আগের পোস্টে ১৭৬ টি নেটওয়ার্ক টুলের এক বিশাল ভান্ডার পেয়েও টুলগুলোর ব্যবহার না জানায় অনেকেই পুরোপুরি খুশি হতে পারেননি। তাদের জন্য এই পর্ব। এখানে একটি ল্যান স্ক্যানার ও এটি দিয়ে কি কি ধরনের মজা(নবীসদের জন্য মজারই বটে) করা যেতে পারে তা নিয়ে আলোচনা করা হচ্ছে...
টুলটির নাম LANguard Network Scanner. এটি দিয়ে আপনার নেটওয়ার্কে স্ক্যান দিয়ে অন্য ব্যবহাকারীদের কম্পিউটারের আইপি বের করে ফেলতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আইপি জেনে কি হবে? অনেক কিছুই হতে পারে। বিষয়টা কম্পিউটার নিয়ে আপনি কিধরনের কাজ করেন তার উপর নির্ভর করে। আমি এখানে সাধারন ব্যবহারকারীদের জন্য কিছু আলোচনা করছি-
- ধরুন আপনি এবং আপনার এক বন্ধু একই আইএসপি ব্যবহার করেন। আপনাদের আইপি যদি স্ট্যাটিক (মানে যেটা পরিবর্তন হয় না) হয়ে থাকে এবং বন্ধুটির আইপি জেনে থাকলে সে এখন নেটে আছে কিনা (মানে তার পিসি অন কিনা) চেক করে ফেলতে পারেন। আবার আইপি ডায়নামিক (মানে প্রতিবার লগইন করার সময় পরিবর্তন হয় যেখানে) হলেও হোস্ট নেম থেকে বের করতে পারবেন।
- নেটওয়ার্কে গেম খেলতে অনেক সময় আইপি জানতে হয়.. এক্ষেত্রে আপনি এই টুল দিয়ে আইপি জেনে কানেক্ট করতে পারেন বন্ধুর কম্পিউটারে।
- অনেক টুল আছে যেগুলো আইপি বেজড.. (যেমন পিসি এনিহোয়্যার, লোকাল চ্যাট ক্লায়েন্ট)। ওসব টুল ব্যবহার করার জন্য নেটওয়ার্কে অন্যের আইপি জানতে হয়।
- আইপি জানার পাশাপাশি আপনি অন্য পিসিগুলোতে কি কি সার্ভিস রান করছে সে সম্পর্কেও তথ্য পাবেন... অত:পর সেই তথ্য আপনি কি কাজে লাগাবেন সেটা আপনার ব্যাপার... .. ছবি দেখুন-
বড় করে দেখতে : Click This Link
- একই নেটওয়ার্কের অধীনে থাকা অন্য পিসিগুলোর আইপি জেনে ফেলার পর চাইলে আপনি ওসব কম্পিউটারে ঢুকে পড়ার চেষ্টা করতে পারেন। অনেক সময় ব্যবহারকারীরা পাসওয়ার্ড ব্যবহার করে না পিসিতে... আপনার নেটওয়ার্কে এরকম দু'একটি পিসি খুঁজে পাওয়া অসম্ভব নয়। যেমন বিটিটিবির নেটওয়ার্ক স্ক্যান করে কুমিল্লার একটি সরকারী প্রতিষ্ঠানের কম্পিউটারে ঢুকেছিলাম.. (ঢুকে দেখি কম্পিউটার ভর্তি ভাইরাস )
( এটা দুই বছর আগের ঘটনা.. এই টুলটি নিয়ে ঠিকি দুই বছর আগে একটি পোস্ট দিয়েছিলাম... ব্লগের বাঘ আমার অনেকগুলো পোস্টের সাথে সেই পোস্টটিও খেয়ে ফেলেছে.... ...ছবিগুলো সেসময়ে নেয়া...)
- অনেক আইএসপি আছে যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন ফাইল অন্য ব্যবহারকারীদের জন্য ওপেন করে রাখে যা নেটওয়ার্ক আইকনে গেলেই পাওয়া যায়। কিন্তু উইন্ডোজের নেটওয়ার্ক সিস্টেম খুব একটা ভাল না হওয়ায় এধরনের সকল পিসির ঠিকানা আপনি এমনি এমনি দেখতে পাচ্ছেন না... এই টুল দিয়ে তাদের সবাইকেই সহজে দেখতে পাবেন।
এরকম আরো অনেক কাজে লাগাতে পারেন টুলটিকে... কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন।
যাই হোক, আনন্দের বিষয় হচ্ছে এই টুলটিও ওয়েবে বিনামূল্যে বিতরন করা হয়। এখন টুলটির ভার্সন ২.০ পাওয়া যায়। কিন্তু আমার কাছে নতুন এই ভার্সনটি ভাল লাগেনি... আগের ভার্সনটিই অনেক কাজের মনে হয়... সুতরাং আমার কাছে থাকা পুরানা ভার্সনটিও আপলোড করে দিলাম-
ডাউনলোড লিংক:
Click This Link
(আমার আপলোড করা পুরানো ভার্সন)
নতুন ভার্সন: Click This Link
এই লেখাটির মূল লেখক ত্রিভুজ
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন