এটি একটি রিকভারি সফটওয়্যার। যারা ভুলের কারণে কিংবা ভাইরাসের কারণে তাদের পিসির ফাইল হারিয়েছেন(ড্রাইভ অবশ্যই থাকতে হবে "NTFS" ফরম্যাটের), বিশেষ করে যে ড্রাইভে করা হয়েছিল অপারেটিং সিষ্টেম ইনষ্টল, সেই ড্রাইভের যা কিছু হারিয়ে থাকুন না কেন, আপনাকে ফিরে এনে দেবে এই রিকভারি সফটওয়্যার। অতি কার্যকরী। এর বিকল্প হিসেবে অনেক সফটওয়্যার পাওয়া যায়। তারপরও, কয়েকটির কার্যক্ষমতা তুলনা করে আমার কাছে এটিই ভালো লেগেছিল জন্য আপনাদের সামনে উপস্থাপন করলাম। দেখুন, আপনাদের কাছেও ভালো লাগে কি না। তবে, এই সফটওয়্যারটি ব্যবহার করার ক্ষেত্রে একটি শর্ত আছে। আপনি যে ড্রাইভের ফাইল পুনরায় উদ্ধার করতে চান, সেই ড্রাইভটি অবশ্যই হতে হবে "NTFS" ফরম্যাটের। মানে, যে সময়ের ফাইল আপনি ফিরিয়ে আনতে চাচ্ছেন, সে সময় যদি ড্রাইভটি "NTFS" ফরম্যাটে থেকে থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে ফাইল ফিরে পাবেন। এই ক্ষেত্রে "Smart "NTFS" Recovery v4.3" সফটওয়্যারটি ৯৯.৯৯% নিশ্চয়তা(ফাইলের অবস্থা অনুসারে। যদি ফাইলের অবস্থা খুব দুর্বল হয়, তাহলে এই নিশ্চয়তা কার্যকর নয়। এটাই হচ্ছে সফটওয়্যারটির কথা।) দিয়ে থাকে। অন্যান্য ফরম্যাটের ড্রাইভের ফাইলও ফিরিয়ে আনতে পারে এই সফটওয়্যারটি। তবে এই ক্ষেত্রে এরা পুরো নিশ্চয়তা দেয় না। যেটা দিয়ে থাকে "NTFS" ফরম্যাটের ক্ষেত্রে।
যদি সফটওয়্যারটির প্রয়োজন বোধ করেন, তাহলে নিচে দেওয়া লিংক থেকে ক্লিক করে ডাউনলোড করে নিন। এটি ফ্রিওয়্যার নয়, তবে ফুল ভার্সন দেওয়া হয়েছে।
"Smart NTFS Recovery v4.3"
এই ফাইলটিও *.জিপ ফরম্যাটে আছে। সাইজঃ ২.৬৩ মেগাবাইট।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন