মঙ্গলবার, ২৩ মার্চ, ২০১০

গুগলের পটভূমিতে পছন্দের ছবি

জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সাইটে ঢুকলে বা সার্চ করলে যদি পটভূমিতে পছন্দের ছবি দেখা যায়, তাহলে কেমন হয়! ফায়ারফক্স ওয়েব ব্রাউজারে অ্যাড-অন্সের সাহায্যে এই মজাটুক করা যায়। এ জন্য ২.৯ মেগাবাইটের অ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/10443 থেকে ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ফায়ারফক্সের স্ট্যাটাসবারের ডানে Change your Google Background আইকনে ক্লিক করে Google Background Changer উইন্ডো থেকে Image Location-এ ছবির ঠিকানা নির্বাচন করে Ok করুন। এবার গুগলের সাইটে ভিজিট করে দেখুন পটভূমিতে সদ্য সেট করা ছবিটি দেখা যাচ্ছে। আর সার্চের ফলাফলের পটভূমিতে যদি ছবিটি দেখতে চান, তাহলে Show Image in results page এ চেক করতে হবে। এ ছাড়া Google Text-এ যা লিখবেন না, তা গুগলের মূল লোগো পরিবর্তে দেখা যাবে।

http://www.prothom-alo.com/detail/date/2009-10-10/news/11089

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons