======================
"DU Meter" সফটওয়্যারটি কি কাজের জন্য, সেটা বর্ণনা করার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। এই ব্লগের প্রায় সবাই জানেন। তারপরও, যারা জানেন না তাদের জন্য বর্ণনা করছি। "DU Meter" সফটওয়্যারটির মূল কাজ কি।
এই সফটওয়্যারটি হল, আপনার নেটের স্পীড পরিমাপক। ডাউনলোড এবং আপলোড স্পীড। আপনি যখন ডাউনলোড-আপলোড করছেন, সেটা কতটুকু গতিতে, সেটা আপনি দেখতে পাবেন "DU Meter" এর দ্বারা। এবং, এই সফটওয়্যারটির দ্বারা আপনি কত মেগাবাইট-গিগাবাইট ব্যবহার করছেন(ডাউনলোড-আপলোড), সেটার দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক হিসাবও দেখতে পারবেন। এই সফটওয়্যারটি ফ্রিওয়্যার নয়। তারপরও আমি এটি আপনাদের জন্য সিরিয়াল কি সহ ফুল ভার্সন দিলাম।
"DU Meter 3.50 Full"
যথারীতি এই ফাইলটিও .জিপ ফরম্যাটে আছে। সাইজঃ ৯৬৯.৮৫ কিলোবাইট।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন