বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১০

নিজেই তৈরী করুন নতুন বছরের ই-কার্ড



সামনে আসছে নতুন বছর। আর এই সময় আমরা সরাসরি সাক্ষাৎ কিংবা গিফট দেয়ার বদলে বেশী প্রধান্য দিই ই-মেইল, ই-কার্ড কিংবা এস এম এম পাঠাতে (টাকা বাছানোর ফন্দি আর কি !!!! )। তাই নেট ঘেটে বের করি বিভিন্ন ই-কার্ড। কিন্তু সেই কার্ড যদি নিজের তৈরী করা হয় তাহলে আনন্দটা আরও বেশী লাগবে। সেরকমই একটা কার্ড কিভাবে ডিজাইন করা যায় তা দেখার চেষ্টা করব।


১. প্রথমে ফটোশপে একটা নতুন একটা ডকুমেন্ট খুলুন (৬৪০*৪৮০ পিক্সেল)।
২.এবার background টা পছন্দমত রঙে রাঙিয়ে নিন ( আমি ব্যবহার করেছি #ffffff ) এবার blending options এর সাহায্যে একটা gradient তৈরী করে নিন। এজন্য নিচের মত সেটিংস করুন।



gradient দেয়ার পর ইমেজটা এরকম হবে।



3. এবার নতুন একটা লেয়ার তৈরী করুন (layer - new layer) এবং pen tool এর সাহায্যে নিচের ছবির মত কিছু আঁকুন (pen tool কিভাবে ব্যবহার করতে হয় জানতে ক্লিক করুন এখানে) এবং কালার হিসেবে ব্যবহার করুন #7f2a2d.


৪. নতুন আরেকটি লেয়ার নিন এবং brush এর সাহায্যে ইমেজের মাঝখানে ফুল, লাইন, শেইপ দিয়ে ডিজাইন করুন যা কিছু আনার ইচ্ছা, আর কালার করে নিতে পারেন এই রংগুলো দিয়ে - #f1f29a (হলুদ), #ffffff (সাদা) and #7f2a2d (গাঢ় লাল). আগে রাসেল ভাই ব্রাশ নিয়ে বেশ কয়েকটা পোস্ট দিয়েছেন. এখানে যে ব্রাশগুলো ব্যবহার করা হয়েছে ( ব্রাশ-১, ব্রাশ-২, ব্রাশ-৩, ব্রাশ-৪, ব্রাশ-৫ )এই স্টেপে কিভাবে ডিজাইন করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। যাহোক আমার ডিজাইনটা এসেছে এরকম...
ব্রাশ-৫


৫. আরেকটা নতুন layer নিন (layer - new layer) এবং rectangular marquee tool ব্যবহার করে একটা স্কয়ার শেইপ তৈরী করুন ( 200*200px ). এবার সেটা সিলেক্ট করে paint bucket tool এর সাহায্যে #c33b40 কিংবা আপনার পছন্দের রঙে রাঙিয়ে নিন। তাহলে নিচের ছবির মত দেখাবে।



৬. এবার elliptical marquee ব্যবহার করে আগের বক্সের উপর round shape তৈরী করুন। নতু আরেকটা layer নিয়ে gradient tool ব্যবহার করুন। এজন্য নিচের সেটিংস দেখতে পারেন।






৭. এবার gradient এর বেদরকারী সাদা অংশ মুছতে লেয়ারে লাল বক্সের layer যান এবং magic wand tool ব্যবহার করুন। এবার আসুন (select - inverse) এবং gradient layer সিলেক্ট করে delete চাপুন বা (edit - clear)। তাহলে নিচের মত দেখা যাবে।


৮. এবার বক্সের উপর কিছু টেক্সট লিখুন (HAPPY NEW YEAR 2010)।


৯. টেক্সটে কিছু ইফেক্ট দিতে পারেন। আর লাল বক্সটাতে কিছু ইফেক্ট দিয়ে আরো আকর্ষনীয় করে নিতে পারেন। এজন্য blending options ব্যবহার করতে পারেন এবং নিচের সেটিং দেখুন ......







১০. তাহলে সবশেষ রেজাল্টটা দেখাবে নিচের মত......




সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা...................

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons