কোন কারনে আপনি ভুলে গেছেন, অথবা হারিয়ে গেছে আপনার অফিসের স্মল নেটওয়ার্ক ম্যানটেইন করা ব্রাডবেন্ড বা ২.৪GHz তরংগের ওয়ারলেস রাউটারের পাসওয়ার্ডটি। ছোট রাউটারগুলোতে পাসওয়ার্ড রিকোভারি করতে হয় Factory Default করে । রাউটারের পিছনে বা সামনে একটি ছোট ডিপ সুইচ থাকে, সেটা চেপে রাউটারকে Default settings এ নিয়ে যেতে হয়। বড় রাউটারগুলোর (The Network King Cisco Or Juniper) কথা আলাদা .
আপনি যখন রাউটারকে Default settings এ নিয়ে গেলেন তখন আপনার পুরাতন কনফিগারগুলো হারিয়ে গেল।
Default settings এ নিয়ে যাওয়ার পরে ও আপনাকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে রাউটারে লগইন করতে হবে। যদি আপনি Default User name And password না জানেন তাহলে নিম্নের ওয়েবের সাহায্য নিতে পারেন ।
http://www.routerpasswords.com/index.asp
উপরের ওয়েবে লগইন করে আপনার রাউটারের কোম্পানীর নাম সিলেক্ট করে (Router Make Options) ক্লিক করুন Find Password এ।
বের হওয়া লিষ্ট থেকে খুঁজে নিন আপনার রাউটারের Default User name And password .
তারপর আপনার নেটওয়ার্কের দাবী অনুযাযী কনফিগারগুলো করুন ।
Source
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন