বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১০

টরেন্ট কি এবং কিভাবে টরেন্ট দিয়ে ডাওনলোড করা হয়

প্রথমেই যারা টরেন্ট সম্মন্ধে জানেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যারা জানেন না তাদের জন্যই এই পোষ্ট।

বর্তমানে ফাইল শেয়ার এর জন্য জনপ্রিয় মাধ্যম হলো টরেন্ট। কি নেই এখানে? আপনি যা চাইবেন তার সব কিছুই পাবেন টরেন্ট এর মাধ্যমে। গেমস, মুভি, মিউজিক ভিডিও, সফটওয়ার আরো কত কি।

প্রথমেই জেনে নিই কয়েকটি শব্দার্থ যা টরেন্ট এ ব্যাবহার করা হয়।

Torrent কি : P2P ফাইল শেয়ার ।
P2P কি : Peer 2 Peer .
Peer কি : যে একি সময়ে ডাওনলোড ও আপলোড করে।
Seeds কি: যে আপলোড করে।
Client কি : যে সফটওয়ারের মাধ্যমে টরেন্ট ডাওনলোড করা হয়।
Tracker কি : যে সার্ভারে টরেন্ট ফাইলটা রাখা হয় অর্থাৎ ট্র্যাকার হলো মাধ্যম।

বুঝতেই পারছেন টরেন্ট দিয়ে যে ফাইলটা নামাবেন সেটার নিজস্ব কোন সার্ভার নেই। সে ফাইলটা আসছে আপনার মতই কারো পিসি থেকে। আপনি যখন কোন ফাইল ডাওনলোড করবেন, ঠিক একই সময় সে ফাইলের ডাওনলোড করা অংশ টুকু অন্য একজন আপনার পিসি থেকে নিতে থাকবে, যেমনটা আপনি ওর পিসি থেকে নামাচ্ছেন।

টরেন্ট এর ডাওনলোডের গতি শুধু আপনার নেটের গতির উপর নির্ভর করে না। ধরে নিচ্ছি আপনার ১ মেগা ব্রড ব্র্যান নেট কানেকশন আছে। আপনার নরমাল ডাওনলোড গতি হওয়া উচিৎ ১০০ কেবি থেকে ১৫০ কেবি। কিন্তু আপনি টরেন্ট সে গতি নাও পেতে পারেন। যত বেশী Seeds ও Peers পাবেন তত বেশী গতি পাবেন ডাওনলোড এ। Seeds ও Peers রা যদি স্লো গতির নেট ইউজ করে, তাহলেও আপনি ডাওনলোড গতি বেশী পাবেন না।

অন্য দিকে আপনি একজন বা দুইজন Seeds ও Peers পেয়েছেন, তাদের নেটের গতি বেশী হলে Seeds ও Peers কম হওয়া সত্বেও আপনি ডাওনলোড গতি ভাল পাবেন।

যাই হোক এবার আসি কিভাবে ডাওনলোড করবো।

টরেন্ট ডাওনলোড করার আগে কয়েকটা কথা আপনাকে মনে রাখতে হবে। যেহেতো ফাইলগুলো অন্য কোন ইউজারের পিসি থেকে আসছে, তার পিসিতে ভাইরাস থাকলে সে ফাইলের সাথে আপনার পিসিতেও ভাইরাস আক্রমন করতে পারে। তাই সতর্ক থাকুন।

১/ ভাল এন্টিভাইরাস সফটওয়ার ব্যাবহার করুন।
২/ এন্টি ভাইরাস নিয়মিত আপডেট করুনএবং সে সময় এন্টিবাইরাস এনাবল রাখুন।
৩/ টরেন্ট ফাইলের সাথে দেয়া সন্দেহজনক কোন সাইট এ যাবেন না। কারন সে সাইট গুলোতে ভাইরাস থাকে। (সব ফাইলে থাকে না)
৪/ আপনার প্রয়োজনীয় ফাইলটা ছারা অন্য ফাইলে ডাবল ক্লিক করবেন না। এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে সন্দেহ মুক্ত হতে পারেন।
৫/ ফাইলটা পুরোপুরি ডাওনলোড হওয়া না পর্যন্ত রিনেম বা মুভ করবেন না।
৬/ মুভি ফাইল গুলো অনেক সময় অর্ধেক ডাওনলোড হলে প্লে করা যায়, এ ক্ষেত্রে অনেক সময় প্লে করলে সে ফাইলটা করাপ্ট হয়ে যায় এবং পরে আর ডাওনলোড হয় না।

যাই হোক এবার আসি কিভাবে টরেন্ট ডাওনলোড করা হয়।

প্রথমেই আপনাকে ডাওনলোড করতে হবে টরেন্ট ক্লাইন্ট। অনেক ক্লাইন্ট পাওয়া যায় এবং এগুলোর প্রায় সব গুলাই ফ্রি।
ধরে নিচ্ছি আপনি টরেন্ট ক্লাইন্ট হিসেবে Utorrent ব্যাবহার করছেন। তুলনামূলক হিসেবে Utorrent ফাইল সাইজে ছোট এবং এটা ইনষ্টল করতে Java এর প্রয়োজন নেই। ডাওনলোড করতে এখানে ঘুরে আসুন।

এবার আপনাকে আপনার কাঙ্খিত ফাইল পেতে যে কোন ট্র্যাকারের সাইটে যেতে হবে।
নিচে কয়েকটা ট্র্যাকারের নাম দেয়া হল:

http://thepiratebay.org/
http://isohunt.com/
http://www.mininova.org/
http://www.torrentreactor.net/

আরো অনেক Tracker আছে, গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। আরো সহজ পদ্ধতি দেই। প্রয়োজনীয় ফাইল আপনি আরো সহজেই খুজতে পারেন সরাসরি গুগলের মাধ্যমেই, আপনি যে ফাইলটা চান সে ফাইলের শেষে একটা স্পেস দিয়ে torrent লিখে গুগলে সার্চ দিন। বিভিন্ন Tracker থেকে গুগল আপনাকে সে ফাইলটা খুজে দিবে।

টরেন্ট ফাইল সার্চ দিলে অনেক গুলো ফাইল আসবে, আপনি সেখান থেকে প্রয়োজনীয় ফাইলে ক্লিক করুন। ছবি নিচে।


এবার ডাওনলোড করুন।


ফাইলে ক্লিক করলে অপশন আসবে কি করবেন বা কোন সফটওয়ারের মাধ্যমে সে ফাইলটা ওপেন করবেন।
যেমন ফায়ারফক্সে আসবে


IE তে আসবে-


ফাইলটা ডাওনলোড শেষ হলে এবার সিলেক্ট করুন টরেন্ট ক্লাইন্ট সফটওয়ার। অথবা Save করে রেখে দিতে পারেন পিসিতে। পরে সুযোগ বুঝে ডাওনলোড করতে পারনে।

এখানে আপনি ফাইলটা কোথায় সেইভ করবেন সেটা সিলেক্ট করতে পারবেন। ডিফল্ট হিসেবে মাই ডকুমেন্ট এ সেইভ হবে। সে টরেন্ট ফাইলে কি কি ফাইল আছে, সো করবে, যে ফাইলটা দরকার সেটাতে মার্ক বহাল রাখতে পারেন, আর না চাইলে উঠিয়ে দিতে পারেন।

এবার ডাওনলোড শুরু হবে। যেমনটা আগেই বলেছি Seeds বা Peers বেশী হলে ডাওনলোডের গতি বেশী পাবেন। আর কম হলে গতি কম পাবেন। সেখানে ট্র্যাকারের নাম ও দেখতে পাবেন।



আরো কিছু ট্র্যাকারের লিষ্ট আছে এখানে

যারা লিনাক্স ইউজার, তারা আমড়া কাঠের ঢেকি'র এই পোষ্ট দেখতে পারেন

Source : http://www.somewhereinblog.net/blog/Nazirblog/28937149

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons