মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১০

কম্পিউটারের ফ্রি টিপস

দৈনন্দিন কম্পিউটার পরিচালনায় আমরা ছোটখাটো নানাবিধ সমস্যার সম্মুখীন হই। এক্ষেত্রে দেখা যায় আমাদের প্রয়োজনের সময় আমরা অনেক কাজই ঠিকভাবে করতে পারি না। কম্পিউটার পরিচালনায় নিজেকে আরো দক্ষ করে তুলতে নিচের সাইটগুলো আপনাকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে কম্পিউটার/তথ্য প্রযুক্তি নিয়ে যারা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী আশা করি তাদের জন্য এ সাইটগুলো বেশ কাজে আসবে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তির নানা দিক, সমস্যা ও সমাধানের উপায় সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে সাইটগুলোতে। সাইটগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী টিপসগুলোকে ভাগ করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা তাদের সুবিধামত টিপস ও টিউটোরিয়ালগুলোকে খুঁজে নিতে পারবে। বর্তমানে ইন্টারনেটে কম্পিউটার, ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ও তথ্য প্রযুক্তির বিভিন্ন ডিভাইস সমূহের উপর বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অজস্র ওয়েবসাইট রয়েছে। সেগুলো থেকে উল্লেখযোগ্য কয়েকটি ওয়েবসাইট এখানে দেয়া হল:

http://www.easycomputertips.com

নাম দেখেই সহজেই বোঝা যায় সাইটটিতে আছে খুব সহজে ও স্বাচ্ছন্দ্যে কীভাবে আপনার কম্পিউটার পরিচালনা করবেন সে সম্পর্কিত হাজারো টিপস। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী টিপসগুলোকে সাজানো রয়েছে। Web and Email, Online Safety, Software, Using your PC, Featured Tips ক্যাটাগরি অনুসারে সাজানো রয়েছে টিপসগুলো। Web and Email ক্যাটাগরির মধ্যে রয়েছে বিভিন্ন ইমেইল সফটওয়্যার, ওয়েব বেজড ইমেইল সাইটের উপর বিভিন্ন টিপস, স্প্যাম প্রতিরোধে করণীয়, ওয়েব ব্রাউজিং, ওয়েব সাইট তৈরির খুঁটিনাটি বিষয় সম্পর্কিত তথ্য। Online Safety সেকশনটিতে রয়েছে নিরাপদে ইন্টারনেটের ব্যবহার, ফায়ারওয়ালের ব্যবহার, চিলড্রেন সেফটি, স্পাইওয়্যার, অ্যাডওয়ার এবং স্পাইটবট থেকে কীভাবে পিসিকে রক্ষা করা যায় সে সম্পর্কিত সামপ্রতিক তথ্য। Using Your PC সেকশনটিতে আছে পিসির দৈনন্দিন সমস্যা সম্পর্কিত সমাধান, কুইক টিপসসহ অসংখ্য টিপস। এছাড়াও রয়েছে কম্পিউটারকে কীভাবে দ্রুতগতির করা যায় সে সম্পর্কিত কার্যকরী কিছু টিপস।

http://www.computerfreetips.com

কম্পিউটার টিপসের বিশাল এক ভান্ডার এই সাইটটি। কম্পিউটারের বিভিন্ন সমস্যা, হার্ডওয়্যার পরিচিতি, হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমস্য সমাধানে সাইটটি অত্যন- কার্যকর। সাইটটিতে বিভিন্ন ক্যাটাগরিতে কম্পিউটারের টিপসগুলোকে ভাগ করা হয়েছ। PC Buying Tips, Laptop Tips, Windows, Office, Networking, Security Alerts, IT Certification, Database Tips, PC Troubleshooting, System-Tune-Up, Registry, Internet, Cisco Router, Backup, Printing, PC Cleaning, Glossaries, Projector Tips সহ অসংখ্য টিপস। সহজ করে বলা যায় কম্পিউটার ও কম্পিউটারের সাথে সংযুক্ত বিভিন্ন ডিভাইসগুলোর সমস্যা সমাধানের টেকনিকগুলো জানতে সাইটটি আপনাকে দারুণভাবে সহায়তা করবে।

http://www.computerfreetricks.com

সাইটটিতে ক্যাটাগরি অনুযায়ী ট্রিকসগুলো দেয়া হয়েছে। বিশেষ করে উইন্ডোজ টিপস, নেটওয়ার্কিং টিপসসহ অসংখ্য টিপস। সাইটটিতে পূর্ববর্তী মাসের টিপসগুলোর আর্কাইভও রয়েছে। ফলে যেকোনো ইউজার পূর্ববর্তী টিপসগুলো থেকে তার প্রয়োজনীয় টিপসটি খুঁজে নিতে পারবেন অনায়াসে। এছাড়াও রয়েছে টিউটরিয়াল পেজ। টিউটরিয়াল পেজগুলোতে কোনো প্রোগ্রামের বিশেষ একটা মেন্যু বা অপশন সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে।

http://www.computerbiglab.com

নামের সাথে সাইটটির যথেষ্ট মিল রয়েছে বিশেষ করে কম্পিউটারের ট্রিকস এন্ড টিপসের ব্যাপারে। সাইটটিতে হাজার হাজার টিপসের সমারোহ। সাইটটি প্রায়ই Computer Free Tips সাইটটির মত। সাইটটিতে আছে উইন্ডোজ টিপস থেকে শুরু করে অফিস এক্সপি, উইন্ডোজ ট্রিকস, ল্যাপটপ টিপস, হার্ডওয়্যার টিপস, উইন্ডোজ ইন্সটলেশন টিপস, ইন্টারনেট টিপস, রেজিস্ট্রি টিপস, মেনটেনিং পিসি টিপস, মোবাইল টিপস, কম্পিউটার সিকিউরিটি টিপস, স্ক্যানিং টিপস এবং ব্যাকআপ টিপস সহ নানাবিধ কার্যকর টিপস। নেটওয়ার্কিং টিপস অপশনটিতে নেটওয়ার্ক ইক্যুইপমেন্টস, ক্যাবলিং বেসিকস, লোকাল এরিয়া নেটওয়ার্কিং, ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং-এর উপর বেসিক টিপস এবং বিভিন্ন প্রটোকল সমূহের ধারণা রয়েছে।

http://freepctech.com/pc/xp/xpindex.shtml

সাইটটিতে উইন্ডোজ এক্সপি সংক্রান- যাবতীয় সব ট্রিকস পাওয়া যায়। এক কথায় উইন্ডোজ এক্সপির মোটামুটি প্রায় সব সমস্যার সমাধান রয়েছে সাইটটিতে। উইন্ডোজ এক্সপির পুরানো বিভিন্ন ডিভাইস ড্রাইভার ইন্সটলেশনের সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় তা থেকে পরিত্রাণ পেতে কিছু টিপস দেয়া রয়েছে সাইটটিতে।

http://www.mstipsandtricks.com

সাইটটিতে মাইক্রোসফট অফিসের নিত্যনতুন সব টিপস সংযোজিত রয়েছে। মাইক্রোসফট অফিসের ৯৭ ভার্সন থেকে শুরু করে মাইক্রোসফট অফিসের সর্বশেষ ভার্সনের নানাবিধ টিপস রয়েছে। মাইক্রোসফট অফিস সংক্রান্ত যেকোনো টিপস এন্ড ট্রিকস-এর জন্য সাইটটির সহায়তা নিতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফ্ট এক্সেল, পাওয়ার পয়েন্ট, একসেস, মাইক্রোসফট আউটলুক-এর শটকার্ট কীসহ ছোটখাটো অনেক টিপস রয়েছে সাইটটিতে। সাইটটিতে অফিস প্যাকেজ প্রোগ্রামের প্রায় প্রতিটির শটকার্ট কী দেয়া রয়েছে।

http://www.allpctips.com

নাম দেখেই সহজেই বুঝে নিতে পারেন সাইটটিতে কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধানের উপায় ও কৌশল সম্পর্কে তথ্য রয়েছে। সাইটটির ডিজাইন দেখতে সুন্দর না হলেও মোটামুটিভাবে সাইটটিতে কার্যকরী কিছু টিপস রয়েছে। সাইটটির হোম পেজে গুরুত্বপূর্ণ ২০-২৫টি টিপস রয়েছে। এছাড়াও অন্যান্য ওয়েবসাইটের মত সাইটটির টিপসগুলোকে ক্যাটাগরি অনুযায়ী বিভক্ত করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে Software, Hardware, Internet, Technology, Windows, Email, Security & Wireless Tips ।

http://www.computertips.com

সাইটটিতে Windows System Tips, Microsoft Tips I Internet Tips এ তিনটি ক্যাটাগরিতে টিপসগুলো সাজানো রয়েছে। উইন্ডোজ সিস্টেম টিপসটিতে মূলতঃ Windows 98 Tips, Windows 95 Tips Ges Windows NT 4.0 Tips -এর গুরুত্বপূর্ণ, খুঁটিনাটি ও প্রয়োজনীয় অনেকগুলো টিপস রয়েছে।

http://www.onlinecomputertips.com

সাইটটিতে বিভিন্ন হার্ডওয়্যার টার্মস, নেটওয়ার্কিং টার্মস ও ভাইরাস টার্মসসহ বেশকিছু টার্মস সম্পর্কে বর্ণনা দেওয়া রয়েছে।

Source : http://www.somewhereinblog.net/blog/riyadsohad/28963046

2 টি মন্তব্য:

22Lctg বলেছেন...

i have more benefited from this site, thanks for this site......

22Lctg বলেছেন...

i have more benefited from this site, thanks for this site......

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons