বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১২

সোশ্যাল বুকমার্কিং করুন ব্লগে/ সাইটে কাংক্ষিত ভিজিটর আনুন

Bookmarkingকেমন আছেন বন্ধুরা? নিশ্চই খুব ভাল। আমিও বেস ভাল আছি। আজ আমি আপনাদের সাথে সোশ্যাল বুকমার্কিং কি এবং কিভাবে সোশ্যাল বুকমার্কিং করা হয়- সেই বিষয়টা শেয়ার করব। যাই হোক কথা আর না বাড়িয়ে আসুন শুরু করা যাক।
সোশ্যাল বুকমার্কিং অফপেজ এস.ই.ও-র ক্ষেত্রে অনেক বড় ভূ মিকা পালন করে। যে সব কারনে আসলে আমরা আমাদের ব্লগে/ সাইটের জন্য সোশ্যাল বুকমার্কিং করি তা নিম্নরপঃ

  • সোশ্যাল বুকমার্কিং আমদের সাইটের জন্য লিংক বিল্ডিং এর কাজ করে থাকে।
  • এটি সাইটের জন্য ডুফলো (dofollow) এবং নোফলো (nofollow) ব্যাকলিংক দেয়।
  • দ্রত পোস্ট ইন্ডেক্সিং করানর জন্য বুকমার্কিং এর জুরি নাই।
  • SERP এ ভাল ফলাফলের জন্য সোশ্যাল বুকমার্কিং করতে পারেন।
  • ব্লগ বা সাইটের লিংক জুস বাড়াতে।
  • ফ্রিল্যান্সিং-এ সোশ্যাল বুকমার্কিং এর কাজের অনেক দাম রয়েছে। যা কিনা যা কেউ এই কাজটি অনায়াসে করতে পারে।
  • আর তো সাইটের জন্য কাংক্ষিত ভিজিটর পাবেন-ই ;)
বুক মার্ক আসলে দুই ভাবে করা যায়-
  •  আপনার ব্লগের/ সাইটের মেইন বা প্রধান এড্রেস বুক মার্ক করান।
  • আপনার ব্লগের/ সাইটের প্রতিটা পোস্টের লিংক-কে বুক মার্ক করান।
আপনি যদি আপনার সাইটের প্রতিটা পোস্ট কে মার্ক করাতে পারেন তাহলে আপনি বেশ ভাল ভিজিটর পাবেন।
আজ আমি আপনাদের একটি ডুফলো (dofollow) একটি সোশ্যাল বুকমার্কিং সাইটে বুক মার্ক করে দেখাব। তাহলে চলুন নেমে পড়ি সোশ্যাল বুকমার্কিং জগৎ-এ
www.reddit.com- reddit এমন একটি সোশ্যাল বুকমার্কিং সাইট যার কিনা গুগল পেজ রেংক ৮, এলেক্সা রেংকিং ১১৪ এবং ডুফলো (dofollow)। তাহলে চলুন দেখি কিভাবে reddit এ আপনি আপনার সাইট বুক মার্ক করাবেন।
সোশ্যাল বুকমার্কিং
ছবি টি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
  • প্রথমে আপনি reddit.com সাইটে গিয়ে আপনার সকল তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন, এবং সেটিতে লগইন করুন
  • এবার ছবিতে দেখানোর মত ডান পাশে “Submit a link” বাটনে ক্লিক করুন
সোশ্যাল বুকমার্কিং
ছবি টি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
  • এরপর আপনি আপনার যে লিংকটি বুক মার্ক করতে চান তার সব ইনফরমেশন দিন। না বুঝলে উপরের ছরি অনুসরন করুন।
  • “choose a subreddit” অপশনে আপনার পোস্টের কেটাগরি দিন।
  • শেষে ইমেজ ভেরিফিকেশন করে “submit”বাটনে ক্লিক করে বুক মার্ক সম্পূর্ণ করুন।
সোশ্যাল বুকমার্কিং
ছবি টি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন
  • পরবর্তি কাজটি বাধ্যতামুলক নয়, সেটা হল- যে পোস্টি আপনি বুক মার্কিং করতেছে সেটার সম্পর্কে কিছু লিখা। ছবিতে (স্ক্রিন শর্টে) দেখানর মত করলেই হবে।
  • “Save” বাটনে ক্লিক করে reddit.com এ বুক মার্কিং কাজ সম্পূর্ন করুন।
এবার ডাউনলোড করে নিন টপ রেংকিং বুকমার্কিং সাইটের লিস্ট এবং বুক মার্ক করুন পুরোদমে। আমরা আমাদের সাইটে বুক মার্কিং লিস্টকে দুই ভাগে ভাগ করেছিঃ
  • ডুফলো (dofollow) টপ রেংকিং বুকমার্কিং সাইট যা কিনা আপনাকে ভিজিটরের সাথে সাথে ব্যাকলিংক দিবে।
  • নোফলো (nofollow) টপ রেংকিং বুকমার্কিং সাইট যা কিনা আপনাকে ভিজিটরের সাথে সাথে ন্যাচারাল লিংক তথা লিংক জুসের সুবিধা দিবে।

ডাউন লোড এখানে ক্লিক করুন

  মূললেখা এখানে

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons