সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

লগ-অনের সময় প্রিয়জনের ছবি

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVfDM7UbduskQknsKog9ToJ2LnIi1cV28tU2SsXcx4GnhsteSw4RJR73C8KS7nMaChmVHb20Vz6G82PIhliFrDlXaHgocTh4t52dKNV8ePBbcoisaXQsaEIOTvB0RM2ZukeLgMnScELfs/s1600/customize-logon-screen-of-windows-xp-and-vista-easily.jpg

নেটওয়ারকে থাকা কমপিউটারে কাজ শুরু করতে লগ-অন করতে হয়। এ কথা অজানা নয়। প্রতিবার লগ-অনের আগে প্রিয়জনের ছবি ইচ্ছা করলেই দেখা যায়। এটি কিন্তু ডেস্কটপের ওয়ালপেপার নয়। এটি করতে চাইলে

* Start/Run-এ গিয়ে regedit লিখে Enter দিয়ে Registry Editor খুলুন।
* বাম পাশের প্যানেল থেকে HKEY_USERS\DEFAULT\Control Panel\Desktop-এ যান।
* ডান প্যানেলে রাইট ক্লিক করে New>String Value নিন। এর নাম দিন Wallpaper ।
* এতে ডাবল ক্লিক করে Edit String উইন্ড আনুন। Value Data-তে ছবিটির পুরো স্থান লিখে দিন। যেমন :- C:\ihfarid\My Documents\ihfarid’s Pictures\weall । ছবিটি অবশ্যই *.bmp ফরম্যাটে হতে হবে। *.jpg ফরম্যাটের হলে অ্যাডবি বা ছবি সম্পাদনের সফটওয়ার দিয়ে *.bmp ফরম্যাট করে নিন।
* Registry Editor বন্ধ করে কমপিউটার Restart করুন।

লগ-অনের আগে কাঙ্খিত ছবিটি দেখতে পাবেন। এই টিপসটি Windows XP-এর জন্য প্রযোজ্য।

http://techtunes.com.bd/tips-and-tricks/tune-id/3034/

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons