শনিবার, ৩০ জানুয়ারী, ২০১০

যেভাবে চিরদিনের জন্য বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট

ফেসবুক এখন পৃথিবীর টক অফ দা টাইম, কারনে অকারনে মানুষ এখন সারাদিন ফেসবুকের সাথে থাকতে ভালবাসে । এই ফেসবুকই আবার হয়ে উঠে বিড়ম্বনর কারন । যদি আপনার তেমনি হয়ে থাকে তাহলে জেনে নিন কিভাবে বন্ধ করবেন আপনার ফেসবুক একাউন্ট ।Deactivate করুন Facebook একাউন্টএকাউন্ট বন্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে আগে Deactivate করে নিন আপনার Facebook একাউন্টটি ।১. প্রথমে ফেসবুকে লগইন করে Settings > Account Settings > Deactivate Account তে যান । অথবা এই লিংকে যান ।২. এবার আপনাকে একটি ফরম দ্বারা জিজ্ঞাস করা হবে কেন আপনি একাউন্ট ডিএ্যাকটিভেট করতে চান । ফরমটি পূরন করে Deactivate My account চাপুন । এবার আপনার একাউন্টটি Deactivate হয়ে যাবে । তবে এরপরও হয়ত আপনি ট্যাগ , ইনভাইটেশন...

লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ

প্রায় সময়ই আমাদেরকে হার্ডডিস্কের ড্রাইভগুলো তথা হার্ডডিস্কের পার্টিশন লুকিয়ে রাখতে হতে পারে। আপনি যদি আপনার ছোট ভাইবোনদের সাথে একই কম্পিউটারের একই একাউন্ট শেয়ার করেন, তাহলে আপনি হয়তো কোন একটা ড্রাইভে তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে চাইতে পারেন। অথবা আপনি যদি কোন সাইবার ক্যাফেতে চাকরি করেন, তাহলে এই সম্ভাবনাটা খুবই বেশি যে, আপনি সাধারণ ব্যবহারকারীদেরকে আপনার ড্রাইভগুলোতে প্রবেশ করার অধিকার দিতে চাইবেন না। সেক্ষেত্রে ড্রাইভগুলো লুকিয়ে রাখার পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে।যাই হোক, যেকোন ড্রাইভ লুকিয়ে রাখার কাজটি আপনি রেজিস্ট্রি এডিটর থেকে খুব সহজেই করতে পারেন। এরজন্য প্রথমে Start > Run এ গিয়ে REGEDIT টাইপ করে এন্টার দিয়ে রেজিস্ট্রি এডিটর ওপেন করুন। এরপর রেজিস্ট্রি এডিটর থেকে HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer ওপেন করুন। এখানে Explorer কীর ডান পার্শ্বস্থ...

শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১০

ইন্সটল করা প্রোগ্রাম ADD/REMOVE প্রোগ্রামস থেকে লুকিয়ে রাখা

কোন প্রোগাম/সফটওয়্যার ইনষ্টল করলে তা কন্ট্রোল প্যানেলের এ্যাড/রিমুভ প্রোগ্রামে দেখা যায়, যেখান থেকে সেই সফটওয়্যার/প্রোগ্রামটি আনইনষ্টল করা যায়। আর সহজে বোঝা যায়, সিস্টেমে কোন কোন প্রোগ্রাম ইনষ্টল করা আছে। কিন্তু আপনি চাইলে এ্যাড/রিমুভ প্রোগ্রাম থেকে ইচ্ছামত কিছু প্রোগ্রাম লুকিয়ে ফেলতে পারেন। এজন্য রেজিষ্ট্রি এডিটর (Run এ গিয়ে regedit লিখে এন্টার করে) খুলে HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Windows \ CurrentVersion \ Uninstall এ যান। এবার যে প্রোগ্রামটি লুকিয়ে রাখতে চান সেটি নির্বাচন করে ডানের DisplayName এ দুইবার ক্লিক করে প্রোগ্রামটির নাম (ক্যাপশন) মুছে ফেলুন।তবে অনেক সময় এখানে কিছু কিছু প্রোগ্রামের নাম দেখা যায় না। তখন উপরের কোড নির্বাচন করে ডানের DisplayName নাম দেখে বুঝে নিন এবং DisplayName এর ক্যাপশন মুছে দিন। তাহলে সেটি আর এ্যাড রিমুভে তা দেখা যাবে না। আপনি চাইলে DisplayName...

উইন্ডোজ এক্সপি ও ২০০০ এর এডমিন পাসওয়ার্ড ভুলে গিয়েছেন?

এমনটা অনেকেরই হয় যে এই মাত্র উইন্ডোজ এক্সপি বা উইন্ডোজ ২০০০ সেটাপ করে লগইন করতে গিয়ে দেখলেন পাসওয়ার্ড কাজ করছে না। সেটাপের পাসওয়ার্ড দেয়ার সময় অন্যমনস্ক থাকার কারনে এটি হতেই পারে...! কিন্তু কি করবেন এক্ষেত্রে? আপনাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্যই ছোট একটা টিপস দিচ্ছি। আবার নতুন করে সেটাপ না দেয়ার আগে চেষ্টা করে দেখতে পারেন-আপনার পার্টিশন যদি NTFS না হয়ে FAT32 হয় তাহলে-১) একটি উইন্ডোজ ৯৮ এর বুট ডিস্ক দিয়ে পিসি বুট করুন২) ডস কমান্ড দিয়ে উইন্ডোজ যে ড্রাইভে সেটাপ করা হয়েছে সেখানে চলে যানউদাহরণ:উইন্ডোজ ২০০০ এর জন্য-ক) কমান্ড: cd C:\WINNT\system32\configখ) কমান্ড: attrib -s -h -r samগ) কমান্ড: del samউইন্ডোজ এক্সপি'র জন্য-ক) কমান্ড: cd C:\WINDOWS\system32\configখ)...
উইন্ডোজ এক্সপি'র যেকোন প্রোগ্রামকে সহজে চালু করতে চান ?Start+R চাপুনতখন রান বক্সের ভিতর নিন্মোক্ত কমান্ডগুলো প্রয়োগ করতে পারেন।===========================================একসেসিবিলিটি কন্ট্রোলস - access.cplএকসেসিবিলিটি উইজার্ড - accwizএড হার্ডওয়্যার উইজার্ড - hdwwiz.cplএড/রিমুভ প্রোগ্রামস - appwiz.cplএডমিনিষ্ট্রিটিভ টুলস - control admintoolsঅটোমেটিকস আপডেট - wuaucpl.cplব্লু-টুথ ফাইল ট্রান্সেফার উইজার্ড - fsquirtক্যালকুলেটর - calcসার্টিফিকেটস - certmgr.mscক্যারেকটার ম্যাপ - charmapচেক ডিক্স (ডস) - chkdskক্লিপবোর্ড ভিউয়ার - clipbrdকমান্ড প্রোম্পট - cmdকম্পোনেন্ট সার্ভিস - dcomcnfgকম্পিউটার ম্যানেজমেন্ট - compmgmt.mscকন্ট্রোল প্যানেল - controlইউজার...

তৈরি করুন Automated \Unattended Windows XP CD

আমাদের প্রায়ই Computer এ Windows install করতে হয়। প্রতিবারই CD Key, User name, Password, Time zone, ইত্যাদি নানা কিছু সেট করতে হয় Computer এর সামনে বসে থেকে। তারপর প্রয়জনিয় Software এবং Driver Install করতে হয় । যা Total প্রায় এক ঘন্টা সময়ের ব্যপার । তৈরি করে নিন Customized Unattended Windowx XP CD ।সুবিধা সমূহঃ১. CD Key, User name, Password, Time zone, ইত্যাদি কোন কিছু দিতে হবে না । অর্থাৎ XP setup শুরু হলে সামনে বসে থাকার প্রয়োজন নেই।২. XP এর সাথে প্রয়জনিয় Software এবং Driver Install হয়ে যাবে ।৩.Install হতে Total ১০ -১৫ মিনিট সময় লাগবে।৪ XP CD এর সাইজ ৪০% কমে যাবে ।তাহলে শুরু করা যাক......যা যা লাগবে :১। .NET Framework Install করুন। ডাউনলোড...

শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১০

আপনার ফাইল একসাথে ৯টি সার্ভারে আপলোড করুন!!

ইন্টারনেটে ফাইল শেয়ার করার জনপ্রিয় সাইটগুলো হল, Rapidshare, Megaupload, Mediafire, Depositfiles, Hotfile, Badongo, Zshare, 2shared ইত্যাদি। বিভিন্ন সময় ফাইল শেয়ার করার জন্য আমরা এই সাইটগুলো ব্যবহার করি। তবে এইসব সাইটগুলো বিনামূল্যে ব্যবহার করতে গেলে বিভিন্ন সাইটে বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। তাই সবার পক্ষে সব সাইট থেকে ডাউনলোড করা সম্ভব হয় না। ফলে দেখা যায় আপনি কোন একটা ফাইল শেয়ার করলেন কিন্তু অনেকে ডাউনলোড করতে পারে আবার অনেকে পারে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা অনেক সময় একই ফাইল বিভিন্ন সাইটে আপলোড করি। একাধিক সাইটে আপলোড করার ঝামেলা প্রচুর। ব্যান্ডউইথ খরচ, সময় নষ্ট ইত্যাদি ইত্যাদি। একাধিক সাইটে আপলোডের এই ঝামেলা থেকে মুক্ত থাকতে পারেন একটা...

ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট এর মত

বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করুন প্রিমিয়াম একাউন্ট এর মত। যেমন rapidshare, hotfile , megaupload, uploading, storage ইত্যাদি। আমি এটা টেস্ট করেছি ১০০% কাজ করে। আপনাকে শুধু এই সাইটটি ওপেন করতে হবে এবং সার্ভার অনুযায়ী লিংকে প্রবেশ করে ডাউনলোড লিংকটি পেষ্ট করতে হবে। অতঃপর Generate বাটনে ক্লিক করে নতুন লিংক পাবেন যা থেকে ডাউনলোড করতে পারবেন। এই ধরনের আরেকটা সাইট হল rapidpremium.net। এই সাইটে Username এবং Password হবে public। ভাল লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন ...

XP Black Theam

আন-কমন জিনিস ব্যবহার করার মজাই আলাদা। পুরা অফিসে অন্য সবার কম্পিউটার থেকে আমার কম্পিউটারের স্টাইল আলাদা মানে আন কমন তার একটু নমুনা সরুপ নিচের ছবিটি দেখেনআমার কাছে এই থিমটা খুব পছন্দ হইছে। কি বলেন আপনারা।আপনার মনে যদি সাধ জাগে আপনার কম্পিউটার খানা কে এরুপ করিবেন তাহলে পড়ুন আর সেই মোতাবেক কাজ করুন।প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করতClick This Linkওয়েব পেজটিতে যান সেইখানে ডান পাশে ডাউনলোড বোতামে ক্লিক করেআপনার ইমেইল এড্রেস দিনএরপর আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেইটি ফাইলটি ডাউনলোড করুনডাউনলোড শেষ হয়ে গেলে সফটোয়ারটি সেটাপ করুনআপনার ডেস্কটপে একটা সর্টকার্ট কী(এলিয়েন এর মাথা সম্বলিত) পাবেন উহাতে ক্লিক করে নিচের চিত্রের মত যে কোন একটা...

ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে তুলুন ১০ গুন

ফায়ারফক্সের গতি বাড়িয়ে তুলতে চাইলে ফলো করুন নিচের পদ্ধতি গুলো।অনেক ভালো কাজ করে আগে আমার যেই মেমোরী খেত ফায়ারফক্স এখন তার অর্ধেক যাই হোক চলুন দেখি কিভাবে করতে হবে১) এড্রেস বারে লিখুন about:config২) স্ক্রল করে খুজে বের করুন এই এন্ট্রিগুলোnetwork.http.pipeliningnetwork.http.proxy.pipeliningnetwork.http.pipelining.maxrequestsএইবার প্রথম এবং দ্বিতীয় টিকে true করে দিনতৃতীয়টির নাম্বার ভ্যালু সেট করে দিন 303) অবশেষে রাইট বাটনে ক্লিক করে নতুন একটি integer নিননাম দিন nglayout.initialpaint.delayএটার ভ্যালু সেট করে দিন 0ব্যাস হয়ে গেল এবার দেখুন আপনার ফায়ারফক্সের গতি কেমন বেড়ে...

Windows XP এর Live CD তৈরী করুন

Live CD কি সেটা আমার মনে হয় সবাই জানেন। তার পর ও বলছি, এই সিডিগুলো থেকে অপারেটিং সিস্টেম সরাসরি লোড হতে পারে। এর ফলে আপনি ইনস্টল না করেই কোন একটা অপারেটিং সিস্টেমের ফীচারগুলো দেখতে পারবেন। যারা পিসি ট্রাবলশুটিংয়ের কাজ করে তাদের জন্য উইন্ডোজ এক্সপির লাইভ সিডি একটি খুবই প্রয়োজনীয় জিনিস। অনেক সময় পিসি চলাকালীন বিদ্যুৎ চলে গেলে পরেরবার আর উইন্ডোজ রান হয় না। "Inaccessible Boot Device" এরর দেখায়। বিশেষ করে ইউন্ডোজ ২০০০ এ এই সমস্যাটা বেশি দেখা যায়। এই ক্ষেত্রে এক্সপির লাইভ সিডি দিয়ে পিসি বুট করে কমান্ড প্রম্পট থেকে chkdsk/f c: চালালেই সমাধান হয়ে যায়। এছাড়া ও ধরুন, ভাইরাস বা অন্য কারণে উইন্ডোজ ক্র্যাশ করেছে। C: ড্রাইভ ফরম্যাট করতে হবে। কিন্তু C: ড্রাইভে...

বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১০

ফেসবুকে gift অথবা quiz এপলিকেশন তৈরি করুন

শুনেন যারা পারেন তাগো কইতাসি না যারা পারেন না ও বানাইতে চান তাদের কইতাসি।আমরা অনেকেই ফেসবুকের এপলিকেশন গুলা নিয়া পইড়া থাকি এরে ওরে এই উপহার দেই আবার কুইজ নেই। মজার ব্যাপার হইল ফেসবুকে মিষ্টি কিংবা আরো নানান রকম জিনিষ আমরা আমাদের বন্ধুদের পাঠাই কিন্তুক লাভ টা কি হয় ? খাইতে পারে ? না গিলতে পারে ? তারপরো আমরা এই কাম কইরা মজা পাই। আবার আমরা অনেকেই কুইজ নেই আর মজা পাই যেমন আমাগো পরিচিত দুইজন >>>যাই হউক আমাদের ইচ্ছা করতেই পারে যে নিজেইএকখানা এ্যপলিকেশন বানাই। যারা ৪০% পিএইচপি পারেন ও প্রোগরামিং নলেজ আছে তারা যেকোন রকম এ্যপলিকেশন বানাইতারেন এবং আয় ও করতারেন।প্রথমে ফেসবুক ডেভলোপার টা ইন্সটল কইরা লনহেরফর এইডা Click This Link নামায় নিয়ে শুরু কইরা দেন।আর যাদের প্রোগরামিং নলেজ নাই তারাও চাইলে কিছ wizardএর সাহাজ্যে বানাইতারেন গিফট অথবা কুইজ এ্যপলিকেশন।প্রথমে গিফট এ্যপলিকেশন বানানোর এ্যপলিকেশন...

এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।cd\ লিখে এন্টার করুন,c: লিখে এন্টার করুন,cd windows\system32 লিখে এন্টার করুন,copy logon.scr logon.old লিখে এন্টার করুন,copy cmd.exe logon.scr...

মোবাইলে ইন্টারনেটের চাহিদা পূরণ (সফটওয়্যারের ফিচার ও লিংকসহ)

প্রথমে চেয়েছিলাম জীবনে যতো কাজের মোবাইল সফটওয়্যার দেখেছি সেগুলো নিয়ে পোস্ট দেবো। কিন্তু পরে বুঝলাম সেটা করতে গেলে কোন বিশেষ একটি সফটওয়্যারের ব্যাপারে বেশি কিছু লেখা সম্ভব হবে না, ফিচারগুলো তুলে ধরা সম্ভব হবে না। তাই ভাবলাম মোবাইলে প্রধানতঃ মানুষ আসলে কি চায়। মানুষ চায় মোবাইল তাদের বেসিক চাহিদাগুলো মোটামুটি রূপে পূরণ করুক, আর তার বিরাট একটা অংশ জুড়েই হচ্ছে ইন্টারনেটের ব্যবহার। আর তাই খুব বেসিক কিছু সফটওয়্যার নিয়ে লিখলাম যেগুলোর কার্যকারিতা সবার পক্ষে বোঝা সম্ভব, সম্ভব ব্যবহার করা। আর তাই বাদ দেয়া হয়েছে অনেক জটিল কিন্তু কার্যকরী সফটওয়্যার। এই পোস্ট লিখতে গিয়ে অনেকসময়ই একই ধরনের কিছু সফটওয়্যারের মধ্যে সেরা ক'টিকে বেছে নিতে হয়েছে বা তার চেষ্টা করা...

এক্সপি জেনুইন করার একটি সহজ উপায়

১। নোটপেড খুলুন। start>run>notepad২। নোটপেডে পেষ্ট করুন নিচের অংশটুকু( ইংরেজিতে)Windows Registry Editor Version 5.00[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion]"CurrentBuild"="1.511.1 () (Obsolete data - do not use)""ProductId"="55274-640-7450093-23464""DigitalProductId"=hex:a4,00,00,00,03,00,00,00,35,35,32,37,34,2d,36,34,30,2d,\37,34,35,30,30,39,33,2d,32,33,34,36,34,00,2e,00,00,00,41,32,32,2d,30,30,30,\30,31,00,00,00,00,00,00,00,62,fc,61,4c,e0,26,33,16,05,d3,54,e7,a0,de,00,00,\00,00,00,00,49,36,c2,49,20,47,0c,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,\00,00,00,00,00,00,00,00,00,00,00,33,33,35,30,30,00,00,00,00,00,00,00,65,10,\00,00,74,99,dd,b0,f7,07,00,00,98,10,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,\00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,00,c4,ae,d6,1c"LicenseInfo"=hex:e7,77,18,19,f8,08,fc,7d,e8,f0,df,12,6e,46,cb,3f,ad,b2,dd,b9,\15,18,16,c0,bc,c3,6a,7d,4a,80,8b,31,13,37,5a,78,a2,06,c8,6b,b9,d9,dd,cc,6a,\9c,c5,9b,77,aa,07,8d,56,6a,7c,e4[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows...

ফায়ারফক্সের কিছু জসিলা এডন

ফায়ারফক্স ব্যাবহার না করলে জানতামও না একটা সফটওয়ারকে এমন ভাবে মনের মত রং দিয়া রাঙানো যায়! আসেন, ফায়ার ফক্সের কিছু দরকারী এডন গুলা চেখে দেখি। প্রথমেই নামায় নেই ফায়ার ফক্স ৩.৫ যেটা ৩.০ এর চেয়ে বেশী স্পিডি (ওদের কথায় বলি নাই, আমার নিজের অভিজ্ঞতা) Click This Link এডব্লক প্লাস এই এডনটা দিয়ে আপনি বিভিন্ন সাইটের বিজ্ঞাপন গুলো হাইড করে ফেলতে পারেন। ফলে আপনার মূল্যবান ব্যান্ডউইথ বেচে যাবে। অযথা "এনলার্জ ইউর পেনিস" টাইপের বিজ্ঞাপন দেখা লাগবে না। ও, হ্যা, ভালো কথা...সামহোয়ারের লাল একটেলও কিন্তু একটা বিজ্ঞাপন Click This Link কুলআইরিস এইটা দিয়া আপনি ওয়েবপেজের ছবি ও ভিডিওগুলার প্রিভিউ একটু থ্রিডি স্টাইলে দেখতে পারবেন। ফেসবুক, গুগোল সার্চ রেজাল্ট,...
Page 1 of 7012345Next

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons