Virtual Private Network কে সংক্ষেপে VPN
বলা হয়। একটি VPN, অথবা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নির্মাণ
ইন্টারনেটের একটি ভার্চুয়াল “টানেল” যার মাধ্যমে আপনার ডাটা আপনার
কম্পিউটার থেকে আদান প্রদান করতে পারে। UCR এ VPN হার্ডওয়্যার হিসাবে কাজ
করবে. মনে করুন ভিপিএন বলতে একটি কাল্পনিক প্রাইভেট নেটওয়ার্কের কথা বলা
হচ্ছে। একটা কম্পানির অনেক গুলো কম্পিউটার এর মাঝে নেটওয়ার্কিং করা থাকলে
খুব সহজেই সবাই একে অপরকে ইমেইল, ফাইল ইত্যাদি তথ্য আদান প্রদান করতে পারে।
প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্কের মধ্যে মূল পার্থক্য হল প্রাইভেট
নেটওয়ার্কে শুধুমাত্র ওই নেটওয়ার্কের সদস্যগণ একজন আরেকজনের সাথে তথ্য
আদান-প্রদান করতে পারে কিন্ত পাবলিক নেটওয়ার্কে পৃথিবীর যে কেউ যে কারো
সাথে তথ্য আদান-প্রদান করতে পারে। পাবলিক নেটওর্য়াক বা ইন্টারনেটে যেহেতু
পৃথিবীর সবাই সংযুক্ত তাই এখানে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি
থেকে যায়। যেহেতু ইন্টারনেট ব্যবহার করে সরাসরি তথ্য আদান-প্রদানের
ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ফাঁস হয়ে যাবার একটা ঝুঁকি থাকে, তাই ইন্টারনেট
ব্যবহার করে নিজের নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হল VPN। এই
পদ্ধতিতে ব্যবহারকারী এবং প্রাইভেট নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য
ইন্টারনেটে একটি কাল্পনিক সুড়ঙ্গ তৈরী হয়।
VPN (Virtual Private Network) কানেকশন তৈরি করুন
- প্রথমে একটি ফ্রী ভিপিএন ডাউনলোড করে নিন proXPN এখানে ক্লিক করুন ডাউনলোড করতে
- ডাউনলোড শেষ হলে এটি ওপেন করুন
- License agreement একসেপ্ট করে NEXT দিন
- এখন ইন্সটল শুরু হবে কিছুক্ষণ অপেক্ষা করুন।
- ইন্সটল শেষ হলে Finish এ ক্লিক করুন
- এখন proXPN এর login উইন্ডো শো করবে এখনে ক্লিক করুন Don’t have an Account.
- এবার আপনার ব্রাউসার ওপেন হবে No Thanks, I want a proXPN Basic Account এর মাঝে ক্লিক করুন
- আপনার ইমেইল এবং পাস ওয়ার্ড দিয়ে Create an Account ক্লিক করুন
- এবার আপনার মেইল চেক করে দেখুন একটি লিংক সেন্ড করেছে আপনাকে সেখানে ক্লিক করে একাউন্ট একটিভ করে নিন
- এখন আপনার proXPN Account তৈরি হয়ে গেছে এবার আপনার মেইল আইডি এবং পাসস ওয়ার্ড দিয়ে লগইন করুন।
- Connect এ ক্লিক করলে নিচে সিস্টেম আইকনের মাঝে একটি সবুজ আইকন দেখতে পারবেন তাহলে বুঝবেন সব ঠিক ছিল এবং আপনার ভিপিএন তৈরি হয়ে গেছে।
মূল পোস্টটি আছে এখানে। পোষ্টের জন্য ধন্যবাদ পুদিনা পাতা ভাইকে
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন