সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১২

এক্সপির কন্টেক্স মেন্যুতে পছন্দের ছবি !!



উপরের ছবিগুলো দেখেছেন। এটা হলো Context Menu (Right Click করলে যেটা পাওয়া যায়)। এতে একটি ইমেজ দেখা যাচ্ছে যা সাধারণত কোন কম্পিউটারে থাকেনা। অথচ এ কাজটি করতে সময় লাগবে প্রায় ১ মিনিট মত (অবিশ্বাস মনে হচ্ছে)! তাহলে শুরু করুন। এখান থেকে ফাইলটা ডাউনলোড করে নিন। এটাতে তিনটি ফাইল আছে। Kalima.dll, Install, Uninstall।নিম্মের কাজদুটো করুন।

১।  Install ফাইলটাকে ডাবল ক্লিক করুন। এবার দেখুনতো কনটেক্স মেন্যুটা।
২। রিমোভ বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য Uninstall ফাইলটাকে ডাবল ক্লিক করুন।



বি:দ্র: কেউ ইচ্ছে করলে পছন্দের ইমেজও বসাতে পারেন ঐ জায়গায়। আর মন চায়লে পছন্দের ইমেজটা BMP ফরমেটে বানিয়ে আমাকে মেইলে পাঠান। আমি রিপ্লাইতে ফাইলটা বানিয়ে আপনাদের কাছে পাঠাব। তবে সাইজটা 96x96 (Resolution: 72, 24 bit ই ভাল) এর বেশি হতে পারবেনা। কারণ কন্টেক্স মেন্যুতে এর চেয়ে বড় ছবি মানানসই নয়। আমার দেওয়া গোলাপের সাইজ 96x96, এবং কালিমা শরীফের সাইজ 87x37। নিজের মত ছবি বদলাতে চায়লে রিসোর্স হ্যাকারের জাদু আর রিসোর্সহ্যাকার দিয়ে ইমেজ বা আইকন এড করুন পোষ্টগুলো দেখুন।

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons