
কম্পিউটারে অনেক বিষয় খুজে পাওয়া যায় যেগুলো খুবই মজার। তেমনি কিছু মজার ব্যপার নিচে দেওয়া হল। উল্লেখ্য যে, ব্যপার গুলো Windows xp service pack 2-তে কাজ করে বা আছে।Nameless folderনামহীন ফোল্ডার তৈরীর জন্য New Folder- কে select করে F2 চাপুন। এবার Alt চেপে ধরে 255 অথবা 0160 টাইপ করে Enter press করুন। ব্যস হয়ে গেল নামহীন ফোল্ডার।CON, PRN, AUX, NUL:সাধারন ভাবে কম্পিউটারে CON, PRN, AUX, NUL, COM1, COM2, COM3, COM4, COM5, COM6, COM7, COM8, COM9, LPT1, LPT2, LPT3, LPT4, LPT5, LPT6, LPT7, LPT8, LPT9 ইত্যাদি নামে কোন নতুন ফোল্ডার খোলা যায় না। এর মুল কারণ হল উপরের নামগুলো DEVICE এবং PORT-এর নাম হিসেবে ব্যবহৃত হয়। নিচে সেগুলো বিস্তারিত দেওয়া...