শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১০

তৈরি করুন Automated \Unattended Windows XP CD


আমাদের প্রায়ই Computer এ Windows install করতে হয়। প্রতিবারই CD Key, User name, Password, Time zone, ইত্যাদি নানা কিছু সেট করতে হয় Computer এর সামনে বসে থেকে। তারপর প্রয়জনিয় Software এবং Driver Install করতে হয় । যা Total প্রায় এক ঘন্টা সময়ের ব্যপার । তৈরি করে নিন Customized Unattended Windowx XP CD ।

সুবিধা সমূহঃ
১. CD Key, User name, Password, Time zone, ইত্যাদি কোন কিছু দিতে হবে না । অর্থাৎ XP setup শুরু হলে সামনে বসে থাকার প্রয়োজন নেই।
২. XP এর সাথে প্রয়জনিয় Software এবং Driver Install হয়ে যাবে ।
৩.Install হতে Total ১০ -১৫ মিনিট সময় লাগবে।
৪ XP CD এর সাইজ ৪০% কমে যাবে ।
তাহলে শুরু করা যাক......

যা যা লাগবে :
১। .NET Framework Install করুন। ডাউনলোড করুন [http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=0856eacb-4362-4b0d-8edd-aab15c5e04f5&displaylang=en] থেকে।

২। nLite software Install করুন। ডাউনলোড করুন [http://www.nliteos.com/download.html] থেকে।

৩। যে সকল software XP এর সাথে install করতে চান তার cab file(Extension .cab) লাগবে। এ গুলুকে Win addon বলে। নিজে তৈরি করে নেওয়া যায়। বেশির ভাগ তৈরি পাওয়া যায়। ডাউনলোড করুন [http://www.winaddons.com/nlite-addons] থেকে।

৪।যে সকল Driver Install করতে চান তা একটি Folder এ রাখুন
৫।XP CD টি একটি Folder এ Copy করুন।

শুরু করা যাক................

#১। nLite software টি ওপেন করুন । Welcome Screen আসবে Next চাপুন


#২। এখন যে Folder এ XP CD কপি করেছেন তা Browse করে দেখিয়ে দিন।Next চাপুন।

#৩। নতুন Preset Window আসবে ।Next চাপুন।

#৪। এখন Task Selection Screen আসবে। All বাটন চাপুন।Next চাপুন।


#৫। Service Pack Screen আসবে।Next চাপুন।

#৬। Hotfixes.. screen আসবে । এখানে Insert বাটন চেপে যে সকল software XP এর সাথে install করতে চান তার cab file(Extension .cab) দেখিয়ে দিন।Next চাপুন।


#৭। Drivers screen আসবে। Insert বাটন চেপে Driver folder এ শুধু INF File টি দেখিয়ে দিন।Next চাপুন। Driver বা Software না চাইলে Next চেপে পরের Screen এ চলে যান।

#৮।Component Removal Screen আসবে। XP CD তে অনেক Component অতিরিক্ত দেওয়া থাকে যা তেমন কোন কাজে লাগেনা ।এগুলু বাদ দিলে CD এর সাইজ অনেক কমে যায় এবং Installation time ও কম লাগে। যে Component বাদ দিবেন তা click করে select করুন।
নিচে বাদ দেওয়ার মত component এর নাম দিলাম..........

Keyboard:
United States International Keyboard ছাড়া বাকি সব বাদ দেওয়ার জন্য select করুন.
Language:
সব বাদ দেওয়ার জন্য select করুন.

Network:
FrontPage Extensions , Internet Information Service (IIS), MSN Explorer বাদ দেওয়ার জন্য select করুন.

Operating System:
.NET Framework, DR Watson, Manual Install and Upgrade, Search Assistant, Service Pack Messeges , Tour বাদ দেওয়ার জন্য select করুন.

Services:
Indexing service বাদ দেওয়ার জন্য select করুন.

Directories:
সব বাদ দেওয়ার জন্য select করুন.
এখন next চাপুন

#৯। Unattended screen আসবে । General Tab এ Product Key এর ঘরে serial key
বসান। firewall বন্ধ করে দিতে পারেন।

User Tab এ User acount তৈরি করে user name দিন এবং Autologon ঘরে যে User এ Autolog on করতে চান তা select করুন ।Blank password select করুন
এভাবে সবগুলো tab সেটিং করুন। next চাপুন

#১০। Option Screen আসবে। General tab এ " Press any key...." enable করুন।
Remove duplicate file - Enable
Black background- Enable করুন।
Classic mode- Enable করুন।
Patches Tab এ TCP/IP- 100 করুন।
Usb port..- 500 করুন।
Unsign Theme....-Enable করুন। Next

#১১। Tweaks screen আসবে। General Tab এ কিছু Setting করতে পারেন । Next চাপুন।

#১২। এখন Process হবে। Process এর পর cd Burning Page এ আসবে । এখানে সরাসরি CD Burn করতে পারেন অথবা ISO Image File সেভ করে রাখতে পারেন পরে Burn করার জন্য । ISO save করাই ভাল।

#১৩। এখন Finished চাপুন ।।।

source : http://prothom-aloblog.com/users/base/msirussel/6

1 টি মন্তব্য:

Arafin Rubab বলেছেন...

এক কথায়............... অসাধারন একটি পোস্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons