শুক্রবার, ১৯ মার্চ, ২০১০

http://0.tqn.com/d/pcsupport/1/0/P/0/-/-/xpnew18.jpg

আমরা শিখেছি উইন্ডোজ সেটাপ করার আগে কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলতে হবে এবংকোন একটি পার্টিশন ডিলিট করার আগে খেয়াল রাখতে হবে সে ড্রাইভে কোন গুরুত্বপূর্ণ ফাইল জমা আছে কিনা। এখন আসুন একটু প্র্যাকটিস করে দেখি কতটুকু শিখতে পেরেছেন। সাইফূল ভাই আনেক যত্ন করে আপনাদের শিখিয়েছে। এধরনের কাজ করার আগে একটু প্র্যাকটিস প্রয়োজন তা না হলে গুরুত্বপূর্ণ ফাইল, পার্টিশন ডিলিট হওয়ার সম্ভবনা থাকে। লিংক থেকে ফাইলটি windows-xp-setupsfx.exe যে কোন ড্রাইভে আনকমপ্রেস করে ডাবল ক্লিক করুন। ১টুও ভয় পাবেন না এতে আপনার কোন গুরুত্বপূর্ণ ফাইল, পার্টিশন ডিলিট হওয়ার সম্ভবনা নাই এটি শুধু প্র্যাকটিস করার জন্য Virtual Setup Prosses। যে কোন সময় Esc চাপলেই আপনি Screen out হতে পারবেন। দেখবেন সবকিছু আগের মতোই আছে।
 আপনি কি নিশ্চিত যে উইন্ডোজ সেটাপ করতে পারবেন? তা না হলে.. | Techtunes
 আপনি কি নিশ্চিত যে উইন্ডোজ সেটাপ করতে পারবেন? তা না হলে.. | Techtunes
Esc চাপার পর Yes Select করুন

source

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons