বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

Google Books থেকে ইচ্ছে মত ইবুক ডাউনলোড করুন



যারা অনলাইনে ইবুক খোঁজাখুঁজি করেন তারা সবাই জানেন ইবুকের একটা বিশাল সম্রাজ্য হল Google Books। বিভিন্ন ক্যাটাগরীর প্রচুর ইবুক এখানে পাওয়া যায়। কিন্তু Google Books এর সীমাবদ্ধতা হল, আপনাকে অনলাইনেই পড়তে হবে। ডাউনলোডের কোন ব্যবস্থা এতে নেই। ফলে যারা ২৪ ঘন্টা ইন্টারনেটে কানেক্টেড তারা ছাড়া অন্যদের ক্ষেত্রে এটা তেমন কাজে আসে না। এই সমস্যা সমাধানের জন্য বানানো হয়েছে Google Book Downloader। এই ইউটিলিটি সফটওয়্যারটি ব্যবহার করে আপনি Google Books থেকে যে কোন ইবুককে pdf ফরম্যাটে আপনার পিসিতে ডাউনলোড করতে পারবেন। তবে এটা শুধুমাত্র শিক্ষামূলককাজে ব্যবহারের জন্য বানানো হয়েছে।
Google Book Downloader চালানোর জন্য আপনার পিসিতে Microsoft .net Framework 3.5 SP1 ইনস্টল করা থাকতে হবে। Microsoft .net Framework 3.5 SP1 ইনস্টল করার পর এই লিংক থেকে Google Book Downloader ডাউনলোড করে ইনস্টল করে নিন।
যেভাবে ইবুক ডাউনলোড করবেন:
১. Google Book Downloader চালু করুন।
২. Google Books এ গিয়ে আপনার প্রয়োজনীয় ইবুকটি খুঁজে বের করুন। ধরা যাক, আপনি Absolute beginner’s guide to Wi-Fi wireless networking ইবুকটি ডাউনলোড করবেন। এটার লিংক হবে
http://books.google.com/books?id=tQohcXSFBNkC&printsec=frontcover&dq=networking
বোল্ড করা নাম্বারটি হল এই বইয়ের কোড।
৩. Google Book Downloader এ কোডটি পেস্ট করুন। এবার Check বাটনে ক্লিক করুন। বইটির ডাউনলোড লিংক খুঁজে বের করবে।
৪. Download entire book বাটনে ক্লিক করুন। সম্পূর্ন ইবুকটি ডাউনলোড হবে।
৫. Save entire book as… বাটনে ক্লিক করে ইবুকটি আপনার পিসিতে সেভ করুন।

মূল লেখা এখানে

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons