর্কাপ ২০১১ বা আইপিএল ২০১২ এরকম বিভিন্ন ইভেন্টের ডেমোইন আগেই
কিনে রাখলেন পরে তারা যখন ওই ডোমেইন খুজবে না পেয়ে আপনার ডোমেইনটি কিনতে
চাইলেই আপনার পোয়াবারো বিশাল দামে বিক্রী করতে পারবেন অনয়াসেই।
ডোমেইন পার্কিং কতটা লাভজনক?
ভাল ডোমেইন নিয়ে যদি পার্ক করে রাখতে পারেন তবে আজ আর কাল ভাল দামে
বিক্রী হবেই। এক্ষেত্রে কয়েকটি উদাহরন টানি যেমন মাত্র ১০ডলারে কেনা ডোমেইন
business.com বিক্রী হয়েছিল ৭ লাখ ডলারে। আর বারাক ওবামার নামের একটি
ডোমেইন এখন পর্যন্ত ২১ লাখ ডলার দাম উঠেছে। আর আমার কয়েকটি ডোমেইন পার্ক
করা আছে যার মধ্য একটি অত্যান্ত ভাল ডোমেইন এর দাম এখন পর্যন্ত ১২ হাজার
ডলার উঠেছে আমার ইচ্ছা এটি নূন্যতম ১.৫ লাখ ডলারে বিক্রী। এছাড়াও আমার আরো
কিছু ডোমেইন আছে যা কয়েকশ ডলার পর্যন্ত দাম উঠেছে হাজার পেরুলেই এগুলো
বিক্রী করে দেয়া হবে।
শুধু কি বড় দামের আশায়ই পার্ক করবেন?
না কারন বড় লাভের আশায় থাকলে কতদিনে আপনার প্রত্যাশিত দাম পাবেন তা বলা
দুরূহ। কিন্তু আপনি যদি একটু ভাল ডোমেইন নিয়ে কয়েকশ ডলারে বিক্রীর জন্য
চেষ্টা চালান তাহলে বলা যায় আপনি ঘন ঘন এরকম ডোমেইন বিক্রী করতে পারবেন। আর
কয়েকশ ডলারে বিক্রীও কিন্তু অনেক লাভজনক কারন ডোমেইনটি মাত্র ১০ডলারে
কেনা।
ক্ষতির সম্ভাবনা আছে কি?
যদি বিক্রী না হয় তাতেও কোন ক্ষতি নাই কারন যেখানে পার্ক করবেন সেখান
থেকে অন্তত বছর শেষে ডোমেইন রিনিউ করার খরচ উঠবে তা নিশ্চিত ভাবেই বলা যায়।
তাই এটি সম্পূর্ণ ঝুকিমুক্ত এবং এতে ক্ষতি হবার কোন সম্ভাবনই নাই। আর যদি
ডোমেইন কিনতে না চান বা প্রথমে ব্যাপারটা যাচাই করতে চান তাহলে Co.cc এর
ফ্রি ডোমেইন দিয়েও যাচাই করতে পারেন কারন এই ডোমেইনও পার্ক করা যায়।
এডসেন্স ছাড়া আর কোথায় করা যায় ডোমেইন পার্কিং?
এডসেন্স ছাড়াও আরো অনেক জায়গায় ডোমেইন পার্ক করা যায়। তন্মধ্যে সবচেয়ে ভাল হলো
Sedo.com। সত্যি বলতে কি Sedo.com ই ডোমেইন পার্কিং এর সবচাইতে ভাল জায়গা।
কিভাবে করবেন ডোমেইন পার্কিং?
নিম্নের চিত্র গুলোর মত করে ধাপে ধাপে খুব সহজেই ডোমেইন পার্কিং করতে পারবেন এডসেন্সে।
Posted in: গুগল এডসেন্স ও অন্যান্য,ডোমেইন পার্কিং,ফ্রিল্যান্সিং,Freelancing
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
Facebook-এ শেয়ার করুন
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন