যদি আপনি হন(হয়ে তো আছেনই ) কম্পিউটার ব্যবহারকারী কিংবা ব্যবহারকারিনী, তাহলে আপনাকে কখনও না কখনও অবশ্যই বিভিন্ন এররের ঝামেলায় পড়তে হয়েছে। দেখা গেল কিছু করছেন, তখনই একটি এরর মেসেজ দেখাল এবং আপনার কাজ গেল, একদম হাওয়া!!! এরর সমস্যাটি হচ্ছে একটি কম্পিউটারের অনেক বড় সমস্যা। এটির জন্য অনেক কিছুই হয়। প্রায় সকলেরই জানা আছে বিধায় বাড়তি কথা আর বলছি না। এটি থেকে মুক্ত থাকাটা সকলের কম্মো নয়। বিশেষ করে যারা সফটওয়্যার নিয়ে গুতাগুতি করেন বেশি। প্রধানতঃ ভাইরাসের কারণে রেজিষ্ট্রি ফাইলগুলো করাপ্ট হয়। অপারেটিং সিষ্টেমে সমস্যার পিছনের একটি প্রধান কারণ হয়ে থাকে এই রেজিষ্ট্রি ফাইল মিসিং, মানে এরর। রেজিষ্ট্রি ফাইল যে আপনি ডিলিট করে দিলেই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন, তারও কোন উপায় নেই। ডিলিট করা মানে আরও বড় সমস্যা ডেকে আনা। কাজেই, উপায় থাকে তখন আরেকটি। করাপ্টেড রেজিষ্ট্রি ফাইলগুলো রিপেয়ার করা। এবং, রিপেয়ার করার জন্যই আছে অসংখ্য সফটওয়্যার। কিছু কার্যকরী, কিছু অকার্যকরী। কার্যকরী সফটওয়্যারগুলোর মাঝে এই "Error Repair Professional v4.06" সফটওয়্যারটিও আছে। এই সফটওয়্যারটির কাজ শুধু রিপেয়ার করা নয়, যে সকল অপ্রয়োজনীয় রেজিষ্ট্রি ফাইল থাকে, সেগুলোকেও ডিলিট করে দেয়। যেগুলোর পেছনে আপনার পিসি স্লো হবার কিছুটা কারণ লুকিয়ে থাকে।
এই সফটওয়্যারটি ফ্রিওয়্যার নয়। তারপরও আমি আপনাদেরকে এটির ফুল ভার্সনই দিচ্ছি। সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
"Error Repair Professional v4.06"
*.জিপ ফরম্যাটে থাকা এই ফাইলটির সাইজ মাত্র ১.২৩ মেগাবাইট।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন