সমস্যা: যদি দেখা যায় যে কোনো টেক্সট বক্স, অটোসেপ প্রিন্ট হচ্ছে না।
সমাধান: এজন্য আপনাকে এমএস ওয়ার্ডের Tools-Option-View Tab-এ গিয়ে Drawing Object-এ টিক চিহ্ন না থাকলে টিক চিহ্ন দিয়ে দিতে হবে।
সমস্যা: যদি দেখা যায় অফিস প্রোগ্রামে কাজ করার সময় মেসেজ আসে Sorry for your inconvenience this program will be closed।
সমাধান: এ অবস্থায় প্রথমে আপাততঃ কাজ চালিয়ে নেওয়ার জন্য কম্পিউটারটি একবার রিস্টর্ট করে দেখুন। এরপর যদি সম্ভব হয় কম্পিউটারটি একবার উইন্ডোজ ইনস্টল করে ভাইরাসমুক্ত করে ফেলুন।
সমস্যা: যদি দেখা যায় কম্পিউটার অন হওয়ার পর কালার ঠিকমত নেই অর্থাৎ সঠিকভাবে কালার দেখা যাচ্ছে না।
সমাধান: এই অবস্থায় ডেস্কটপে মাউসের ডান বাটন চেপে প্রপার্টিজ অপশনে গিয়ে Settings Tab-এ গিয়ে Color Quality বক্স হতে Medium/High নির্বাচন করে- Screen Resolution হতে সাইজ নির্বাচন করে Ok করে বের হয়ে আসুন।
সমস্যা: যদি দেখা যায় বাংলা লেখার সময় ‘র’ লিখতে ‘ও’ হয়ে যায় অথবা কোনো বর্ণ লিখতে গেলে অনেকগুলো অপ্রত্যাশিত বর্ণ এসে যায়।
সমাধান: এ অবস্থা যদি হয় তাহলে Tools Menu গিয়ে Auto Correct-এ গিয়ে Replace Text As You Type টিক চিহ্ন দেওয়া থাকলে তুলে দিয়ে ঙশ করে বের হয়ে আসুন।
সমস্যা: অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে Page Border দিতে গিয়ে Border নির্বাচন করতে গিয়ে আপনার যে ভার্সনের Office ইনস্টল করা আছে তার Backup খুজে না পেলে বর্ডার দেখায় না।
সমাধান: যখন অফিসের সিডি খুঁজবে তখন আপনি আপনার সিডি/ডিভিডি রমে অফিসের সফটওয়্যারটি প্রবেশ করান অথবা Browse করে Backup দেখিয়ে Ok করুন।
সমস্যা: যদি কখনো দেখা যায় মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার সময় হঠাৎ বাংলা টাইপ করার সময় “ক্স” এবং ইংরেজি করার সময় “” চিহ্ন চলে আসে যা কাজের ব্যাঘাত ঘটায়।
সমাধান: এই সমস্যাটি হলে আপনাকে যা করতে হবে তা হল Standard Toolbar-এ চিহ্নটি দেখা যাবে। তাতে একটি ক্লিক করলে সমস্যা সমাধান হয়ে যাবে।
0 টি মন্তব্য:
একটি মন্তব্য পোস্ট করুন